জন্ম নিবন্ধন কি আবশ্যক– এখন বিদ্যালয়ে ভর্তি, চাকরিতে নিয়োগ, পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্রসহ ১৯ টি ক্ষেত্রে জন্ম সনদ আবশ্যক। আবার জন্ম নিবন্ধন ব্যতীত কোন ব্যক্তির মৃত্যু নিবন্ধন করা যাবে না। মৃত্যু নিবন্ধন না হলে উত্তরাধিকার নিশ্চিত করা যাবে না।

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ অনুযায়ী জন্ম নিবন্ধন সকলের জন্য ব্যধ্যতামূলক (ধারা ৫(১), ৬ক এবং ৮(১)) । আইনের এ নির্দেশনা কেউ না মানলে তিনি আইন লঙ্ঘনকারী হিসাবে গণ্য হবেন এবং অনধিক ৫০০০ টাকা অর্থ দণ্ডে দণ্ডিত হতে পারেন। বিষয়টি এভাবে বুঝিয়ে বললে সংশ্লিষ্ট ব্যক্তি জন্ম নিবন্ধনে আগ্রহী হবেন। সন্তানের জন্ম নিবন্ধনের সঙ্গে পিতা মাতার জন্ম নিবন্ধন অপেক্ষাকৃত সহজ। কারণ সন্তানের জন্ম নিবন্ধনের জন্য যে তথ্যাদি/রেকর্ডপত্র প্রয়োজন তার সঙ্গে পিতামাতার শুধু বয়স প্রমাণের রেকর্ড (শিক্ষা সনদ বা আইনের ৭(১) ধারা অনুযায়ী তদন্তসহ এনআইডি) যোগ করলেই অতি সহজে তাদের জন্ম নিবন্ধন করা সম্ভব। বিষয়টিকে সমস্যা হিসাবে না দেখে ‘সুযোগ’ হিসাবে দেখা যেতে পারে।

তাছাড়া, জন্ম-মৃত্যু নিবন্ধনের শুদ্ধ ডাটাব্যাজের জন্য ‘ফ্যামিলি ট্রি’ আন্তর্জাতিকভাবে গৃহীত একটি উত্তম চর্চা। বাংলাদেশ এটি গ্রহণ করেছে। এই পদ্ধতিতে সন্তানের জন্ম নিবন্ধনের সঙ্গে পিতা-মাতার জন্ম নিবন্ধন নম্বর যুক্ত করে একটি পারিবারিক কাঠামো তৈরি করা হয়, যাতে পিতা-মাতার সন্তানের সংখ্যা এবং তাদের ক্রমিক নম্বর জানা যায়। এর মাধমে উত্তরাধিকার নিশ্চিত হয় এবং অনৈতিকভাবে বয়স বা অন্যান্য তথ্য পরিবর্তনের প্রবণতা রোধ করা সম্ভব হয়। এই পদ্ধতি বাংলাদেশে ভবিষ্যতে ‘পপুলেশন রেজিস্টার’ প্রণয়নে সহায়ক হবে। এ পরিপ্রেক্ষিতে নাগরিককে বিষয়টি ভালভাবে বুঝিয়ে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে নিবন্ধন করিয়ে নিতে হবে।

জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৮ মোতাবেক জন্ম মৃত্যু নিবন্ধ ফি / জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এরপর নতুন বিধিমালা প্রণয়ন হয়

জমনি ফরম-১৪ বা ক্ষেত্রমত জমনি-১৫ তে বর্ণিত রশিদ ছাড়া উপ-বিধি (১) এর অধীন নির্ধারিত কোন ফিস আদায় করা যাইবে না এবং বিনা ফিসে বা ফিস মওকুফ হইলে উহাও রশিদে উল্লেখ করিতে হইবে।

জন্ম নিবন্ধন ফি ২০২২

Caption: Birth and Death Registration Fee which is define after published rules of 2018

Use of Birth Certificate 2024 । জন্ম সনদ কি কি কাজে ব্যবহার করা হয়?

  1. ব্যাংক হিসাব খোলা;
  2. আমদানি ও রপ্তানি লাইসেন্স প্রাপ্তি;
  3. গ্যাস, পানি, টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি;
  4. ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর প্রাপ্তি;
  5. ঠিকাদারী লাইসেন্স প্রাপ্তি;
  6. বাড়ির নক্সার অনুমোদন প্রাপ্তি;
  7. গাড়ির রেজিস্ট্রেশন প্রাপ্তি;
  8. ট্রেড লাইসেন্স প্রাপ্তি;
  9. টিকাদান কর্মসূচীসহ যে কোন চিকিৎসা সেবা প্রাপ্তি;
  10. স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নিকট হইতে যে কোন সেবা প্রাপ্তি; এবং
  11. সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা নির্ধারিত অন্য যে কোন ক্ষেত্রে।

পিতা-মাতার জন্ম নিবন্ধন করা না থাকলেও কি সন্তানের জন্য নিবন্ধন করা যাবে?

হ্যাঁ – সন্তানের জন্ম নিবন্ধনের সময় পিতা মাতার জন্ম নিবন্ধন নম্বর বাধ্যতামূলক তা যদি হয় ২০০০ সালের পর। ২০০০ সালের পূর্বের সন্তানের ক্ষেত্রে পিতা মাতার জন্ম নিবন্ধন নম্বর প্রয়োজন নেই। তবে সরকার ২০০০ সালের পরের সন্তানের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে পিতা মাতার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। তবে সরকার একটি সুবিধা দিচ্ছে যদি সন্তানের জন্ম নিবন্ধন করতে গিয়ে আপনি পিতা মাতার জন্ম নিবন্ধন করা না থাকে তবে শুধুমাত্র পিতা মাতার জন্ম নিবন্ধন করতে শুধুমাত্র শিক্ষা সনদ বা জাতীয় পরিচয়পত্র হলেই তাদের জন্ম নিবন্ধন করা যাবে।

সূত্র: ডাউনলোড