জাতীয় পরিচয়পত্র ডাউনলোড । ভোটার আইডি কার্ড অনলাইন কপি যেভাবে সংগ্রহ করবেন
অনলাইনে জাতীয় পরিচয়পত্র হুবহু কপি ডাউনলোড করা যায় – এনআইডি ডাউনলোড করার নিয়ম ২০২৩ – NID Download from services.nidw.gov.bd
ভোটার রেজিস্ট্রেশন পদ্ধতি – আপনি ভোটার হয়ে থাকলে রেজিস্ট্রেশন করে এই ওয়েবসাইটের সুবিধা নিতে পারেন। রেজিস্ট্রেশন করতে কিছু ধাপসমূহ অনুসরণ করতে হবে। ১। প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন। ২। আপনার কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড প্রদান করুন। ৩। আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করুন এবং মুখমণ্ডল যাচাই (Face Verification) করে আপনার প্রোফাইলে লগইন করুন।
services.nidw.gov.bd/nid-pub এই লিংকে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ইউজারনেম এবং পাসওয়ার্ড দিন। অতপর ক্যাপচা এন্ট্রি করে প্রবেশ বা লগিন এ ক্লিক করুন। লগিন করতে পারলে আপনি আপনার এনআইডি কপি অনলাইনেই ডাউনলোড করতে পারবেন। অনলাইন হতে ডাউনলোড করা এনআইডি আপনি প্রিন্ট করে ব্যবহার করতে পারেন। বাংলাদেশ সরকার বর্তমানে যেকোন এনআইডি যাচাই করার জন্য অনুমতি দিয়ে তাই এখন অনলাইনে ডাউনলোড করা পরিচয়পত্র দিয়েই সকল কাজ সারতে পারবেন এবং চাইলে এটি লেমিনেটিং করেও ব্যবহার করতে পারবেন।
যারা নতুন ভোটার হয়েছেন তারা অনলাইনে রেজিস্ট্রেশন করে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন। কিন্তু যারা পুরাতন ভোটার এবং ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য অনলাইনে আবেদন করেছেন বা জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলেন তারা অনলাইন হতেই ডাউনলোড করতে পারবেন। এটি অনলাইনেই সংরক্ষিত থাকে বিধান আপনি চাইলে একাধিক বার বা যে কোন সময় ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। যখনই ডাউনলোড করবেন তখনই ইস্যু তারিখ পরিবর্তন হয়ে যাবে।
অনলাইনেই সংশোধন আবেদন করে ডাউনলোড করুন / আইডি কার্ড ডাউনলোড করা যায় অনলাইন হতেই।
নিচের চিত্র প্রদর্শিত ডাউনলোড অপশনে চাপ দিলেই এনআইডি কপি ডাউনলোড হবে।
Caption: NID Card Download Process 2023 from online
How to Download NID Card From Online or services.nidw.gov.bd website.
- প্রথমে আপনি অনলাইনে NIDW লিখে গুগল করুন।
- NID card লেখা প্রথম লিংকে প্রবেশ করুন।
- অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
- অনলাইনে ইউজার আইডি বা এনআইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
- লগিন করলেই প্রফাইলের পাশে ডাউনলোড বাটন দেখতে পাবেন।
- ডাউনলোড এ ক্লিক করলেই আপনার এনআইডি বা জাতীয় পরিচয়পত্র ডাউনলোড হয়ে যাবে।
- CTRL P চেপে প্রিন্ট করে দেয়া যাবে।
হবহু এনআইডি কপি ডাউনলোড করা যায়?
জি – আপনি ভোটার হলে যে সাধারণ এনআইডি পান সেটি কিন্তু অনলাইন হতেই ডাউনলোড করে প্রিন্ট করে নেয়া যায়। স্মাট কার্ড তো আর অনলাইন হতে ডাউনলোড করা যায় না। স্মার্ট কার্ড আপনি রিইস্যু করলে স্থানীয় অফিস হতে সংগ্রহ করতে পারবেন। অনলাইনে যে কপি ডাউনলোড করতে পারেন তা নিচের চিত্রের মত দেখাবে।
প্রশ্নোত্তর পর্ব
প্রশ্ন: প্রিন্ট করে কি ব্যবহার করা যাবে?
উত্তর: হ্যাঁ।
প্রশ্ন: স্মার্ট কার্ড কবে দিবে?
উত্তর: বর্তমানে বিতরণ বন্ধ আছে। সরকার ব্লাঙ্ক বা খালি স্মার্ট কার্ড কিনছে। দ্রুতই প্রিন্ট করে বিতরণ করবে।