সারাদেশে শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা ২০২২ - Technical Alamin
Latest News

সারাদেশে শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা ২০২২

আগামী শুক্র ও শনিবার দু’দিনই ব্যাংক খোলা থাকবে। শুক্রবার বানিজ্যিক এলাকাগুলো ব্যাংক খোলা থাকে। শনিবার সারাদেশে ব্যাংক খোলা থাকবে। গ্রাহকের লেনদেনের সুবিধার্থে ব্যাংকগুলো খোলা থাকবে এমন নির্দেশেনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক 

(সেন্ট্রাল ব্যাংক অব বাংলাদেশ)

প্রধান কার্যালয় মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ

ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন

ডিওএস সার্কুলার লেটার নং-১৪ তারিখ: ২৮ এপ্রিল ২০২২

ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক।

২৯ ও ৩০ এপ্রিল ২০২২ তারিখে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা প্রসঙ্গে।

প্রিয় মহােদয়,

১৮ এপ্রিল ২০২২ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নং ১২-এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে। উক্ত সার্কুলার লেটারের মাধ্যমে ঢাকা মহানগরীসহ কিছু নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত ব্যাংক শাখাসমূহ ৩০ মার্চ ২০২২ তারিখের ডিওএস সার্কুলার লেটার নং ১০-এ বর্ণিত রমজান মাসের সময়সূচি মােতাবেক ২৯ ও ৩০ এপ্রিল ২০২২ তারিখে খােলা রাখার নির্দেশনা প্রদান করা হয়।

২। এ বছর ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ব্যবসা-বাণিজ্যে অধিক পরিমাণে লেনদেন সংঘটিত হচ্ছে বিধায় ব্যাংক ব্যবস্থায় নগদ অর্থ জমা ও উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষিতে, সর্বসাধারণের সুবিধার্থে ৩০ এপ্রিল ২০২২ তারিখে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সীমিত সংখ্যক লােকবলের মাধ্যমে সারাদেশে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে:

ব্যাংক খোলা থাকবে শনিবার

৪। ২৯ ও ৩০ এপ্রিল ২০২২ তারিখে নগদ লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অফিস/বিভাগ সীমিত পরিসরে খােলা থাকবে।

ব্যাংক কোম্পানী আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হলাে।

আপনাদের বিশ্বস্ত,

(মােঃ আনােয়ারুল ইসলাম)

মহাব্যবস্থাপক 

ফোন : ৯৫৩০০৯৩

 

সারাদেশে শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশনা ২০২২ : ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *