DL Checker BRTA । নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করা যায় কি?

DL Checker BRTA । ব্যক্তির নাম দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করা যায় কিনা

একই নামের একাধিক ব্যক্তি থাকতে পারে তাই নাম দিয়ে কোনভাবেই ড্রাইভিং লাইসেন্স চেক করা যায় না- DL Checker BRTA 2024

স্মার্ট কার্ডের অবস্থা কয়ভাবে জানা যায়? আপনি DL Checker App ছাড়াও ওয়েবসাইটে ট্রাই করে দেখতে পারেন। সেজন্য my.brta.gov.bd/dl_status.php এই সাইটে গিয়ে ট্রাই করতে পারেন। যদি তাতেও কাজ না হয় তবে আপনি মোবাইল মেসেজ দিয়ে ট্রাই করুন। তাতেও যদি কোন তথ্য না পান তবে অবশ্যই সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে যোগাযোগ করুন।

বিআরটিএ এর তৈরিকৃত DL Checker App টি আপনার মোবাইলে ইনস্টল করেই আপনি অনলাইনে মুহুর্তেই লাইসেন্স চেক করে নিতে পারেন। যেভাবে আপনি লাইসেন্স প্রিন্ট হয়েছে কিনা দেখবেন বা লাইসেন্স ঠিক আছে কিনা চেক করবেন। আপনি অ্যাপ ছাড়াও ওয়েবসাইট হতেও ড্রাইভিং লাইসেন্স অবস্থা চেক করতে পারেন: my.brta.gov.bd/dl_status.php

DL Check নামে প্লে স্টোরে একটি অ্যাপ রয়েছে কিন্তু ঠিক ঠাক কাজ করে না। রেফারেন্স নম্বর বা ড্রাইভিং লাইসেন্স নম্বর দিয়েও সার্ভারের সাথে কানেক্ট করা যায় না। তাই আপনি মেসেজ দিয়েও চেস্টা করেছেন কিন্তু ফিরতি মেসেজ আসে না। মোট কথা অ্যাপ এবং মেসেজ দু’ভাবেই ট্রাই করেছেন কিন্তু লাইসেন্স রেডি কি রেডি না সেটি জানতে পারছেন না। আজ আমি দেখাবে কিভাবে অনলাইনে কোন অ্যাপ বা মেসেজ ছাড়াই ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চেক করা যায়।

ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস জানতে কি লাগে? / শুধু রেফারেন্স নম্বর নয়, জন্ম তারিখও লাগবে

মোবাইল মেসেজের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার সিস্টেমটি আবার চালু করা হয়ছে। বর্তমানে DL লিখে 26969 নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি মেসেজে ড্রাইভিং লাইসেন্সের তথ্য জনানো হবে। ডিজিটাল নাম্বার প্লেট তৈরি হওয়ার তথ্য জানার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে বড় হাতের অক্ষরে NP লিখে ২৬৯৬৯-এ SMS করুন।

Caption: my.brta.gov.bd/dl_status.php

DL Check online bd । How to Check DL Status by DL BRTA App

  1. প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে গিয়ে DL Checker লিখে সার্চ করুন। HSDL লেখা সহ একটি মানুষের রূপরেখা ছবি সম্ভলিত ছবি DL Checker নামে অ্যাপ পাবেন সেটিই ইনস্টল করুন সার্চের শুরুতেই আসবে। নিচে BRTA লেখ দেখে নিবেন। এই লিংক থেকে ডাউনলোড করুন
  2. দ্বিতীয়য়ত অ্যাপটি ইনস্টল করার পর Open এ ক্লিক করুন। ওপেন হওয়ার সাথে সাথেই প্রথমে জন্ম তারিখ ইনপুট দিন তারপর DL No or Reference No এন্ট্রি করে Submit বাটনে চাপ দিলেই আপনার কাজ শেষ। বিআরটিএ এর সার্ভার থেকে আপনার কাঙ্খিত আইডি কার্ডটি দেখাবে ছবি সহ।
  3. তৃতীয়ত ড্রাইভিং লাইসেন্সটিতে আপনার ছুটি থাকবে, নাম, জন্ম তারিখ এবং লাইসেন্স এর মেয়াদ উল্লেখ করা থাকবে। এছাড়া নবায়নের তারিখ ইস্যুকারী অফিস এবং Card Status দেখাবে।

রেফারেন্স নাম্বার দিয়ে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম কি?

আপনাকে যে Temporary Authorization পেপার দেওয়া হয় সেটির মধ্যে একটি রেফারেন্স নম্বর লেখা থাকে সেটি ব্যবহার করে বিআরটিএ অ্যাপ ব্যবহার করে আপনার কার্ডের স্ট্যাটাস জানতে পারবেন। রেফারেন্স নম্বর নমুনা- BRTA Ref No. DM3NP95641

DL Check নামে প্লে স্টোরে একটি অ্যাপ রয়েছে কিন্তু ঠিক ঠাক কাজ করে না। রেফারেন্স নম্বর বা ড্রাইভিং লাইসেন্স নম্বর দিয়েও সার্ভারের সাথে কানেক্ট করা যায় না। তাই আপনি মেসেজ দিয়েও চেস্টা করেছেন কিন্তু ফিরতি মেসেজ আসে না। মোট কথা অ্যাপ এবং মেসেজ দু’ভাবেই ট্রাই করেছেন কিন্তু লাইসেন্স রেডি কি রেডি না সেটি জানতে পারছেন না। আজ আমি দেখাবে কিভাবে অনলাইনে কোন অ্যাপ বা মেসেজ ছাড়াই ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চেক করা যায়।

Drivers licence check Bangladesh । BRTA DL Checker 2023 । অ্যাপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চেক করুনDl checker 2023 । BRTA এর কোন মেসেজ আসলে কি বুঝায়?DL checker online App । ড্রাইভিং লাইসেন্স চেক করার সফটওয়্যার ২০২৩
DL Check Online । ড্রাইভিং লাইসেন্স চেক করবেন যেভাবেDriving license check online 2023 । অ্যাপ ছাড়াই ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চেক করুনড্রাইভিং লাইসেন্স চেক করার নতুন লিংক ২০২৩ । www.brta.gov.bd driving licence check
ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স ২০২৪ । একবার বিআরটিএ অফিসে গেলেই ঘরে আসবে লাইসেন্স কার্ড?১৫০০ সিসি গাড়ির ট্যাক্স ২০২৪ । ব্যক্তিগত গাড়ির অগ্রিম কর কত টাকা পরিশোধ করতে হয়?ড্রাইভিং লাইসেন্স পয়েন্ট কর্তনের নিয়ম ২০২৪ । নিয়মভঙ্গের বাতিল হতে পারে লাইসেন্স?

Driving license check online 2024 । মোবাইল অ্যাপ ছাড়াই ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চেক করুন

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *