শিক্ষা অনুদান ২০২২

Govt Scholarship for student 2023 । শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রাপ্তির অনলাইন আবেদন পদ্ধতি

Shed.gov.bd scholarship – শিক্ষা বৃত্তির আবেদন ২০২৩ – আর্থিক অনুদান ২০২৩

আর্থিক অনুদান প্রাপ্যতা – অনুদান প্রাপ্তির জন্য আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীকে আগামী ০৫ ফেব্রুয়ারী ২০২৩ হতে ২৮ ফেব্রুয়ারী ২০২৩ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের ওয়েবসাইডে (www.Shed.gov.bd) শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদানের আবেদন ফরম বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না। শিক্ষার্থীদের আর্থিক অনুদান ২০২৩ । অনলাইনে আবেদন ফরম পূরণের নিয়মাবলী

বৃত্তি পাওয়ার নিয়ম-mygov.bd তে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর আবেদনের লিংক https://shed.portal.gov.bd/site/page/a4f6c6af-6cbe-4e6e-b25d-a78369dec0f1 ভিজিট করে আবেদন সম্পন্ন করতে হবে। মনে রাখবেন আবেদনের সময় পর্যাপ্ত সংযুক্ত দাখিল করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়ন আবশ্যিকভাবে দাখিল করতে হবে। প্রত্যয়নপত্র দাখিল না করলে আপত্তি উত্থাপিত হয়ে আবেদন বাতিল হবে।

দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তার আবেদন ফরম। পূর্বে অফলাইন বা ম্যানুয়াল আবেদন করা যেত এই ফরম পূরণের মাধম্যেই কিন্তু বর্তমানে অনলাইনেই আবেদন করতে হবে। কোন ভাবে অফলাইন আবেদন গ্রহণ করা হবে না।

আগামী ২৮/০২/২০২৩ খ্রি: তারিখ শিক্ষার্থীদের আর্থিক অনুদান আবেদন দাখিলের শেষ তারিখ। এ আবেদন শুধু দরিদ্র শিক্ষার্থী নয়, শিক্ষক ও অস্বচ্ছল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও প্রযোজ্য হবে। তাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও এ আবেদনের আওতায় পড়বে।

শিক্ষা অনুদান প্রাপ্তিতে যা যা করনীয়। অফলাইনে আবেদন করা ছাড়া কোন এ অনুদান পাওয়া যাবে না

সাধারণত ৬ষ্ঠ শ্রেণী হতে স্নাতক পর্যন্ত পড়াশুনা কালীন ৬০০০-১২০০০ টাকা পর্যন্ত অনুদান পাওয়া যাবে।

আর্থিক অনুদান প্রাপ্তির পরিমাণ

Caption: Scholarship rate for the student of Class Six to Graducation

নীতিমালা অনুযায়ী নিম্নে বর্ণিত শর্তে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের নিকট হতে আবেদন আহ্বান করা হয়েছে

  1. দেশের সকল স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সাধারন শিক্ষা প্রতিষ্ঠানের (এম,পি,ও ভুক্ত ও নন এম,পি,ও.) মেরামত ও সংস্কার, আসবাবপত্র সংগ্রহ, খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ, প্রতিষ্ঠানকে প্রতিবন্ধী বান্ধব করাসহ পাঠাগারের উন্নয়ন কাজের জন্য মঞ্জুরির আবেদন করা যাবে। 
  2. বেসরকারি সাধারন শিক্ষা প্রতিষ্ঠানের (এম.পি.ও ভুক্ত ও নন এম.পি.ও.) শিক্ষক-কর্মচারিগণ তাঁদের দুরারােগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনার জন্য মঞ্জুরির আবেদন করতে পারবেন;
  3. সরকারি বা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (এম.পি.ও.ভুক্ত ও নন-এম.পি.ও.) ছাত্র-ছাত্রীবৃন্দ দুরারােগ্য ব্যাধি, দৈব দুর্ঘটনা এবং শিক্ষা গ্রহণ কাজে ব্যয়ের জন্য আবেদন করতে পারবে। তবে এ বিশেষ মঞ্জুরি প্রদানের ক্ষেত্রে দুস্থ, প্রতিবন্ধী, অসহায়, রােগগ্রস্থ, গরীব, মেধাবী ও অনগ্রসর সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার প্রদান করা হবে;
  4. উক্ত খাতে মঞ্জুরি/অনুদান প্রাপ্তির জন্য আগ্রহী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীকে আগামী ৫ ফেব্রুয়ারী ২০২৩ হতে ২৮ ফেব্রুয়ারী ২০২৩ তারিখের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের ওয়েবসাইডে (www.Shed.gov.bd) শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদানের আবেদন ফরম বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোন আবেদন গ্রহণ করা হবে না;
  5. স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে;
  6. শিক্ষক-কর্মচারী ক্যাটাগরিতে আবেদনের ক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত যাবতীয় ডাক্তারি সনদ এবং দৈব দূর্ঘটনার স্বপক্ষে প্রমাণপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে;
  7. শিক্ষা প্রতিষ্ঠানের আবেদনের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি। গভর্নিং বডির প্রত্যয়নপত্র অবশ্যই সংযুক্ত করতে হবে;
  8. শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ মােবাইল ব্যাংকিং (ডাক বিভাগের ডিজিটাল লেনদেন (নগদ)} এর মাধ্যমে প্রদান করা হবে;
  9. শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বরাদ্দকৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসাবে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে প্রদান করা হবে;
  10. শিক্ষা প্রতিষ্ঠান বাছাইয়ের ক্ষেত্রে অনগ্রসর এলাকার শিক্ষা প্রতিষ্ঠান অথচ লেখাপড়ার মান ভাল এরুপ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার প্রদান করা হবে;

কোন শ্রেণী হতে কোন শ্রেণী পর্যন্ত আর্থিক অনুদান পাওয়া যাবে?

আর্থিক অনুদানের পরিমান – বাংলাদেশ সরকার দরিদ্র ও অসহায় শিক্ষার্থীদের সাহায্যার্থে সরকারি আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ অনুদান শুধু শিক্ষার্থীদের জন্য নয়, এটি শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও প্রযোজ্য। এ আবেদনের জন্য প্রযোজ্য হতে অবশ্যই ৬ষ্ঠ হতে স্নাতক পর্যন্ত পড়াশুনাধীন হতে হবে এবং দরিদ্র বা প্রতিবন্ধী শিক্ষার্থী হতে হবে। ৮-১২ হাজার টাকা পর্যন্ত এ অনুদান পাওয়া যায়। যদি ৪ মাসের কথা বলা হচ্ছে মূলত আগামী জুন/২০২৩ মাসে এ অনুদান পাওয়া যাবে। গত বছরে অনুদান প্রাপ্তির প্রমানক দেখুন: ডাউনলোড

সূত্র: আর্থিক অনুদানপত্র প্রদানের সরকারি পত্র

শিক্ষা অনুদান ২০২২

19 comments

  1. আসসালামু আলাইকুম
    আমি মো: জুনাইদ আরিফ রনি বধির ‌‌‍। আমি এক জন শ্রবন ও বাক প্রতিবন্ধী। আমি অন্যদের মতো করে কথা বা কানে শূনতে পারি না , তার পর আমার কাজ করার মতো শারীরিক মানুষ শক্তি ও নেই আমার শরীরের অব সহা খুবই দুর্বল। তাই শরীরের অভাবে কোন কাজ করতে পারি না। তাই আমার হাতে তেমন কোন টাকা নেই। খুব অভাবে আমার দিন কাটছে। বাসাই খাকরের তেমন কোন জিনিস নেই তাই ত বেলা খাবার প্রতোক দিন হয় না আমার এই অভাবের কারণে কোন উপায় বা সাহায্য না পেয়ে আপনার নিকট সাহায্যর জন্য আবেদন করছি আপনি যদি আমার এই সমস্যার কথা শূনে কোন রকম যদি সাহায্য করেন আপনার নিকট চিরকৃতত্ম থাকিব ।
    ফোন :01745010878 বিকাশ Send

    1. আপনি যেহেতু লিখতে পারেন। আমি আপনাকে একটি কাজ দিতে পারি। যদি আগ্রহী থাকেন তবে আপনি আর্টিকেল রাইটার হিসেবে কাজ করতে পারেন। মোবাইল বা কম্পিউটার যে কোন কিছু হলেই হবে। contact me to alaminmia.tangail@gmail.com

      1. আমাকে দিতে পারেন?
        আমাকে দিলে আমি করতে পারি।আমার মোবাইল নম্বরঃ01985326830

  2. আমি টাকার সমশায় আছি আমি আমার অনেক টাকা পয়জন দয়া করে আমাকে কিছু টাকা দিন100000পয়জন দয়া করে আমার নগত একাউন্টে পাঠিয়েদিন পিছ আমি বাংলাদেশি

  3. আমার স্কুলে যেতে খুব কষ্ট হচ্ছে পারলে আমাকে একটু সাহায্য করুন প্লিজ। নগদ 01856445949

    1. সমাজসেবা অধিদপ্তরের জেলা অফিসে যোগযোগ করুন অথবা ইউনিয়ন দরিদ্র তহবিলে যোগযোগ করুন।

  4. আমি স্কুলে যাই বৃষ্টিতে ভিজে ভিজে ছাতা কিনার মত টাকানেই পারলে একটু সাহায্য করবেন। বিকাশ, 0161 6482 538

    1. স্কুলের স্টিপেন্ড ফান্ড, ইউপি দরিদ্র সাহায্য, সমাজসেবার দরিদ্র সাহায্য ফান্ডে যোগাযোগ করুন।

  5. আমি মোঃ শাকিল হোসাইন, আমার কিছু আর্থিক সহায়তা দরকার,যদি একটু সাহায্য করতেন,প্লীজ,,,
    মোবাইল:০১৭৩৩৯৭৬৪৮৩ (বিকাশ)

  6. ভাইয়া আমি অনেক অসহায় আমার বাবা মা আমাকে লেখা পড়া খরচ চালাতে সম্মম হয় না ।।তাই দয়া করে কিছু টাকা দিলে যেন আমি লেখা পড়া চালাতে সম্মম হয় ০১৩১০৯৭৭৮০১ বিকাশে নাম্বার আপনার কিছু না মনে করলে আমাকে টাকা বিকাশ পাঠাইয়ে দিয়েন

  7. আমার আম্মু খুব অসুস্ত দয়া করে আর্থিকভাবে সাহায‍্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *