একই পদে ১০ বছর পূর্তি উচ্চতর গ্রেড – Higher Scale at 10 years – Higher Scale
উচ্চতর গ্রেড – একই পদে চাকরির বয়স ১০ বছর পূর্তি হলে উচ্চতর গ্রেড প্রাপ্য হয় সরকারি কর্মচারীগণ, একই পদে পরবর্তী ১৬ বছর পূর্তিতে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হন। চাকরি জীবনে মোট ২টি উচ্চতর গ্রেড প্রাপ্য হইবেন।
অতীতে টাইমস্কেল সিলেকশন গ্রেড থাকলেও বর্তমানে শুধুমাত্র উচ্চতর গ্রেড রয়েছে। কোন কর্মচারীর পদ উচ্চতর স্কেলে উন্নীত হলে বা পদোন্নতি হলে উক্ত পদ থেকে পরবর্তী ১০ বছর গণনা করতে হবে। ১০ বছর গণনা করে উচ্চতর গ্রেড প্রাপ্তির জন্য আবেদন করতে হবে। Online Pay Fixation Guideline 2023 । অনলাইনে বেতন নির্ধারণ প্রক্রিয়া দেখে নিন
National Pay Scale 2015 has mentioned that after successful completion of 10 years service at same post, higher scale will be applicable. Higher scale is a only way to upgrade salary for the block post. Block post has only two chance to enhance grade of them. one is at 10 years and another is at 16 years of service.
Higher Scale Pay Fixation at 10 years of service at same post / upper scale pay fixation
১০ বছর পূর্তিতে পে ফিক্সেশন ২০২৩/ ১০ বছর একই পদে চাকরিতে উচ্চতর গ্রেড প্রাপ্যতা
Caption: উচ্চতর গ্রেডে প্রাপ্তিতে যেভাবে পে ফিক্সেশন করবেন।
Pay Fixation at Higher scale at 10 years । পে ফিক্সেশন উচ্চতর গ্রেড প্রাপ্যতায়
- google by pay fixation
- click first link Integrated Budget And Accounting System
- পরবর্তী লেখায় ক্লিক করুন।
- আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি তে টিক দিয়ে পরবর্তীতে ক্লিক করুন।
- উচ্চতর গ্রেড এ ক্লিক করুন।
- হ্যাঁতে ক্লিক করুন।
- বেসামরিক এ ক্লিক করুন।
- এনআইডি নম্বর বসান।
- ভেরিফিকেশন নম্বর বসান।
- ক্যাপচা এন্ট্রি করুন।
- Login করুন।
- উচ্চতর স্কেল প্রাপ্তির পূর্বের তথ্য দিন। যে পদে আপনি আছে তা ফিডার পদ বা পদোন্নতি পদ যাই হোক না কেন।
- গ্রেড সিলেক্ট করুন, প্রথম যোগদান বা পদোন্নতি পদে যোগদানের তারিখ দিন। যদি উক্ত পদে কোন টাইমস্কেল বা উচ্চতর গ্রেড পেয়ে থাকেন তা সংখ্যা ও তারিখ দিন। না পেয়ে থাকলে দিবেন না। ১০ বছরপূর্তিতে হলে যেমন আছে তেমনই রেখে যান।
- উচ্চতর গ্রেডে বেতন সংক্রান্ত তথ্য দিন।
- উচ্চতর গ্রেড প্রাপ্যতার আদেশের নম্বর দিন।
- আদেশ জারির তারিখ দিন।
- উচ্চতর গ্রেড যে তারিখ হতে কার্যকর হয়েছে সেই তারিখ দিন।
- খসড়া দেখুন এ ক্লিক করলেই মূলবেতন যা নির্ধারণ হবে তা দেখাবে এবং গ্রেড সিলেক্ট করে দিন।
- দাখিল করুন এ ক্লিক করলেই কাজ শেষ।
কর্মচারী নিজে নিজেই কি করে অফিসে জমা দিলেই হবে?
উচ্চতর গ্রেড পে ফিক্সেশন – আপনি চাইলে নিজের উচ্চতর গ্রেড ফিক্সেশন আপনি নিজেই করে ফেলতে পাবেন। আপনাকে ছাড়া অফিস কোন ভাবেই এটি সম্পন্ন করতে পারবে না কারণ ফিক্সশন করতে গেলে আপনার মোবাইলে ওটিপি যাবে। আপনি নিজেই কিন্তু ভিডিও দেখে এটি সেরে ফেলতে পারেন। ফিক্সশন শেষ করে প্রিন্ট কপিতে কর্মচারী স্বাক্ষর করবেন এবং ডিডিও স্বাক্ষর করবেন। সার্ভিস বুকে এন্ট্রি করে তা এজি অফিসে দাখিল করবেন অন্যান্য কাগজপত্র সহ ব্যাস কাজ শেষ।
উন্নীত স্কেল প্রাপ্তির তারিখ হতে ১০ বছর পূর্তিতে ১ম উচ্চতর গ্রেড প্রাপ্য।