Board Certificate Correction । বোর্ড সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন করার নিয়ম দেখুন - Technical Alamin
টিপস এন্ড ট্রিকস

Board Certificate Correction । বোর্ড সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন করার নিয়ম দেখুন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সনদ বর্তমানে অনলাইনেই জন্ম তারিখ ও নাম সংশোধনের জন্য আবেদন করা যায় – Board Certificate Correction

কবে থেকে সংশোধন করা যাবে?– কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, কুমিল্লা শিক্ষাবোর্ডের সেবা প্রার্থীদের নাম ও বয়স সংশোধন সেবা সহজিকরণের নিমিত্তে “নাম ও বয়স সংশোধন” আবেদনের ক্ষেত্রে নিম্নোক্ত নিয়মাবলী আগামী ০১ জুন ২০২৩ হতে কার্যকর হবে।

নাম সংশোধনের ক্ষেত্রে নিয়মাবলী কি? ১. পরীক্ষা পাসের ২ (দুই) বৎসরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।অনলাইনে আবেদনের সময় নিম্নোক্ত কাগজপত্র আপলোড করতে হবে: ক) আবেদনকারীর পরীক্ষা সংক্রান্ত রেকর্ডপত্র ( রেজিঃ কার্ড / প্রবেশপত্র/নম্বরফর্ম / একাডেমিক ট্রান্সক্রিপ্ট / সনদ): খ) নাম সংশোধনের স্বপক্ষে প্রামাণ্য রেকর্ডপত্র (প্রয়োজনানুসারে ভর্তি রেজিস্টার, প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ, পারিবারিক সনদ/ওয়ারিশ সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পাসপোর্ট, ভাই/বোনের সনদ, প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, ওয়ার্ড কাউন্সিলর/ ইউনিয়ন পরিষদের মেম্বার কর্তৃক প্রত্যয়নপত্র ইত্যাদি)।

আবেদন করতে ছবি লাগবে কি? সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি। প্রাইভেট পরীক্ষার্থীর ক্ষেত্রে প্রধান শিক্ষক / অধ্যক্ষের পরিবর্তে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের সুপারিশ চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে প্রয়োজন পড়বে।

অনলাইনেই শিক্ষা সনদ সংশোধন আবেদন করা যায় / বর্তমানে কিউআর কোড যুক্ত থাকায় যে কোন স্মার্টফোন দিয়েই সনদ যাচাই করা যায়

অনলাইনে সার্টিফিকেট সংশোধন করার জন্য নিজস্ব শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে online application করতে হবে। এর জন্য মোবাইল নাম্বার এবং জন্ম নিবন্ধন সনদ PDF ও আবেদনকারীর ছবি দিয়ে সাবমিট করতে হবে। অনলাইনে মোবাইল ব্যাংকিং অথবা সোনালী ব্যাংক এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করুন। ঢাকা বোর্ডে আবেদন করতে ক্লিক করুন: https://efile.dhakaeducationboard.gov.bd/index.php/eservice/menu

Caption: Click here to correction your SSC or HSC Certificate

শিক্ষা সনদ সার্টিফিকেট সংশোধন । বয়স সংশোধনের ক্ষেত্রে নিয়মাবলী কি?

  1. জে.এস.সি/এস.এস.সি পরীক্ষা পাসের ২ (দুই) বৎসরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
  2. অনলাইনে আবেদনের সময় নিম্নোক্ত কাগজপত্র আপলোড করতে হবে : ক) পিতা/মাতা অথবা পিতা/মাতা জীবিত না থাকলে আইনানুগ অভিভাবক কর্তৃক প্রথম শ্রেণীর ম্যাজিস্টেট কর্তৃক এফিডেভিট: খ) আবেদনকারীর পরীক্ষা সংক্রান্ত রেকর্ডপত্র ( রেজিঃ কার্ড/ প্রবেশপত্র/নম্বরফর্ন/একাডেমিক ট্রান্সক্রিপ্ট / সনদ); গ) বয়স সংশোধনের স্বপক্ষে প্রামাণ্য রেকর্ডপত্র ( প্রয়োজনানুসারে ভর্তি রেজিস্টার, প্রাথমিক শিক্ষা সমাপনী সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পাসপোর্ট, জন্ম তারিখ উল্লেখসহ পারিবারিক সনদ/ওয়ারিশ সনদ ইত্যাদি); ঘ) প্রাইভেট পরীক্ষার্থীর ক্ষেত্রে প্রধান শিক্ষক/অধ্যক্ষের পরিবর্তে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসারের সুপারিশ; ঙ) সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের এক কপি ছবি
  3. প্রার্থিকে বোর্ডের নাম ও বয়স সংশোধন কমিটির নির্ধারিত সভার তারিখে বয়স সংশোধনের প্রয়োজনীয় সকল প্রমাণকের মূলকপিসহ স্বশরীরে উপস্থিত থাকতে হবে।

সার্টিফিকেট সংক্রান্ত অনলাইনে কি কি সেবা পাওয়া যায়?

বিদেশী সনদের সমতুল্য সার্টিফিকেট  বা প্রাপ্তির আবেদন বা সংগ্রহ করা যায়। প্রাপ্ত সার্টিফিকেটের নাম ও বয়স সংশোধনের আবেদন করতে পারবেন। হারানো ডকুমেন্ট উত্তোলনের জন্যও আবেদন করা যায়। সার্টিফিকেট (সনদ)  একাডেমিক ট্রান্সক্রিপ্ট(মার্কশীট), প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ড উত্তোলনের আবেদনও করা যায়। নাম ও বয়স সংশোধনের আবেদন ম্যানুয়াল দেখে নিন PDF Download.

Online Application & e-Filing System Link: Click Here

অনলাইনে সার্টিফিকেট সংশোধন নিয়ম ২০২৪ । আক্ষরিক সংশোধনের আবেদনের জন্য এফিডেভিট ও পত্রিকার বিজ্ঞপ্তির প্রয়োজন নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *