A Challan New Code 2025 । অনলাইন চালানের নতুন কোড যা ব্যবহার করা বাধ্যতামূলক?
পাসপোর্ট ফি জমা দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর Verify করে তথ্য দিন। অন্যান্য চালানের ক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে চালান করুন। ভুল চালানের তথ্য সংশোধন করার সুযোগ নাই– A Challan New Code 2025
What is a Challan? এ চালান (E-Challan) হল বাংলাদেশ সরকারের একটি অনলাইন পেমেন্ট সিস্টেম। এটি অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক ২০১৯-২০ অর্থবছরে চালু করা হয়েছে। এর মাধ্যমে নাগরিকগণ সরকারি বিভিন্ন ফি, ট্যাক্স এবং অন্যান্য বিল অনলাইনে পরিশোধ করতে পারেন। অনলাইন চালান বলতেই এ চালান।
ঘরে বসেই জমা দেয়া যায়? হ্যাঁ। সরকারি রাজস্ব আদায় প্রক্রিয়াকে সহজ এবং দ্রুত করা। নাগরিকদের জন্য অনলাইনে পেমেন্টের সুবিধা প্রদান করা। সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়ার একটি ওয়েব ভিত্তিক পদ্ধতি। ঘরে বসেই সরকারি বিল পরিশোধ করা যায়। ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই। সময় এবং খরচ সাশ্রয় হয়। পেমেন্টের তথ্য অনলাইনে সংরক্ষণ করা যায়।
অনলাইনে পেমেন্ট করা যায় কি? হ্যাঁ। মোবাইল ব্যাংকিং (যেমন: বিকাশ, রকেট, নগদ)। ইন্টারনেট ব্যাংকিং। ডেবিট/ক্রেডিট কার্ড। ব্যাংক কাউন্টারে সরাসরি জমা দেওয়া।
অনলাইন চালান ছাড়া ব্যাংক টাকা জমা নেয় না / চালান অনলাইনে রেডি করে ব্যাংকে টাকা জমা দিতে হবে অথবা অনলাইনে বিকাশ বা মোবাইল ব্যাংকিং ব্যবহার করে টাকা জমা দেয়া যায় সহজেই
ভুল করে অন্য কোডে টাকা জমা দিয়েছেন? তা আর সংশোধনের সুযোগ নেই। ভুল চালানের তথ্য সংশোধন করার সুযোগ নেই। এছাড়া টাকা ফেরত পেতে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেতে হয়।
Caption: A Challan ibas.finance.gov.bd
A Challan New Code 2025 । নতুন যে কোডে টাকা জমা দিবেন
- 1422328-দরপত্র দলিল ফি
- 1441299-অন্যান্য আদায়
- 2112202-কম্পিউটার ও আনুষঙ্গিক
- 1423217-বই ও প্রকাশনা বিক্রয়
- 2112309-অফিস সরঞ্জামাদি
- 1441204-সরকারি আবাসনে বসবাসকারী সরকারি কর্মচারী কর্তৃক দেয় পৌরকর
- 2112313-আসবাবপত্র
- 1423202-বাণিজ্যিক সম্প্রচার সেবা ফি (বিজ্ঞাপন সময় বিক্রি বাবদ)
- 2112303-বৈদ্যুতিক সরঞ্জামাদি
- 1423204-সরকারি যানবাহন ব্যবহার ফি
- 1422404-পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা চার্জ
- 2112101-মোটরযান
- 1441202-পূর্ববর্তী অর্থবছরের অতিরিক্ত গৃহীত অর্থ ফেরত
- 1423226-ব্যবহৃত কাগজ ও স্টেশনারি বিক্রয়
- 1421302-ভাড়া- আবাসিক
- 1422311-পাসপোর্ট ফি
- 1141101-দেশজ পণ্য ও সেবার ওপর মূসক
- 1112101-কোম্পানিসমূহ কর্তৃক দেয় আয়কর
- 1142199-আবগারি শুল্ক
- 1423204-সরকারি যানবাহন ব্যবহার ফি
এ চালান ব্যবহারের নিয়ম কি
এ চালান ওয়েবসাইটে (ibas.finance.gov.bd/acs) গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হয়। পেমেন্টের মাধ্যম নির্বাচন করে বিল পরিশোধ করা যায়। পেমেন্ট সম্পন্ন হলে একটি চালান রশিদ পাওয়া যায়। পাসপোর্ট ফি জমা দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর যাচাই করে তথ্য দিতে হয়। অন্যান্য চালানের ক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে চালান করা উচিত।
https://bdservicerules.info/income-tax-challan-code/