cafopfm gov bd। GPF Balance Check । জিপিএফ ব্যালেন্স দেখুন ১ মিনিটেই
জিপিএফ ব্যালেন্স চেক – জিপিএফ হিসাব দেখার নিয়ম– ibas++gpf balance check 2022
Gpf দেখার নিয়ম –GPF Statement – অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম – www.cafopfm.gov.bd. GPF Balance – জিপিএফ ব্যালেন্স জানতে সিএএফওপিএফএম-পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। You can easily check GPF Balance by visiting online website: www.cafopfm.gov.bd. This Website need to verification to show GPF Balance.
অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক-সাধারণত জিপিএফ ব্যালেন্স জানতে হলে জুন মাসের পর জুলাই মাসে জিপিএফ স্লীপ হিসাবরক্ষণ অফিস হতেই সংগ্রহ করে আমদের ব্যালেন্স জানতে হতো। সরকারি কর্মচারীদের জিপিএফ হিসাব এনালগ ছিল ইএফটি চালু হওয়ার পর এটি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট শাখার অধীনে চলে গেছে। পেনশন ও ফান্ড অর্থাৎ জিপিএফ হিসাব এবং সংরক্ষণ করবেন পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট শাখা। জিপিএফ ব্যালেন্স আপনি এখন আপনার ঘরে বসেই অথবা আপনার স্মার্ট ফোন থেকেই চেক করে নিতে পারেন। GPF Balance Check on Mobile । মোবাইলেই জিপিএফ ব্যালেন্স দেখুন
তিনটি অপশন পাবেন সেখান থেকে GPF Information এর মেন্যূতে Click here এ ক্লিক করুন। একটি ডায়ালগ বক্স আসবে সেখানে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করুন। যেমন আপনার এনআইডি নম্বর দিন (অবশ্যই আইবাস++ বা ফিক্সেশন বা ইএফটি করার সময় যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়েছেন) সেটি সরবরাহ করবেন। তারপর আপনার মোবাইল নম্বর (যেটি আপনি ইএফটি’র সময় দিয়েছেন) টি সরবরাহ করুন। অর্থ বছর সিলেক্ট করুন (যে অর্থ বছরের হিসাব আপনি দেখতে চাচ্ছেন)। সর্বশেষ অর্থ বছর সিলেক্ট করাই থাকে। Then Just Submit বাটনে ক্লিক করুন। ঘরে বসেই অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করুন।
জিপিএফ ব্যালেন্স তো ঠিক দেখাচ্ছে না / প্রারম্ভিক ব্যালেন্স এন্ট্রি হয়েছে কিনা দেখে নিন। জিপিএফ হিসাব অটো হয়েছে কিন্তু কিছু কর্মচারীর জিপিএফ ঠিকমত আসে নাই তাদের গুলো হিসাবরক্ষণ অফিস হতে এন্ট্রি দিয়ে ঠিক করে নিতে হবে।
cafopfm.gov bd GPF Information Balance Check/ পেনশন, জিপিএফ এর তথ্য জানুন নিমেষেই CAFOPFM। – pension.gov.bd
Caption: www.cafopfm.gov.bd থেকে GPF স্লিপ স্বাক্ষর লাগবে না।
www cafopfm gov bd gpf । জিপিএফ চেক এখনেই করুন
- Go to https://www.cafopfm.gov.bd/ or Search writing cafopfmin google
- You will have to go by your browser address bar using Google Chrome or Mozilla Firfox
- Just Click https://www.cafopfm.gov.bd/
- Then Click GPF Information Under Link Named Click Here
- After Click here, You will get A dialogue box for inputing NID/Smart ID
- Phone No (Which is used for EFT in Ibas++)
- Select Fiscal Year (it will be past Financial year)
- Click Submit
- You will get an OTP or Passcode to your registered mobile
- Enter 4 Digit OTP Like 5768
- Enter OTP and Click Submit
- You got your GPF statement
মূল কপি পেতে হিসাবরক্ষণ অফিসে যেতে হবে না?
না।–ডিডিও আইডি হতে এ বছর ২০২১-২০২২ অর্থ বছরের জিপিএফ জুলাই মাস হতেই পাওয়া যাবে। যদিও আমরা CAFOPFM ওয়েবসাইট হতেও সংগ্রহ করতে পারবো কিন্তু জিপিএফ অগ্রিম গ্রহনের ক্ষেত্রে আইবাস++ হতে যে জিপিএফ একাউন্টস স্লিপ পাওয়া যায় সেটি সংগ্রহ করতে পারবেন। আইবাস++ হতে ডাউনলোড বা প্রিন্ট করা কপি হিসাবরক্ষণ অফিসের স্বাক্ষর প্রয়োজন পড়বে না।
https://technicalalamin.com/gpf-balance-check-bd-%E0%A5%A4-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%AB-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2/