CAFOPFM হতে GPF Balance Check করা যাচ্ছে!
CAFOPFM হতে জিপিএফ ব্যালেন্স দেখা যাচ্ছে – অনলাইনে পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট হতে জিপিএফ ব্যালেন্স – জিপিএফ মুনাফা চেক
জিপিএফ ব্যালেন্স চেক – বেশ কিছু দিন ধরে জিপিএফ ব্যালেন্স অনলাইনে CAFOPFM ওয়েবসাইট হতে চেক করা যাচ্ছিল না। CAFOPFM ওয়েবসাইটে গিয়ে এনআইডি ও ফোন নম্বর ইনপুট দিয়ে Submit করলেই ভুল তথ্য ম্যাসেজ দিচ্ছিল। সার্ভার আপগ্রেডেশনের কারণে এমনটি হচ্ছে। আজ হতে দেখা যাচ্ছে এবং মোবাইলে ওটিপিও আসছে।
আপনি এখনই আপনার জিপিএফ ব্যালেন্স অথবা জিপিএফ স্লিপ অনলাইন হতে সংগ্রহ করতে পারেন। এজন্য আপনাকে CAFOPFM ওয়েবসাইটে গিয়ে আপনার ইএফটি করা জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বর প্রবেশ করিয়ে Submit করতে হবে। আপনার মোবাইলে ওটিপি ম্যাসেজ গেলে সেটি প্রবেশ করিয়ে ওকে করলেই জিপিএফ স্লিপ পেয়ে যাবেন।
আপনি হিসাবরক্ষণ অফিস হতেও জিপিএফ স্লিপ সংগ্রহ করতে পারেন। জিপিএফ লেজার ও জিপিএফ স্লিপ আপনার আইবাস++ আইডি হতে অথবা ডিডিও আইডি হতে অথবা অনলাইনে পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট হতে সংগ্রহ করতে পারেন।
জিপিএফ তথ্য এখন অনলাইনে দেখা যাচ্ছে / আজ থেকে জিপিএফ স্লিপ অনলাইনে পাওয়া যাচ্ছে
২৮/১১/২০২১ তারিখ হতে সার্ভার একটিভ হয়েছে। আপনি জিপিএফ স্লিপ অনলাইনেই পাবেন।
Caption: You can find gpf slip from online website: cafopfm.gov.bd
CAFOPFM হতে জিপিএফ স্লিপ পাওয়ার পদ্ধতি দেখুন
- গুগল করুন CAFOPFM লিখে
- প্রথম লিংক Office of the Chief Accounts Officer Pension and Fund … তে ক্লিক করুন।
- GPF Information কলামে গিয়ে Click Here এ ক্লিক করুন।
- ইএফটি করা NID and Mobile Number লিখুন।
- অর্থ বছর সিলেক্ট করুন।
- Submit এ ক্লিক করুন।
- আপনার মোবাইলের ইনবক্স চেক করুন।
- চার সংখ্যার ওটিপি নম্বরটি ইনপুট দিন বা লিখুন।
- Ok ক্লিক করুন।
- আপনার কাজ শেষ জিপিএফ স্লিপ টি প্রিন্ট আইকন এ ক্লিক করে প্রিন্ট করে নিন।
এখন কি অনলাইনে জিপিএফ চেক করা যাচ্ছে?
জি যাচ্ছে। এতোদিন সার্ভার সমস্যার কারণে অনলাইনে তথ্যগুলো ঠিক ঠাক দিলেও ভুল দেখাচ্ছিল। আজ রবিবার ২৮/১১/২০২১ খ্রি: তারিখ হতে পুনরায় দেখা যাচ্ছে। আপনি এখনই পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইটে প্রবেশ করে আপনার জিপিএফ ব্যালেন্স বা মুনাফা চেক করে নিতে পারেন।
https://technicalalamin.com/gpf-account-slip-bd-%e0%a5%a4-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%9c/