সীমিত লকডাউনের প্রজ্ঞাপন জারি। - Technical Alamin
Latest News

সীমিত লকডাউনের প্রজ্ঞাপন জারি।

সারা দেশে পন্যবাহী যানবাহন ও রিকসা ব্যতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

মন্ত্রিপরিষদ বিভাগ

মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা

www.cabinet.gov.bd

নম্বর: ০৪.০০.০০০০.৫১৪.১৬.০০৩.২০.১৯৯; তারিখ: ২৭ জুন ২০২১

বিষয়: করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) -এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলী/ চলাচলে বিধি নিষেধ আরোপ।

করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধি নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় সূত্রস্থ স্মারকসমূহের নির্দেশনার অনুবৃত্তিক্রমে নিম্নোক্ত শর্তাবলী সংযুক্ত করে ২৮ জুন ২০২১ তারিখ: সকাল ০৬.০০ ঘটিকা হতে ০১ জুলাই ২০২১ তারিখ সকাল ০৬.০০ ঘটিকা পর্যন্ত নিম্নোক্ত বিধি নিষেধ আরোপ করা হলো:

ক) সারা দেশে পন্যবাহী যানবাহন ও রিকসা ব্যতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে।

খ) সকল শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে;

গ) খাবারের দোকান, হোটেল রেস্তোরা সকাল ৮.০০ টা থেকে রাত ০৮.০০ টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র Online /Take way ) করতে পারবে;

ঘ) সরকারি বেসরকারি অফিস /প্রতিষ্ঠানসমূহে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা / কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা নেয়া করতে হবে; এবং

ঙ) জনসাধারণকে মাস্ক পরার জন্য আরও প্রচার প্রচারণা চালাতে হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২। এমতাবস্থায়, উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

(মো: রেজাউল ইসলাম)

উপসচিব

ফোন: ২২৩৩৮১১০৭

সীমিত লকডাউনের প্রজ্ঞাপন জারি: ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *