মাউশি নতুন পরিপত্র জারি ২০২৫ । বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা সংশোধিত? - Technical Alamin

Kazançlı bahis deneyimi arayan herkes için Bettilt doğru seçimdir.

Canlı rulet oyunları, Bettilt bonus kodu stüdyolarında gerçek masalarda oynanır.

Modern tasarımı ve sade yapısıyla Bettilt kolay kullanım sağlar.

Yüksek oranlı maç kuponlarıyla kazanç fırsatı sunan Bettilt giris ilgi odağı.

Canlı destek hizmetiyle kullanıcı sorunlarını hızla çözen bahis siteleri profesyonel bir ekibe sahiptir.

Latest News

মাউশি নতুন পরিপত্র জারি ২০২৫ । বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা সংশোধিত?

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সম্প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এম.পি.ও. নীতিমালা-২০২১’-এর কাম্য শিক্ষাগত যোগ্যতা সমতাকরণ করে একটি নতুন পরিপত্র জারি করা হয়েছে এই পরিপত্রটি গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখে (১২ কার্তিক ১৪৩২) 3স্মারক নং-৩৭.০০,০০০০, ০৭৩.১৪.০০৯.০৫ (অংশ-১)-২০৩ মূলে জারি করা হয়।

এই নতুন পরিপত্রের মাধ্যমে নীতিমালার “পরিশিষ্ট-ঘ” এর কাম্য শিক্ষাগত যোগ্যতা (নির্দিষ্ট পদের বিপরীতে) সংশোধনপূর্বক প্রতিস্থাপন করা হয়েছে

📝 সংশোধিত নীতিমালায় কয়েকটি গুরুত্বপূর্ণ পদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও গ্রেড:

পদের নামন্যূনতম শিক্ষাগত যোগ্যতাজাতীয় বেতন স্কেল ও গ্রেড
অধ্যক্ষ (উচ্চ মাধ্যমিক বিদ্যালয়)স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি/সমমান অথবা ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান। সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।গ্রেড-৫ (৪৩০০০-৬৯৮৫০/-) 6

 

প্রভাষক (সংশ্লিষ্ট বিষয়)স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণি/সমমানের স্নাতকোত্তর ডিগ্রি/সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি। সর্বশেষ ডিগ্রি ব্যতীত অন্যান্য স্তরে ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না।গ্রেড-৯ (২২০০০-৫৩০৬০/-) 7

 

প্রধান শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়)স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ও বিএড ডিগ্রি/সমমান। সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।গ্রেড-৭ (২৯০০০-৬৩৪১০/-) 8888

 

সহকারী শিক্ষক (গণিত)স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বরের গণিতসহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি/সমমান। সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।গ্রেড-১১ (১২৫০০-৩০২৩০/-) 9999

 

সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)১. কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তি/ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক/সমমান। ২. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম ৩ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ডিগ্রি। অথবা ৩. স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি/সমমানসহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০১ বছর মেয়াদি অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি।(১) গ্রেড-১০ (১৬০০০-৩৮৬৪০/-) (২) গ্রেড-১১ (১২৫০০-৩০২৩০/-) 10101010

 

🔍 শিক্ষাগত যোগ্যতার শর্তাবলী:

  • বিভাগ/শ্রেণি শর্ত: অধিকাংশ পদের ক্ষেত্রেই সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি অথবা সমমান জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হবে না বলে উল্লেখ করা হয়েছে
  • সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) নিয়োগ: এই পদের জন্য সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, মনোবিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকল্যাণ, সমাজকর্ম, নৃ-বিজ্ঞান, লোক প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক ডিগ্রি/সমমান থাকতে হবে।
  • সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা): এই পদের জন্য স্নাতক ডিগ্রি/সমমান ও বিপিএড ডিগ্রি/কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক ০১ বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন ফিজিক্যাল এডুকেশন কোর্স 13এই পদে বালিকা বিদ্যালয় ও মহিলা কলেজে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদনের যোগ্য হবেন

🗓️ চাকরির অভিজ্ঞতার শর্তাবলী (উদাহরণস্বরূপ):

  • অধ্যক্ষ: উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ/উপাধ্যক্ষ পদে এম.পি.ও. ভুক্ত হিসেবে কর্মরত অবস্থায় ন্যূনতম ০৩ (তিন) বছরের অভিজ্ঞতাসহ মোট ১২ (বার) বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে 
  • সিনিয়র শিক্ষক (পদোন্নতি): এমপিওভুক্ত সহকারী শিক্ষকগণ ১০ম গ্রেডে সন্তোষজনক ১০ (দশ) বছর চাকরি পূর্তিতে ‘সিনিয়র শিক্ষক’ হিসেবে পদোন্নতি পাবেন 

এই পরিপত্রের ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কিত মানদণ্ডগুলো আরও সুনির্দিষ্ট হলো।

মাউশি নতুন পরিপত্র জারি ২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *