সালিশে কিশোরীকে বিয়ে করা সেই পটুয়াখালির চেয়ারম্যান বরখাস্ত।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ০৬ নং কনকদিয়া পরিষদের চেয়ারম্যান জনাব মো: শাহিন হাওয়াদার কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(৪) (খ) ও (ঘ) অপরাধ সংঘটিত করায় ৩৪ (১) অনুযায়ী উল্লিখিত ইউপি চেয়ারম্যানকে তাঁর স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
স্থানীয় সরকার বিভাগ
ইউপি-১ শাখা
www.lgd.gov.bd
স্মারক নং-৪৬.০০.৭৮০০.০১৭২৭.০০২.২০২০.৫১৫; তারিখ: ২৯ জুন ২০২১
প্রজ্ঞাপন
যেহেতু পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ০৬ নং কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: শাহিদ হাওলাদান, সালিশ করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করে ১৪ বছর ২ মাস ১৪ দিন বয়সের মোসা: নাজনিন আক্তার নামে এক অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে বিয়ে করার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে এবং জেলা প্রশাসক, পটুয়াখালী বর্ণিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন;
যেহেতু, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ০৬ নং কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: শাহিন হাওলাদার, সালিশ করতে গিয়ে ক্ষমতার অপব্যবহার করে ১৪ বছর ২ মাস ১৪ দিন বয়সের মোসা: নাজনিন আক্তার নামে এক অপ্রাপ্ত বয়স্ক কিশোরীকে বিয়ে করার অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচিন নয় মর্মে সরকার মনে করে;
যেহেতু, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ০৬ নং কনকদিয়া পরিষদের চেয়ারম্যান জনাব মো: শাহিন হাওয়াদার কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(৪) (খ) ও (ঘ) অপরাধ সংঘটিত করায় ৩৪ (১) অনুযায়ী উল্লিখিত ইউপি চেয়ারম্যানকে তাঁর স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।
০২। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারী করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।
(মো: আবুজাফর রিপন -পিএএ)
উপসচিব
ফোন: ৯৫৮৬৬০৫
সালিশে কিশোরীকে বিয়ে করা সেই পটুয়াখালির চেয়ারম্যান বরখাস্ত: ডাউনলোড