GPF Advance form 2639 । জিপিএফ হইতে অগ্রিম গ্রহণের আবেদন ফরম পূরণের নিয়ম ২০২৪
জি.পি ফান্ডের থেকে অগ্রিম লওয়ার জন্য আবেদন করার নিয়ম – ফরম নং- ২৬৩৯ (সাধারণ ভবিষ্য তহবিল হইতে অগ্রিম গ্রহণের জন্য আবেদনের ফরম)– GPF Advance form 2639
Form of Application for an advance from General Provident Fund– This is your deposited money what you can get loan easily without any terms or collateral– without any interest you can take loan from gpf or general provident fund. GPF Account Opening Form | জিপিএফ ফরম সমূহ।
পূর্ববর্তী ৩০ শে জুনে আপনার কত টাকা জমা ছিল হিসাবরক্ষণ অফিস হতে সে হিসাব স্লিপ এনে আবেদনের সাথে যুক্ত করতে হবে। যদিও এখন সিগনেচার ছাড়াই আইবাস++ হতে সংগ্রহ করা যাবে। আইবাস++ ডিডিও আইডি হতে জিপিএফ একাউন্টস স্লিপ সংগ্রহ করা যাবে। এটিই মুল কপি হিসেবে আবেদনের সাথে সংযুক্তি দিতে হবে।
পূর্বে কোন জিপিএফ অগ্রিম গ্রহণ করে থাকলে প্রতিটি অগ্রিমের বিবরণ অর্থাৎ কিস্তি সংখ্যা, পরিমাণ, পরিশোধ, উত্তোলনের তারিখ ইত্যাদি উল্লেখ করতে হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশসহ মঞ্জুরকারী কর্তৃপক্ষের নিকট মঞ্জুরীর জন্য প্রেরণ করতে হবে।
সাধারণ ভবিষ্য তহবিল হইতে অগ্রিম গ্রহণের জন্য আবেদনের ফরম/ বাংলাদেশ ফরম নং 2639 /২৬৩৯ সাধারণ ভবিষ্য তহবিল হইতে অগ্রিম গ্রহণের জন্য আবেদনের ফরম
নির্ধারিত ফরম ছাড়াও প্রতিটি প্রতিষ্ঠানের প্রেসক্রাইভ ফরম থাকে সেটিও পূরণ করে জমা দিতে পারেন। পোষ্টের শেষে জিপিএফ ফর্ম পূরণ করতে হয় কিভাবে এবং নমুনা জিপিএফ অগ্রিম ফরম যুক্ত করা হল।
Caption: GPF Advance Application Form 2639 English Version Download /২৬৩৯ সাধারণ ভবিষ্য তহবিল হইতে অগ্রিম গ্রহণের জন্য আবেদনের ফরম বাংলা ভার্সন ডাউনলোড
যেভাবে জিপিএফ ফর্ম পূরণ করতে হয়। যা যা উল্লেখ করতে হয়।
- First Download it and Print it
- Amount of gpf and Name of Employee
- Entry post of Employee
- Total installment to be repaid
- 1 installment interest
- Previous Loan from gpf
- Previous loan or advance details
- Self Signature
- Authority or controlling officer’s Seal and Sign
সর্বোচ্চ কয়টি লোন জিপিএফ হতে নেয়া যায়?
জিপিএফ লোন ফর্ম– জিপিএফ হতে মোট ৩টি লোন নেয়া যায়। তবে আপনি চাকরি জীবনে মোট কয় বার এ লোন নিতে পারবেন তার সংখ্যা উল্লেখ নেই। একাধারে চলমান ৩টি লোন গ্রহণ করতে পারবেন। পূর্বের লোন চলমান থাকলে তার বিস্তারিত বিবরণ দিতে হবে কিন্তু লোন শেষ হয়ে থাকলে তার বিস্তারিত উল্লেখ করতে হবে না। তবে বিশেষ প্রয়োজনে একাধারে ৪টি জিপিএফ অগ্রিম চলমান রাখা যায়। GPF Advance Loan Form । জিপিএফ অগ্রিম গ্রহণের ফরম। পূরণকৃত জিপিএফ নমুনা ফর্ম : ডাউনলোড
জি পি এফ হতে লোন উত্তলনের জন্য আবেদন ফরম নং 639 তবে তা ওয়াট ফাইলে প্রয়োজন
এখান থেকে ডাউনলোড করুন: http://forms.mygov.bd/sites/default/files/files/nationalsavings.portal.gov.bd/forms/61751c5e_540c_4837_a535_0e9d6c2345e4/GPF%20Final%20account%20Form%20No-663.pdf