BRTA Driving Competency Exam 2024 । বিআরটিএ ড্রাইভিং লিখিত পরীক্ষার মানবন্টন ও প্রশ্নপত্র নমুনা
বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পরীক্ষা তিনটি ধাপে সম্পন্ন হয়ে থাকে-লিখিত, মৌখিক এবং প্র্যাকটিক্যাল টেস্ট – BRTA Driving Competency Exam
নতুন কাঠামো কবে থেকে কার্যকর হবে? – ড্রাইভিং পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে এ অথরিটি সার্কেল অফিসসমূহে কোন সুনির্দিষ্ট মানদন্ড ও কাঠামো অনুসরণ করা হচ্ছে না। দক্ষতা যাচাই পরীক্ষার ক্ষেত্রে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি-৮(৮) মোতাবেক মোটরযান চালনার দক্ষতা যাচাই পরীক্ষা, মোটরযান চালাইবার নিয়ম, সংকেতসমূহ, ট্রাফিক সাইন বা চিহ্ন বিষয়গুলো উল্লেখ রয়েছে, যেগুলো প্রশ্নপত্রের মধ্যে সন্নিবেশ থাকা বাঞ্ছনীয়। বর্ণিত অবস্থার প্রেক্ষিতে, এ অথরিটি’র সকল সার্কেল অফিসে একই মানদণ্ড ও কাঠামো অনুসরণ করে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার্থীদের ড্রাইভিং কম্পিটেন্সি পরীক্ষা গ্রহণ নিশ্চিতের লক্ষ্যে ০১ জুন, ২০২৩ তারিখ হতে নতুন কাঠামো অনুসরণ করতে হবে।
মেকানিজমে শুন্য পেতে ফেল? হ্যাঁ । প্রশ্নপত্রের পূর্ণমান ২০ নম্বর, পাশ ১২ নম্বর ও সময় ২০ মিনিট নির্ধারণ করে প্রশ্নপত্র প্রস্তুত করতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন ১৪টি – ১৪ নম্বর (প্রতিটি প্রশ্নের মান ১) । ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্ন ০৬টি – ০৬ নম্বর (প্রতিটি প্রশ্নের মান ১) । উল্লেখ্য, ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত বিষয়ে ন্যূনতম ০২ নম্বর না পেলে পরীক্ষার্থী অকৃতকার্য বলে গণ্য হবেন।
মৌখিক পরীক্ষার পাশ নম্বর কত? লিখিত পরীক্ষার জন্য নমুনা প্রশ্নপত্রের (কপি সংযুক্ত) আদলে মোট ০৪ (চার) সেট (যেমন ক, খ, গ, ঘ) প্রশ্ন প্রস্তুত করতে হবে এবং যে সেট প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হবে তা ড্রাইভিং দক্ষতা যাচাই কমিটি (ডিসিটিসি) কর্তৃক লটারির মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠানের অব্যবহিত আগে নির্ধারণ করতে হবে। মৌখিক পরীক্ষায় পাশ নম্বর হবে ৭৫ শতাংশ ও ব্যবহারিক পরীক্ষায় পাশ নম্বর হবে ১০০ শতাংশ। প্রশ্নপত্র তৈরির ক্ষেত্রে বিআরটিএ’র ওয়েবসাইটে (www.brta.gov.bd) ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত প্রশ্ন ব্যাংক ও নৈর্ব্যত্তিক প্রশ্নপত্র থেকে সহায়তা নেয়া যেতে পারে।
BRTA Test is Mandatory for Driving licence / ড্রাইভিং লাইসেন্স পেতে অবশ্যই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
ইঞ্জিন মেকানিজম বিষয়ে নূন্যতম ০২ নম্বর না পেলে পরীক্ষার্থী অকৃতকার্য বলে গণ্য হবেন।
ড্রাইভিং কম্পিটেন্সি পরীক্ষা মান বন্টন ও প্রশ্নের ধরন PDF Download
BRTA Short Question । সংক্ষেপে উত্তর লিখুন (যে কোনো ১৪টি)
- ক) মোটরযান দুর্ঘটনায় পতিত হলে চালকের করণীয় কী?
- খ) মোটরযান চালনার আগে করণীয় কাজ কী কী? যে কোনো ০২ টি লিখুন।
- গ) মধ্যম মোটরযান কাকে বলে?
- ঘ) কোন কোন মোটরযানকে ওভারটেক করার সুযোগ দিতে হবে?
- ঙ) মোটরযানের চাকা ফেটে গেলে করণীয় কী?
- চ) মোটরযান রাস্তার কোনপাশ দিয়ে চলাচল করবে?
- ছ) বেপরোয়া ও বিপজ্জনকভাবে মোটরযান চালনার শাস্তি কী?
- জ) পেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে?
- ঝ) সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোটরযানের বীমা (ইন্স্যুরেন্স) থাকা বাধ্যতামূলক না ঐচ্ছিক (Optional).
- ঞ) ট্রাফিক চিহ্ন (আইন) কত প্রকার ও কী কী?
- ট) মহাসড়কে যাত্রীবাহী ও পণ্যবাহী মোটরযানের গতিসীমা কত?
- ঠ) লাল বৃত্তে ৫০ কি.মি. লেখা থাকলে কী বুঝায়?
- ড) কোন কোন স্থানে মোটরযানের হর্ণ বাজানো নিষেধ?
- ঢ) লেভেলক্রসিং বা রেলক্রসিং কত প্রকার ও কী কী?
- ণ) রাস্তার ওপর প্রধানত কী কী ধরনের রোডমার্কিং অঙ্কিত থাকে?
- ক) ফ্যানবেল্ট কোথায় থাকে?
- খ) একটি ইঞ্জিন অত্যধিক গরম অবস্থায় চলছে তা কীভাবে বুঝা যাবে?
- গ) পেট্রোল ইঞ্জিনে প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি?
- ঘ) কুলিং ফ্যানের কাজ কী?
- ঙ) স্পার্ক প্লাগ কোথায় থাকে?
- চ) ইঞ্জিনে অয়েল (মবিল) এর পরিমাণ কিসের সাহায্যে পরীক্ষা করা হয়?
হুবহু এমন প্রশ্নগুলোই কি করা হবে?
না। এটি একটি নমুনা প্রশ্নপত্র মাত্র। প্রশ্নগুলো হুবুহ অনুসরণ না করে প্রশ্নপত্রের কাঠামো অনুসরণ করে প্রশ্ন ব্যাংক থেকে বিআরটিএ’র বিভিন্ন সার্কেলে ড্রাইভিং দক্ষতা যাচাইয়ের প্রশ্নপত্র প্রণয়ন করতে হবে। তবে নিচের প্রশ্ন ব্যাংক হতে প্রায় সব প্রশ্নই কমন পড়বে। বিআরটিএ ড্রাইভিং টেস্ট MCQ PDF ডাউনলোড করুন।
Pingback: ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ২০২৪ । মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্ত