স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার উপায় । জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড অনলাইনে কিভাবে দেখতে পাবো?
Smart Card Status Check process 2023 – আপনার স্মার্ট কার্ডটি নির্বাচন কমিশন প্রস্তুত করেছে কিনা চেক করে নিন– স্মার্ট কার্ড স্ট্যাটাস
এনআইডি স্ট্যাটাস – আইডি কার্ড নেয়ার জন্য আপনি নিজে কি রেফারেন্স নিয়ে যাবে কেন্দ্রে সেটাই আমরা বর্ণনা করবো – আপনার প্রতিনিধি গিয়ে কি এনআইডি সংগ্রহ করতে পারবেন। আপনি হয়তো বিদেশ আপনার ছোট ভাইকে কি আইডি কার্ডটি প্রদান করবে?
বাংলাদেশের প্রেক্ষাপটে স্মার্ট কার্ড একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এটি আপনাকেই ডেলিভারী নিতে হবে। NID কার্ড ডেলিভারীর সময় আপনার চোখের আইরিশ এবং ফিঙ্গার প্রদান করতে হয় যদি আপনি বিদেশ থাকেন আপনি অনলাইন হতে সফটকপি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। দেশে ফিরেই হার্ড কপি স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে। স্মার্ট কার্ডের নম্বর পেয়েছেন বা সফটকপি ডাউনলোড করেছেন। কিন্তু স্মার্ট রেডি হয়েছে কিনা তা কিন্তু অনলাইনে জেনে নিতে পারেন। এজন্য services.nidw.gov.bd/nid-pub/card-status লিংকে গিয়ে আপনি আপনার স্মার্ট কার্ড বা সাধারণ কার্ডের নম্বর এবং জন্ম তারিখ এন্ট্রি করে ক্যাপচা Complete করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার স্মার্ট কার্ড Complete কিনা দেখাবে।
স্মার্ট কার্ড এর তথ্য জানতে চাইলে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দিন এবং ক্যাপচা এন্ট্রি করে দেখুন। যদি আপনি হেল্পলাইনঃ ১০৫, +৮৮ ০১৭০৮-৫০১২৬১ নম্বরে কল করেও স্মার্ট কার্ড স্ট্যাটাস জানতে পারেন। যোগাযোগের সময় অবশ্যই রবিবার-বৃহস্পতিবার, সকাল ৯:০০টা – বিকাল ৫:০০টা পর্যন্ত এর মধ্যে হতে হবে।
স্মার্ট কার্ড স্ট্যাটাস / Smart card Ready হয়েছে কিনা জানবেন যেভাবে
তিনভাবে আপনি স্মার্ট কার্ড রেডি কিনা জানতে পারবেন। ওয়েবসাইটের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে এবং ১০৫ এ কল করে।
Caption: This is NID official Website: nidw.gov.bd Which services.nidw.gov.bd সাব-ওয়েবসাইট অব বাংলাদেশ ইলেকশন কমিশন।
NID Smart Card Status check by online process
- Just google by nidw.gov.bd
- Select from 1st Link: Election Commission Bangladesh
- Click Menu Smart Card Status from left side of This website
- You will be redirected to https://services.nidw.gov.bd/nid-pub/card-status
- Fillup the form: স্মার্ট কার্ড স্ট্যাটাস
- Input জাতীয় পরিচয়পত্র নম্বর / ফর্ম নম্বর
- Input জন্ম তারিখ
- Captcha Entry করুন ছবিতে প্রদর্শিত কোডটি প্রবেশ করান।
- সাবমিট বাটনে ক্লিক করুন।
- উপরের চিত্রের মত তথ্য দেখতে পাবেন।
- CTRL P দিয়ে প্রিন্ট করে নিন।
SMS করে স্মার্ট কার্ড স্ট্যাটাস জানা যায় কি?
অবশ্যই যায়- আপনার বাটন মোবাইল অথবা স্মার্ট ফোনের ম্যাসেজ অপশনে গিয়ে SC>Space<NID নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠিয়ে দিতে হবে। SC 19859345659548567 এভাবে লিখে আপনি ১০৫ নম্বরে পাঠিয়ে দিলে যদি উত্তর আসে “Your card distribution date is not scheduled yet, please try later”, তাহলে বুঝতে হবে আপনার স্মার্টকার্ড বিতরণের তারিখ ও স্থান এখনও নির্ধারিত হয়নি। আর যদি রেডি থাকে তাহলে “Your Card is ready to deliver” এ রকম লেখা আসবে।
Dearest Assalamualikom
Nice way, thanks.
অনলাইন কপি আসছে কিন্তু স্মার্ট কার্ডের জন্য যাচাই করলে, কোন স্টাটাস পাওয়া যায় নি এমন কেন বলে???
কার্ড এখনও তৈরি হয়নি। সিডিউল দিবে তারপর ডেট দেখাবে।
আপনাদের অনেক সমস্যা
একটা অক্ষর ভুলের জন্য কত কিছু করতে হয় তার পরেও কাজ হয় না অনেক ঘুস দিলে সহজে করে দেন সেটা জানি তবে অনেকটা টাকাত নেই! ” কি করবো?
আপনার সংশোধন বা পরিবর্তন যদি যৌক্তিক হয় তবে অবশ্যই অনলাইনে আবেদন করুন। তাতে করে কাউকে কোন অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে না। হ্যাঁ হয়তো কিছুটা সময় বেশি লাগে কিন্তু ঘুস দিতে হয় না কাউকেই।
এখন আমার কাছে ১০ ডিজিটের এনআইডি আছে। অনলাইনে আমি কিভাবে ১৭ ডিজিটের এনআইডির কপি পাবো??
অপশনটি এখন Disable করেছে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। নির্বাচন কমিশন সার্ভে শেষ হলে চালু করবে আশা করছি। ধন্যবাদ
Amar NID card aase Ami kivabe okjub taratare Kore smsat cart pabo
বর্তমানে স্মার্ট কার্ড প্রিন্টিং বন্ধ আছে। সরকার স্মার্ট কার্ড বিতরণ তালিকা ঘোষনা না করা পর্যন্ত পাবেন না।
অনলাইন NID card এর নাম্বার আর Smart NID card এর নাম্বার কি সেইম হয়?
পাসপোর্ট করতে চাইছি এখন online copy আছে যদি online copy দিয়ে পাসপোর্ট করে ফেলি এবং পরবর্তীতে যদি Smart card আসে তাহলে কি problem হবে?
একই হয় না। ভিন্ন হলেও সমস্যা নেই। কারণ ম্যাপিং করা থাকবে তাই দুইটি’র যেটি দিয়েই সার্চ করা হোক না কেন পাওয়া যাবে।
আমি গত ১২ জুন ২০২২ তারিখে ভোটার নিবন্ধনের সকল কার্যক্রম সম্পন্ন করেছি। কিন্তু এখনো ফোনে কোন ম্যাসেজ পাচ্ছি না এবং ফর্ম নম্বর ব্যবহার করে অনলাইন কপিও খুজে পাচ্ছি না। কাইন্ডলি আমার করনীয় কি হতে পারে যদি বলতেন। ধন্যবাদ
আপডেট হতে একটু সময় লাগবে। আপনি ১০৫ এ কল করে এনআইডি নম্বরটি জেনে নিন। সেটি দিয়েই সব কাজ সারতে পারবেন।
আসসালামু আলাইকুম। আমি ২ আগস্ট আইডি কার্ড এর ছবি তুলছি।কিন্তু এখনো আমি আইডি কার্ড এর কোনো এসএমএস পাই নাই। কিন্তু আমার সাথে যারা করেছে তাদের ফোনে এসএমএস আসছে। আমার এখন কি করনীয় যদি একটু কেউ আমাকে জানাতেন।
প্রথমে অনলাইনে চেক দিন যদি তথ্য না পান তবে আপনি আরও ২ সপ্তাহ অপেক্ষা করুন। অতপর স্থানীয় নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করুন।
আসসালামু আলাইকুম,
আমি এখানে যা যা করতে বলছে সব করছি কিন্তু বলতেছে আমি নাকি জন্ম তারিখ/ফর্ম নম্বর ভুল দিছি।
আমি কিন্তু সব কিছু ঠিক দিছি।।
এখন কি করা যায়….?
আপনার তথ্য এখনও সার্ভারে আপলোড হয়নি। ভয়ের কিছু নাই অনুগ্রহ করে পরে ট্রাই করুন।
সৌদি আরব থেকে স্মার্ট কাট বাণাণো জাবে
যাবে। দূতাবাসের মাধ্যমে আবেদন এবং গ্রহণ করুন।