সহকারী অধ্যাপক পদে আবেদন ফরম ২০২২ | এমপিওভুক্ত মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন PDF Download - Technical Alamin
All Type of Forms

সহকারী অধ্যাপক পদে আবেদন ফরম ২০২২ | এমপিওভুক্ত মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন PDF Download

জনবল নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে নির্ধারিত নিয়োগ বিধিমালা ও পদোন্নতি নীতিমালা অনুসরণ করতে হবে – সহকারী অধ্যাপক পদে আবেদন ফরম ২০২২

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত/সর্বশেষ পরিমার্জিত) অনুযায়ী দেশের কামিল/ফাজিল এবং আলিম মাদ্রাসার এমপিওভুক্ত প্রভাষকদের যথাক্রমে সহকারী অধ্যাপক এবং জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতির আবেদন নিম্নোক্ত কাগজপত্র/ডকুমেন্টসহ সংযুক্ত ছকে হার্ডকপিতে ম্যানুয়ালী মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর দাখিল করতে হবে। উল্লেখ্য যে, পদোন্নতির আবেদন প্রেরণে জ্যেষ্ঠতা লংঘন করা যাবে না।

এমপিও প্রাপ্তির আবশ্যকীয় শর্তাবলি- স্বীকৃতি/অধিভুক্তি: প্রতিষ্ঠানকে (মাদ্রাসা) অবশ্যই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড/ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় বা উপযুক্ত কর্তৃপক্ষ কতৃক স্বীকৃতি/অধিভুক্তি প্রাপ্ত হতে হবে। একই সাথে এমপিও এর আবেদন যাচাইকালে হালনাগাদ স্বীকৃতি/অধিভুক্তির শর্তাবলি পূরণকৃত থাকতে হবে। প্রাপ্যতা: পরিশিষ্ট ‘ক’ অনুযায়ী ভৌগোলিক দূরত্ব ও জনসংখ্যার ভিত্তিতে প্রাপ্যতার শর্তপূরণ করতে হবে।

কাম্য শিক্ষার্থী- পরিশিষ্ট ‘খ’ অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী থাকতে হবে। কাম্য ফলাফল: পরিশিষ্ট ‘গ’ মোতাবেক কাম্য ফলাফল অর্জন করতে হবে। জনবল কাঠামো: সরকার অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী (পরিশিষ্ট-ঘ) শিক্ষক-কর্মচারী নিয়োজিত থাকতে হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অথবা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি থাকতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রযোজ্য ক্ষেত্রে এনটিআরসিএ এর সুপারিশ অনুসারে শিক্ষক নিয়োগ করবে। শর্ত থাকে যে, আলোচ্য নীতিমালা কার্যকর হওয়ার পর কোন প্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে কাম্য যোগ্যতা সম্পন্ন শিক্ষক কর্মচারী নিয়োগ নিশ্চিত হওয়ার পর স্বীকৃতি/অধিভুক্তি সংক্রান্ত প্রত্যয়ন প্রদান করতে হবে।

কোন প্রতিষ্ঠানের (মাদ্রাসা) স্বীকৃতি ও অধিভুক্তির জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ ঐ প্রতিষ্ঠানের এমপিওভুক্তি নিশ্চিত করবে না; সরকার আর্থিক সামর্থ্য অনুযায়ী প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করবে। নিয়োগ, যোগ্যতা এবং জনবল কাঠামো:- বেসরকারি মাদ্রাসা সমূহের শিক্ষক ও কর্মচারীর জনবল কাঠামো ২০২১ অনুসারে সম্পন্ন করতে হবে।

সহকারী অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন পত্র / পদোন্নতির আবেদনের ক্ষেত্রে তথ্য যথাযথ ভাবে পূরণ করতে হবে

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ দেখে নিন।

সহকারী অধ্যাপক পদে আবেদন ফরম ২০২২ | এমপিওভুক্ত মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন PDF Download

এমপিওভুক্ত মাদ্রাসার জ্যেষ্ঠ প্রভাষক/সহকারী অধ্যাপক পদে পদোন্নতির আবেদন PDF ডাউনলোড করুন

পদোন্নতির আবেদনের সাথে যে ডকুমেন্টস ২০২২ । যাচাইকালে প্রয়োজনে মূলকপি প্ৰদৰ্শন করতে হবে

  1. সংযুক্ত ফরমেটে আবেদন করতে হবে (আবেদন ফরমেটের নির্ধারিত স্থানে সভাপতি এবং অধ্যক্ষের স্বাক্ষর ও নাম, পদবী, মোবাইল নম্বর উল্লেখসহ সীল থাকতে হবে);
  2. সভাপতির প্রতিস্বাক্ষরসহ অধ্যক্ষের ফরোয়ার্ডিং (এডহক কমিটি হলে সভাপতি, কোন কমিটি না থাকলে জেলা সদরের মাদ্রাসার ক্ষেত্রে জেলা প্রশাসক/ অতিরিক্ত জেলা প্রশাসক এবং জেলা সদরের বাহিরের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার প্রতিস্বাক্ষর করবেন);
  3. জেলা শিক্ষা অফিসার কিংবা উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের ফরোয়ার্ডিং;
  4. শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নম্বরপত্র / অন্যান্য সনদপত্রের সত্যায়িত কপি ;
  5. নিয়োগপত্র ও যোগদানপত্রের সত্যায়িত কপি;
  6. পদোন্নতির জন্য আবেদন কারীর প্রথম, বিভিন্ন স্কেল/গ্রেড প্রাপ্তির ও সর্বশেষ এমপিও কপি;
  7. কর্মরত সকল সহকারী অধ্যাপক/জ্যেষ্ঠ প্রভাষক এবং প্রভাষকের যোগদানের তারিখ ও এমপিওভুক্তির তারিখ উল্লেখসহ তালিকা; ৮.মাদ্রাসার প্রথম ও সর্বশেষ এমপিও কপি;
  8. গবেষণাকর্ম/স্বীকৃত জার্নালে প্রকাশিত প্রবন্ধের কপি;
  9. সর্বশেষ স্বীকৃতি/ অধিভুক্তির কপি (না থাকলে হালনাগাদকরণের আবেদন দাখিলের প্রমাণক);
  10. বোর্ড / বিশ্ববিদ্যালয় কর্তৃক সর্বশেষ গভর্নিং বডির অনুমোদনপত্র;
  11. প্রস্তাবিত পদোন্নতির জন্য গভর্ণিং বডির সুপারিশ সম্বলিত রেজুলেশন;
  12. অন্যান্য/ বিবিধ।

এমপিওভূক্তগণের পদোন্নতির আবেদন কার বরাবর প্রেরণ করতে হবে?

কামিল/ফাজিল এবং আলিম মাদ্রাসার এমপিওভুক্ত প্রভাষকদের যথাক্রমে সহকারী অধ্যাপক এবং জ্যেষ্ঠ প্রভাষক পদে পদোন্নতির আবেদন হার্ডকপির মাধ্যমে ম্যানুয়ালী মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বরাবর  ডকুমেন্টসহ সংযুক্ত ছকে দাখিল করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *