মাউশি নতুন পরিপত্র জারি ২০২৫ । বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা সংশোধিত? - Technical Alamin
Latest News

মাউশি নতুন পরিপত্র জারি ২০২৫ । বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা সংশোধিত?

সূচীপত্র

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এম.পি.ও. নীতিমালা-২০২১’-এর কাম্য শিক্ষাগত যোগ্যতা সমতাকরণ করে একটি নতুন পরিপত্র জারি করা হয়েছে এই পরিপত্রটি গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখে (১২ কার্তিক ১৪৩২) 3স্মারক নং-৩৭.০০,০০০০, ০৭৩.১৪.০০৯.০৫ (অংশ-১)-২০৩ মূলে জারি করা হয়।

এই নতুন পরিপত্রের মাধ্যমে নীতিমালার “পরিশিষ্ট-ঘ” এর কাম্য শিক্ষাগত যোগ্যতা (নির্দিষ্ট পদের বিপরীতে) সংশোধনপূর্বক প্রতিস্থাপন করা হয়েছে

📝 সংশোধিত নীতিমালায় কয়েকটি গুরুত্বপূর্ণ পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও গ্রেড:

পদের নামন্যূনতম শিক্ষাগত যোগ্যতাজাতীয় বেতন স্কেল ও গ্রেড
অধ্যক্ষ (উচ্চ মাধ্যমিক বিদ্যালয়)স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি/সমমান অথবা ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান। সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।গ্রেড-৫ (৪৩০০০-৬৯৮৫০/-) 6

 

প্রভাষক (সংশ্লিষ্ট বিষয়)স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণি/সমমানের স্নাতকোত্তর ডিগ্রি/সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি। সর্বশেষ ডিগ্রি ব্যতীত অন্যান্য স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না।গ্রেড-৯ (২২০০০-৫৩০৬০/-) 7

 

প্রধান শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়)স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রি/সমমান। সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।গ্রেড-৭ (২৯০০০-৬৩৪১০/-) 8888

 

সহকারী শিক্ষক (গণিত)স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বরের গণিতসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি/সমমান। সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।গ্রেড-১১ (১২৫০০-৩০২৩০/-) 9999

 

সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)১. কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তি/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক/সমমান। ২. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম ৩ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ডিগ্রি। অথবা ৩. স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/সমমানসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০১ বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি।(১) গ্রেড-১০ (১৬০০০-৩৮৬৪০/-) (২) গ্রেড-১১ (১২৫০০-৩০২৩০/-) 10101010

 

🔍 শিক্ষাগত যোগ্যতার শর্তাবলী:

  • বিভাগ/শ্রেণি শর্ত: অধিকাংশ পদের ক্ষেত্রেই সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না বলে উল্লেখ করা হয়েছে
  • সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) নিয়োগ: এই পদের জন্য সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, মনোবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকল্যাণ, সমাজকর্ম, নৃ-বিজ্ঞান, লোক প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক ডিগ্রি/সমমান থাকতে হবে।
  • সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা): এই পদের জন্য স্নাতক ডিগ্রি/সমমান ও বিপিএড ডিগ্রি/কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ০১ বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফিজিক্যাল এডুকেশন কোর্স 13এই পদে বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনের যোগ্য হবেন

🗓️ চাকরির অভিজ্ঞতার শর্তাবলী (উদাহরণস্বরূপ):

  • অধ্যক্ষ: উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ/উপাধ্যক্ষ পদে এম.পি.ও. ভুক্ত হিসেবে কর্মরত অবস্থায় ন্যূনতম ০৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ মোট ১২ (বার) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে 
  • সিনিয়র শিক্ষক (পদোন্নতি): এমপিওভুক্ত সহকারী শিক্ষকগণ ১০ম গ্রেডে সন্তোষজনক ১০ (দশ) বছর চাকরি পূর্তিতে ‘সিনিয়র শিক্ষক’ হিসেবে পদোন্নতি পাবেন 

এই পরিপত্রের ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কিত মানদণ্ডগুলো আরও সুনির্দিষ্ট হলো।

মাউশি নতুন পরিপত্র জারি ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *