হাউজ কিপিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪। বিদেশগামী মহিলা গৃহকর্মী জন্য উপযুক্ত কোর্স করুন - Technical Alamin
ফ্রি প্রশিক্ষণ ২০২৪

হাউজ কিপিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪। বিদেশগামী মহিলা গৃহকর্মী জন্য উপযুক্ত কোর্স করুন

যে সকল মহিলা বিদেশ যেতে চান তারা হাউজ কিপিং কোর্স করে নিতে পারেন – হাউজ কিপিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪

হাউস কিপিং কোর্স কত দিনের হবে?  – জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনস্থ টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগর জালফৈ, টাঙ্গাইল-এ পরিচালিত ০২ (দুই) মাস মেয়াদী (সেশন: মার্চ হতে এপ্রিল, ২০২৪খ্রি:) হাউজ কিপিং (বিদেশগামী মহিলা গৃহকর্মী) কোর্সে ছাত্র/ছাত্রী ভর্তি চলছে। আগ্রহী প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে।

অত্র কেন্দ্রের তথ্য সেল হতে আগামী ২৫ জুন ২০২৪ খ্রি: পর্যন্ত সকাল ০৯:০০ ঘটিকা হতে দুপুর ০২:০০ ঘটিকার মধ্যে (সরকারী ছুটির দিন ব্যতীত) নির্ধারিত ভর্তি ফরম সংগ্রহ ও যথাযথভাবে পূরণ পূর্বক জমা প্রদান করা যাবে। আপনার জেলার নিকটস্থ টিটিসিতে এখনই খোজ নিন কোর্সটি করতে।

যে কেউ কি ভর্তি হতে পারবে? পূরণকৃত আবেদন পত্রের সাথে ৩৮ মিঃমিঃ x ৩৮ মিঃমিঃ সাইজের ০২(দুই) কপি সত্যায়িত ছবি। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের সত্যায়িত ফটোকপি এবং ইউনিয়ন পরিষদ/পৌরসভা/ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র সংযুক্ত করতে হবে।

হাউজ কিপিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ / সকল জেলায় ই কি এ কোর্স করা যাবে?

হ্যাঁ। আপনার জেলার নিকটস্থ টিটিসিতে যোগাযোগ করুন অথবা ওয়েবসাইট ভিজিট করুন।

House Keeping Course

Info Source See

হাউজ কিপিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪ । কোর্সের ক্লাশ শুরু হবে কবে?

  1. নির্বাচিত প্রার্থীদের ভর্তি ২৭/০৬/২০২৪খ্রি: হতে ৩০/০৬/২০২৪খ্রি: তারিখ পর্যন্ত ।
  2. অপেক্ষমান তালিকা ০১/০৭/২০২৪খ্রি: (আসন খালী থাকা স্বাপক্ষে)।
  3. বয়সঃ সর্বনিম্ন ২৫ বছর সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত।
  4. প্রশিক্ষণকালীন খাওয়া-খরচ নিজেকে বহন করতে হবে।
  5. ক্লাস শুরু : ০১/০৭/২০২৪ খ্রি: হতে।

কোথায় যোগাযোগ করতে হবে?

তথ্য কর্ণার, টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগর জালফৈ, টাঙ্গাইল। ফোন : 02997753240, লায়লা আক্তার (কোর্স কো-অর্ডিনেটর)- ০১710796244 অথবা হেল্প ডেস্ক -মোহাম্মদ রুহুল আমিন- ০1770-212345 তে যোগাযোগ করুন যদি টাঙ্গাইল জেলার হয়ে থাকেন। তবে অন্য জেলার হলে আপনি সংশ্লিষ্ট জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে হবে।

One thought on “হাউজ কিপিং কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪। বিদেশগামী মহিলা গৃহকর্মী জন্য উপযুক্ত কোর্স করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *