হাউজ কিপিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪। বিদেশগামী মহিলা গৃহকর্মী জন্য উপযুক্ত কোর্স করুন
যে সকল মহিলা বিদেশ যেতে চান তারা হাউজ কিপিং কোর্স করে নিতে পারেন – হাউজ কিপিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪
হাউস কিপিং কোর্স কত দিনের হবে? – জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগর জালফৈ, টাঙ্গাইল-এ পরিচালিত ০২ (দুই) মাস মেয়াদী (সেশন: মার্চ হতে এপ্রিল, ২০২৪খ্রি:) হাউজ কিপিং (বিদেশগামী মহিলা গৃহকর্মী) কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি চলছে। আগ্রহী প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে।
অত্র কেন্দ্রের তথ্য সেল হতে আগামী ২৫ জুন ২০২৪ খ্রি: পর্যন্ত সকাল ০৯:০০ ঘটিকা হতে দুপুর ০২:০০ ঘটিকার মধ্যে (সরকারী ছুটির দিন ব্যতীত) নির্ধারিত ভর্তি ফরম সংগ্রহ ও যথাযথভাবে পূরণ পূর্বক জমা প্রদান করা যাবে। আপনার জেলার নিকটস্থ টিটিসিতে এখনই খোজ নিন কোর্সটি করতে।
যে কেউ কি ভর্তি হতে পারবে? পূরণকৃত আবেদন পত্রের সাথে ৩৮ মিঃমিঃ x ৩৮ মিঃমিঃ সাইজের ০২(দুই) কপি সত্যায়িত ছবি। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত ফটোকপি এবং ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র সংযুক্ত করতে হবে।
হাউজ কিপিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ / সকল জেলায় ই কি এ কোর্স করা যাবে?
হ্যাঁ। আপনার জেলার নিকটস্থ টিটিসিতে যোগাযোগ করুন অথবা ওয়েবসাইট ভিজিট করুন।
হাউজ কিপিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ । কোর্সের ক্লাশ শুরু হবে কবে?
- নির্বাচিত প্রার্থীদের ভর্তি ২৭/০৬/২০২৪খ্রি: হতে ৩০/০৬/২০২৪খ্রি: তারিখ পর্যন্ত ।
- অপেক্ষমান তালিকা ০১/০৭/২০২৪খ্রি: (আসন খালী থাকা স্বাপক্ষে)।
- বয়সঃ সর্বনিম্ন ২৫ বছর সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত।
- প্রশিক্ষণকালীন খাওয়া-খরচ নিজেকে বহন করতে হবে।
- ক্লাস শুরু : ০১/০৭/২০২৪ খ্রি: হতে।
কোথায় যোগাযোগ করতে হবে?
তথ্য কর্ণার, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগর জালফৈ, টাঙ্গাইল। ফোন : 02997753240, লায়লা আক্তার (কোর্স কো-অর্ডিনেটর)- ০১710796244 অথবা হেল্প ডেস্ক -মোহাম্মদ রুহুল আমিন- ০1770-212345 তে যোগাযোগ করুন যদি টাঙ্গাইল জেলার হয়ে থাকেন। তবে অন্য জেলার হলে আপনি সংশ্লিষ্ট জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে হবে।
Pingback: Corruption Ranking Bangladesh । দুর্নীতিতে বাংলাদেশের গত ১০ বছরের অবস্থান দেখে নিন - Technical Alamin