১২ গ্রেডের বেতন কাঠামো দাবী ২০২৫ । নতুন পে স্কেলে আর কি কি পরিবর্তন চান কেন্দ্রীয় কমিটি?
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির নতুন বেতন দাবির নোটিশ-ঢাকা, ২৪ আগস্ট ২০২৫ – বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি সম্প্রতি ১ম পর্যায়ের কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে। বুধবার বিকাল ৫:১০ মিনিটে অনুষ্ঠিত এক জরুরি সভায় বেতন ও অন্যান্য সুবিধা বৃদ্ধির বিষয়টি আলোচনায় এসেছে। সভায় ফেডারেশনের সকল সদস্য এবং অন্যান্য কর্মচারী উপস্থিত ছিলেন। সভায় আলোচনা ও সিদ্ধান্ত অনুযায়ী, কমিটির সদস্যরা জীবনের মান উন্নয়ন ও মাসিক আয় বৃদ্ধির লক্ষ্যে নিম্নলিখিত বেতন স্কেল প্রবর্তনের প্রস্তাব দিয়েছেন সর্বনিম্ন গ্রেড: ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেড: ১,৪০,০০০ টাকা (২০২০ এবং ২০২৫ সালের দুই ধাপের বেতন সংশোধনসহ)-১২ গ্রেডের বেতন কাঠামো দাবী ২০২৫
গৃহ নির্মাণ লোন চায় কি কর্মচারীরা? হ্যাঁ। চাকরি হতে অবসর গ্রহনের বয়স সীমা ৫৯ বছর থেকে বাড়িয়ে ৬২ বছর করার দাবি করছি (মানুষের বার্ষিক গড় আয়ু বৃদ্ধি এবং পার্শবর্তী দেশের সাথে মিল রেখে বয়স বৃদ্ধির দাবি করা হয়েছে)। পূর্বের ন্যায় সার্ভিস বেনিফিট বহাল রাখতে হবে( কারন চাকরিতে সার্ভিস বেনিফিট না থাকলে সিনয়ির জুনিরের বেতন সমান হয়ে যায় এবং অনেকাংশে দেখা যায় জুনিয়র কর্মচারীর বেতন বেশি হয়ে যায়)। ফ্ল্যাট ক্রয়/গৃহনির্মানের জন্য সহজ ৫% এর পরিবর্তে ০২% সুদে সহজ শর্তে, সহজ কিস্তিতে এবং কর্মচারীদের সামার্থ অনুযায়ী কিস্তি কর্তনের সুযোগ রেখে গ্রেড ভিত্তিক কমপক্ষে ৪০-৮০ লক্ষ্য টাকা গৃহলোনের ব্যাবস্থা করতে হবে এবং সেই সাথে চাকরিকালীন সময়ের মধ্যে কিস্তি পরিশোধ না হলে পেনশন থেকে কর্তনের সুযোগ রাখার জোর দাবি করছি।
বাড়ি ভাড়া কেমন হওয়া উচিত? বাড়ি ভাড়া ভাতা ঢাকা মহানগরে মূল বেতনের ৮০% বিভাগীয় শহরে ৭০% জেলা শহরে ৬৫% উপজেলা/থানা শহরে ৬০% করতে হবে। চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা দাবি করছি (ব্যাখা- বর্তমানে একজন চিকিৎসকের ফি ১৫০০-২০০০টাকা। রিপোর্ট দেখানো ফি ৫০০ টাকা, একজন রোগীকে রোগ নির্নয়ের জন্য পরীক্ষা নীরিক্ষা করতে কম পক্ষে ৫-৬ হাজার টাকা লাগে। ( ৬ সদস্য বিশিষ্ট পরিবারের চিকিৎসা ব্যায় হিসাব ধরা হয়েছে)। শিক্ষা ভাতা এক সন্তানের জন্য ৩০০০ টাকা এবং ২ সন্তানের জন্য ৬০০০ টাকা করা যেতে পারে। এছাড়া যাতায়াত ভাতা ৩০০০ টাকা, টিফিন /লাঞ্চভাতা দৈনিক ১৫০ টাকা হারে দাবি করছি।
প্রস্তাবিত পে স্কেল ২০২৫ । ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি আশা করছে, এই প্রস্তাবিত বেতন বৃদ্ধি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শ্রান্তি ও বিনোদন প্রতি বছর? না। ধোলাই ভাতা ৬০০ টাকা এবং শ্রান্তি বিনোদন ভাতা ৩ বছরের পরিবর্তে ২ বছরে প্রদানের দাবি করছি।
Caption: Detail of letter pdf Link
সরকারি কর্মচারীদের দাবীকৃত পে স্কেল ২০২৫ । সর্বনিম্ন ৩৫ হাজার টাকা ১২তম গ্রেড অনুযায়ী বেতন নিম্নরূপ ভাবে দাবী করে পত্র দেয়া হয়েছে-ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি আশা করছে, এই প্রস্তাবিত বেতন বৃদ্ধি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
- ১ম গ্রেড – ১,৪০,০০০ টাকা
- ২য় গ্রেড – ১,২৫,০০০ টাকা
- ৩য় গ্রেড – ১,১০,০০০ টাকা
- ৪র্থ গ্রেড – ৯৫,০০০ টাকা
- ৫ম গ্রেড – ৮০,০০০ টাকা
- ৬ষ্ঠ গ্রেড – ৭৫,০০০ টাকা
- ৭ম গ্রেড – ৭০,০০০ টাকা
- ৮ম গ্রেড – ৬৫,০০০ টাকা
- ৯ম গ্রেড – ৬০,০০০ টাকা
- ১০ম গ্রেড – ৫০,০০০ টাকা
- ১১তম গ্রেড – ৪২,০০০ টাকা
- ১২তম গ্রেড – ৩৫,০০০ টাক
বার্ষিক বেতন বৃদ্ধি কত করার দাবী?
পূর্বের ন্যায় ৩ টা টাইম স্কেল ও ১টা সিলেকশন গ্রেড পুন:বহালের দাবি করছি। বার্ষিক বেতন বৃদ্ধি ৫% এর পরিবর্তে ২০% করার দাবি করছি। পাহারী ভাতা ৪০% এবং উপকূলীয় ভাতা ৩০% করার দাবি করছি। ঝুকি ভাতা সংক্রামক ব্যাধী, বক্ষ্যব্যাধী,কুষ্ঠ, ক্যানসার হাসপাতাল, রেডিয়েশন নিয়ে কাজে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায় আবহাওয়া অফিস, বিদ্যুৎ অফিসে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীদের ঝুকি ভাতার আওতায় এনে ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০০ টাকায় বৃদ্ধি করার দাবি করছি। পেনশন ৯০% এর পরিবর্তে ১০০% এবং আনুতোষিকের হার ২৩০ টাকার পরিবর্তে ৫০০ টাকায় বৃদ্ধি করার দাবি করছি। ১৫ । পেনশনারদের চিকিৎসা ভাতা ২৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করার দাবি করছি। অবসরে গমনের ২ বছরের মধ্যে অবসর প্রাপ্ত ব্যাক্তি মারা গেলে কর্তন কৃত ৫০% উত্তোরাধিকারিদের নিয়মানুযায়ী এক কালীন পরিশোধ করতে হবে। ৫ বছর পুর্তিতে অবসর গমনে বিদ্যমান ৩২% এর পরিবর্তে ৫০% করার দাবি করছি। যে সকল কর্মচারী অফিস ড্রেস পায় তাদের গ্রেড ভিত্তিক প্রাপ্যতা অনুযায়ী পোশাকের টাকা বেতনের সাথে যুক্ত করার দাবি করছি( পোশাক নিয়ে অনিয়ম বন্ধ করার জন্য এই দাবি)। প্রতিরক্ষা মন্ত্রনালয়ের ন্যায় রেশন পদ্ধতি চালু করার দাবি করছি। বৈশাখী ভাতা ২০% এর পরিবর্তে মূল বেতনের ৫০% হারে প্রদানের দাবি করছি।
শিরোনাম: ২০২৫ সালে ১২তম গ্রেডের বেতন কাঠামো সংশোধনের দাবি জোরালো | ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ১২তম গ্রেডের বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবি জোরদার হয়েছে। আগামী ২০২৫ সালের বাজেটে এই দাবি অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আবেদন জানানো হয়েছে। | সম্প্রতি প্রাপ্ত একটি দলিলে এই দাবির বিষয়টি উল্লেখ করা হয়েছে, যদিও দলিলটির বিস্তারিত বিবরণী এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি। জানা গেছে, দাবিনামায় বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে বেতন কাঠামো যৌক্তিকভাবে সংশোধনের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। |
বেতন কাঠামো সংশোধনের এই দাবি নিয়ে কর্মচারীদের পক্ষ থেকে বিভিন্ন স্তরে আলোচনা ও সমন্বয় চলছে। আশা করা হচ্ছে, সরকার এই বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। | ২০২৫ সালের বাজেট ঘোষণার আগেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে। | দাবিতে উল্লেখ করা হয়েছে যে, বর্তমান বেতন কাঠামো কর্মচারীদের মূল্যায়ন এবং জীবনমানের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তাই সরকারের কাছে তাদের আকাঙ্ক্ষিত বেতন কাঠামো উপস্থাপন করা হয়েছে। |