NID Fees For Lost National ID 2024 । নূতন জাতীয় পরিচয় আবেদন, নবায়ন ও নিবন্ধন ফি ২০১৫
জাতীয় পরিচয়পত্র নবায়ন, হারানাে বা নষ্ট হইবার কারণে নূতন জাতীয় পরিচয়পত্রের আবেদনের ক্ষেত্রে নিম্ন টেবিলে উল্লিখিত ফি প্রদান করিতে হইবে।
অতিরিক্ত সংখ্যা কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০১৫
নির্বাচন কমিশন
বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়
শেরে বাংলা নগর, ঢাকা
প্রজ্ঞাপন
তারিখ, ২৮ মাঘ ১৪২১বঙ্গাব্দ/১০ ফেব্রুয়ারি ২০১৫ এস, আর, ও নং ২৭-আইন/২০১৫।জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১০ সনের ৩নং আইন) এর ধারা ২২, ধারা ৩, ৫, ৭ এবং ৯ এর সহিত পঠিতব্য, এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন কমিশন, সরকারের পূর্বানুমােদনক্রমে, জাতীয় পরিচয় নিবন্ধন বিধিমালা, ২০১৪ এর নিম্নরূপ সংশােধন করিল, যথাঃ
উপরি-উক্ত বিধিমালার বিধি ৮ এর পরিবর্তে নিম্নরূপ বিধি ৮ ও ৯ প্রতিস্থাপিত হইবে, যথাঃ—
৮। ফি, ইত্যাদি।—(১) জাতীয় পরিচয়পত্র নবায়ন, হারানাে বা নষ্ট হইবার কারণে নূতন জাতীয় পরিচয়পত্রের আবেদনের ক্ষেত্রে নিম্ন টেবিলে উল্লিখিত ফি প্রদান করিতে হইবে, যথাঃ
(২) উপ-বিধি (১) এ উল্লিখিত ফি নির্দিষ্ট খাতে ট্রেজারি চালানের মাধ্যমে অথবা “সচিব, নির্বাচন কমিশন” এর অনুকূলে পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট এর মাধ্যমে অথবা কমিশন কর্তৃক নির্দিষ্টকৃত নম্বরে মােবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পরিশােধ করিতে হইবে।
(৩) উপ-বিধি (১) এ উল্লিখিত ফি প্রাপ্তির তারিখ হইতে ৭(সাত) কার্যদিবসের মধ্যে উহা সরকারি হিসাবে জমা করিতে হইবে।
৯। বিধি ৮ এর কার্যকরতা।- নির্বাচন কমিশন, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যে তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে বিধি ৮ কার্যকর হইবে।”।
নির্বাচন কমিশনের আদেশক্রমে
মােঃ সিরাজুল ইসলাম
সচিব।
নূতন জাতীয় পরিচয় আবেদন, নবায়ন ও নিবন্ধন ফি ২০১৫ : ডাউনলোড
আপনার ফি আপনি নিজেই ক্যালকুলেট করতে পারেন: ডাউনলোড