Government holidays Calendar । ছুটির ক্যালেন্ডার ২০২৩ । শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা

Government holidays Calendar । ছুটির ক্যালেন্ডার ২০২৩ । শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা

সরকারি ছুটির তালিকা – উৎসবের আগে সরকারি ছুটিগুলো দেখে নিন– সরকারি ক্যালেন্ডার ২০২৩

সরকারি ছুটির তালিকা ২০২৩– ঈদ, পূজা, বিভিন্ন দিবস আসলেই সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের চেক করার প্রয়োজন হয় যে, ঠিক কত তারিখে সরকারি ছুটি পড়েছে। সরকারি ছুটির সাথে মিলিয়ে নৈমিত্তিক ছুটি নেয়া হয়। এছাড়াও সাপ্তাহিক ছুটির সাথে মিল করে সিএল বা অর্জিত ছুটিগুলো গ্রহন করা হয়। ঠিক তখনই প্রয়োজন পড়ে এই সরকারি ক্যালেন্ডারের। সরকারি নৈমিত্তিক ছুটি নেয়ার সময় খেয়াল রাখতে হবে যে, ছুটির দু দিকে সরকারি বা সাপ্তাহিক ছুটি থাকলে একদিকের ছুটিসহ নৈমিত্তিক ছুটি নিতে হবে। বিজয়া দশমীসহ ৩ দিনের ছুটি নিতে হবে যদি আপনি বুধ ও বৃহস্পতিবার ছুটি কাটাতে চান।

সরকারি ছুটির তালিকা ২০২৩ PDF ডাউনলোড করুন-একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মােট ০৩(তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভােগ করার অনুমতি প্রদান করা যেতে পারে এবং প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত ০৩(তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভােগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমােদন গ্রহণ করতে হবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সাথে যুক্ত করে ঐচ্ছিক ছুটি ভােগ করার অনুমতি দেয়া যেতে পারে।

২০২২ খ্রিষ্টাব্দে বাংলাদেশের সকল সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থাসমূহে নিম্নবর্ণিত ছুটি পালন করে থাকে। যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘােষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করে থাকে। প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩ pdf । ৫৪ দিন ছুটিতে থাকবে সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয়

Bangladesh BD Government Holidays calendar 2023 / সরকারি ছুটির তালিকা ২০২৩ ক্যালেন্ডার pdf

নিচের দৃষ্টি নন্দন ক্যালেন্ডারটি আপনি চাইলে মোবাইলে ডাউনলোড করে রেখে দিতে পারেন। ছুটির প্রয়োজন হলেই তা দেখে নিতে পারেন।

Source: This Calendar is colleced from dhakadon.com

কোন কোন দিনগুলোতে সরকারি ছুটি প্রদান করা হয়ে থাকে?

  • 21 ফেব্রুয়ারি সোমবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
  • 17 মার্চ বৃহস্পতিবার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী
  • 18 মার্চ শুক্রবার শব-ই-বরাত
  • 26 মার্চ শনিবার স্বাধীনতা দিবস
  • 14 এপ্রিল বৃহস্পতিবার পহেলা বৈশাখ
  • 28 এপ্রিল বৃহস্পতিবার শব-ই-কদর
  • 29 এপ্রিল শুক্রবার জুমাতুল বিদা
  • 1 মে রবিবার মে দিবস
  • 2 মে সোমবার ঈদুল ফিতর
  • 3 মে মঙ্গলবার ঈদুল ফিতর
  • 4 মে বুধবার ঈদুল ফিতর
  • 16 মে সোমবার বুদ্ধ পূর্ণিমা
  • 9 জুলাই শনিবার ঈদুল আযহা
  • 10 জুলাই রবিবার ঈদুল আযহা
  • 11 জুলাই সোমবার ঈদুল আযহা
  • 9 অগাস্ট মঙ্গলবার আশুরা
  • 15 অগাস্ট সোমবার জাতীয় শোক দিবস
  • 19 অগাস্ট শুক্রবার শুভ জন্মাষ্টমী
  • 5 অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমী
  • 9 অক্টোবর রবিবার ঈদে মিলাদুন্নবী
  • 16 ডিসেম্বর শুক্রবার বিজয় দিবস
  • 25 ডিসেম্বর রবিবার বড়দিন

ঐচ্ছিক ছুটি কি এবং কখন নিতে হয়?

ঐচ্ছিক ছুটি- কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে যে সমস্ত ছুটি ভোগ করা কর্মচারীর ইচ্ছাধীন, তাহাই ঐচ্ছিক ছুটি। যে কোন সম্প্রদায়ের একজন কর্মচারীকে তাঁহার নিজ ধর্ম অনুযায়ী মোট ৩ (তিন) দিনের মাত্রা পর্যন্ত ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি প্রদান করা যাইবে এবং এই ব্যাপারে প্রত্যেক কর্মচারীকে বৎসরের প্রারম্ভে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত ৩ (তিন) দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার ইচ্ছা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন করাইতে হইবে। সাধারণ ছুটি, নির্বাহী আদেশে সরকারী ছুটি ও সাপ্তাহিক ছুটির সহিত সংযুক্ত করিয়া ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যাইবে।

বি:দ্র: এ আগামী মাসের ৫ তারিখ দূর্গাপূজার বন্ধ। ৬ তারিখ ছুটি নিলে একাধারে ৫ দিন ছুটি ভোগ করা যাবে। ৯ তারিখ ঈদ -ই মিলাদুননবী।

  • সরকারি/বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৩ PDF Download করুন।
  • সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৩ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি PDF Download করুন

২০২৩ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা pdf । নতুন ছুটির তালিকা ২০২৩

7 comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *