GPF Opening Balance is incorrect!! – ১ লা জুলাই তারিখেই জিপিএফ ব্যালেন্স ঠিক হয়ে গিয়েছে তবে কিছু উপজেলার জিপিএফ ওপেনিং ব্যালেন্স বা প্রারম্ভিক জের ঠিক দেখাচ্ছিল না। অর্থাৎ ২০২৩-২৪ অর্থ বছরে যে ক্লোজিং ব্যালেন্স সহ জিপিএফ স্লিপ দেওয়া হয়েছিল, ২০২৪-২৫ অর্থ বছরে তার প্রারম্ভিক জের হওয়ার কথা থাকলেও তা ঠিক দেখাচ্ছিল না। এটি মূলত হয়েছিল জিপিএফ অ্যালাগরিদম পরিবর্তনের কারণে। বর্তমানে সবার জিপিএফ ব্যালেন্স ঠিক হয়ে গিয়েছে। যদি এখনও পর্যন্ত কারও জিপিএফ ব্যালেন্স তা হোক ওপেনিং বা ক্লোজিং ঠিক না দেখায় তবে হিসাবরক্ষন অফিসে যোগাযোগ করে ঠিক করে নিন। মুনাফা হিসাব কোনভাবেই ভুল হওয়ার সুযোগ নেই। তবে চাঁদা কোন কারণে না উঠে থাকলে চালানে জমা দিন অথবা এন্ট্রি বাদ পড়ে থাকলে এন্ট্রি দিয়ে নিন। GPF Check 2024-25 । মুনাফাসহ জিপিএফ ব্যালেন্স দেখুন।

অনলাইন হতে অর্থাৎ CAFOPFM ওয়েবসাইট অথবা আইবাস++ হতে জিপিএফ স্লিপ সংগ্রহ করে আমাকে কি কি চেক দিতে হবে? প্রথমে আপনি দেখবেন গত অর্থ বছর অর্থাৎ ২০২৩-২৪ এর স্লিপের ক্লোজিং ব্যালেন্স আপনার চলতি ২০২৪-২৫ অর্থ বছরে ওপেনিং বা প্রারম্ভিক জের হিসেবে দেখাচ্ছে কিনা। তারপর সারা অর্থ বছর অর্থাৎ জুন হতে জুলাই পর্যন্ত ১২ মাসের জিপিএফ চাঁদা জমা হয়েছে কিনা। মুনাফা ও ক্লোজিং ব্যালেন্স যেহেতু আইবাস++ বা কম্পিউটার সূত্র প্রয়োজন করে বের করা হয়েছে তাই ভূল হওয়ার সম্ভাবনা ০% ধরতে পারেন। তবুও আপনি ম্যানুয়ালী হিসাব করে মুনাফা বের করে দেখুন। আয়কর হিসাবের মত জিপিএফ সুদ হিসাব । স্ল্যাবভিত্তিক জিপিএফ হিসাব দেখুন

চলতি ২০২৩-২৪ অর্থ বছরের অনুমোদিত জিপিএফ স্লিপটি দেখবো। দেখুন ওপেনিং ব্যালেন্স ১,২৭,০১৩.৭২ পয়সা অটো এন্ট্রি হয়ে গেছে রাত ১২ টার পরই। সাবস্ক্রিপশন বাবদ ৩৫ হাজার টাকা জমা হয়েছে। হ্যাঁ ঠিকই আছে ১ মাস ২০০০ টাকা এবং ১১ মাস ৩০০০ টাকা হারে জমা হয়ে মোট ৩৫ হাজার টাকা জমা হয়েছে। জিপিএফ এর একাউন্টিং মাস যেহেতু পরের মাস তাই জুলাই/২৩ (জুন বেতন বিল) মাসের অর্থ ২০০০ এবং জুন থেকে বৃদ্ধি হয়ে জুন/২৪ (মে/২৪ মাসের বেতন বিল) মাস পর্যন্ত ১১ মাস। এই মোট ১২ মাসে ৩৫ হাজার টাকা জমা হয়েছে হ্যাঁ জমা ঠিক আছে। বিস্তারিত দেখুন

সরকারি কর্মচারীদের জিপিএফ এর উপর স্ল্যাবভিত্তিক মুনাফা প্রয়োগ করা হয়। ফলে অধিক জেরধারীর মুনাফার হার কমে আসছে। অনেকেই প্রজ্ঞাপনটি নিয়ে ধুম্রজাল সৃষ্টি করছে। প্রজ্ঞাপনে স্পষ্ট করেই বলা আছে প্রারম্ভিক জেরের ক্ষেত্রে ১৫লক্ষ টাকা পর্যন্ত ১৩% মুনাফা এবং ১৫-৩০ লক্ষ পর্যন্ত ১২% মুনাফা এবং ৩০ লক্ষের উপরে হলে ১১% প্রযোজ্য এবং ঠিক একইভাবে যদি আপনার প্রারম্ভিক জের ৩১ লক্ষ টাকা হয় তবে আপনার ক্রমপুঞ্জিভূত অর্থের উপর অর্থাৎ জমাকৃত চাঁদার উপর ১১% হারে মুনাফা প্রযোজ্য হইবে। বিস্তারিত দেখুন

দুটি অর্থ বছরের জিপিএফ হিসাব পাশাপাশি রাখুন / গত বছরের সমাপনী জের এ বছরের ক্লোজিং জের হবে।

আপনি কোন অনলাইন ক্যালকুলেটর ব্যবহার করলে হবে না কারণ সেগুলো ১৩% মুনাফা ধরে সূত্র প্রয়োগ করা আছে অথবা আপনি মাসিক কিস্তিতে ০.৮৪৫ দ্বারা গুণ করলেও হবে না। তাহলে?

জিপিএফ ব্যালেন্স কি ঠিক হয়েছে?
Caption: জিপিএফ ব্যালেন্স কি ঠিক হয়েছে? / জি দেখুন আপনারটি চেক করে ঠিক হয়েছে কিনা।

আইবাস++ জিপিএফ ব্যালেন্স চেক বা জিপিএফ স্লিপ বের করার পদ্ধতি ২০২৫

  1. DDO ID Logging
  2. Accounting
  3. GPF Management
  4. Report
  5. GPF Sub-ledger
  6. Financial Year
  7. NID
  8. Run Report ব্যাস কাজ শেষ।

জিপিএফ লেজার বের করা যায় না?

আইবাস++ হতে লেজার বের করা যায়– জিপিএফ সাব লেজার থেকে জানতে পারবেন কোন মাসে কত জমা হয়েছে – আপনি যদি গেজেটেড কর্মকর্তা হউন বা ডিডিও হউন তবে আপনি আপনার আইডি হতে জিপিএফ সাব লেজার প্রিন্ট করে দেখতে পারবেন কোন মাসে কত জমা হয়েছে। সাব লেজার অনুসারে জিপিএফ হিসাব করতে হবে।  GPF Statement from ibas++ অফিসার বা কর্মচারীর যে কারও জিপিএফ সাব-লেজার দেখুন।

নিজে নিজেই জিপিএফ হিসাব করুন। জিপিএফ হিসাব মিলছে না?!!