Latest News

HSC Exam Result 2024 । আজ বেলা ১১:৩০ টায় এইচএসসি পরীক্ষা ফল প্রকাশিত হবে?

অনলাইনেই এইচ.এসসি ফলাফল চেক করা যাবে -এছাড়াও আপনি মোবাইল ফোন হতে মেসেজ দিয়েও রেজাল্ট জানতে পারবেন – শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও নোটিশ বোর্ড হতে ফল জানা যাবে– HSC Exam Result 2024

এইচ.এসসি পরীক্ষার ফল কবে দিবে?– ১৫ অক্টোবর বেলা ১১:৩০ টায় এইচএসসি পরীক্ষা ২০২৪- এর ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে। নিম্নে উল্লিখিত যে কোন পদ্ধতিতে স্ব স্ব প্রতিষ্ঠানের Result sheet download করা যাবে। HSC Result with Marksheet 2024 । মার্কশীটসহ এইচ.এস.সি রেজাল্ট দেখুন

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd-এ Result কর্নার-এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে।www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে Result sheet download করতে পারবে।

মেসেজ দিয়েই ফল দেখা যাবে? পরীক্ষার ফল প্রকাশের পর SMS এর মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে। এজন্য মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে HSC Board name ( first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ হিসেবে  HSC Dha 123456 2024 Send to 16222

শিক্ষাপ্রতিষ্ঠানও শিক্ষার্থীদের ফল জানাবে / অনলাইনে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে ফল জানতে পারবেন

নম্বরশীট সহ ফলফল দেখা যাবে না? যাবে। eboardresults.com/v2/home এই ওয়েবসাইট হতে মার্কশীট বা নম্বর সহ ফলাফল জানা যাবে।

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ প্রসঙ্গে PDF Download

HSC Result Check 2024 । অনলাইনে এইচ.এসসি ফলাফল দেখার নিয়ম

  1. প্রথমে কম্পিউটার বা মোবাইলফোন হতে educationboardresults.gov.bd লিংকে যেতে হবে।
  2. Select SSC/Dakhil/Equivalent
  3. Select 2024
  4. Select Dhaka (যার জন্য যে বোর্ড প্রযোজ্য)
  5. Enter Roll Number Like 228851
  6. Enter Reg. Number Like 1913364841
  7. Enter Sumation like 7+3 = 10
  8. Click Submit
  9. Done

শিক্ষা প্রতিষ্ঠান ডাউনলোড করতে পারবে কি?

প্রতিষ্ঠান প্রধান ডাউনলোড করতে পারবেন – প্ৰতিষ্ঠানসমূহকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্নার-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হয়েছে।

আজ ১৫ অক্টোবর সকাল ১১ টায় উদ্বোধন হতে যাচ্ছে সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৪ এর ফলাফল। উদ্বোধন পরবর্তী সকল শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল জানতে এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন- HSC<space>First 3 Letter of Your Board Name<Space>Roll No<Space< Exam Year
এবং পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএস-এ পেয়ে যান আপনার রেজাল্ট।

ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে টাইপ করুন: RSC<space>First 3 Letter of Your Board Name<space>roll<space>subject_code and send to 16222 পাঠিয়ে দিন 16222 নম্বরে আবেদনের সময়: ১৬/১০/২০২৪ হতে ২২/১০/২০২৪ প্রতি পত্রের জন্য আবেদন ফি ৳১৫০ (একশত পঞ্চাশ) টাকা।

https://youtu.be/PyUxfIpwF80

One thought on “HSC Exam Result 2024 । আজ বেলা ১১:৩০ টায় এইচএসসি পরীক্ষা ফল প্রকাশিত হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *