Online Pay bill Submission Problem

ibas++: অনলাইনে বেতন বিল Submit করা যাচ্ছে না, করণীয় কি?

চলতি মাসে অনলাইনে বেতন বিল দাখিল করা যাচ্ছে না – আইবাস++ এ বেতন বিল দাখিলে সমস্যা হচ্ছে

আইবাস++ – চলতি অক্টোবর/২০২১ মাসের বেতন বিল দাখিল করতে কেবল তাদেরই সমস্যা হচ্ছে যারা জিপিএফ অগ্রিম বা গৃহ নির্মাণ অগ্রিম নিয়েছেন। যাদের কোন প্রকার অগ্রিম গ্রহণ করা নাই তারা কিন্তু ঠিকই বেতন বিল দাখিল করতে পারছেন।

জিপিএফ ও গৃহনির্মাণ অগ্রিম, মোটর সাইকেল/কম্পিউটার ইত্যাদি অগ্রিম যারা গ্রহণ করেছেন এবং কিস্তি কর্তন করছেন তাদের বেতন বিল দাখিলেই সমস্যায় পড়তে হচ্ছে। কর্মকর্তা ও কর্মচারী দু’ক্ষেত্রেই একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

যতদর জানা যাচ্ছে তাদের এটি সার্ভার এবং ওয়েবসাইট মেইনটেইন এবং আপডেট সমস্যা। হিসাবরক্ষণ অফিস পরামর্শ দিচ্ছে ক’দিন অপেক্ষা করতে এবং একটু ধৈর্য ধরতে। আমারও ব্যক্তিগত পরামর্শ থাকবে একটু অপেক্ষা করুন সব সমস্যা সমাধান হয়ে যাবে।

অনলাইনে বেতন বিল দাখিল করতে সমস্যা হচ্ছে/ এ সমস্যার কি কোন সমাধান নেই?

অনলাইনে আইবাস++ এ বেতন বিল দাখিলে যে ম্যাসেজ দেখাচ্ছে অনলাইনে বেতন বিল দাখিল

Caption: ibas++ Pay bill submission problems / we can’t submit pay bill for the month

How to submit pay bill from online ibas++ for staff

  1. Simple step is that
  2. login to ibas++
  3. Click Budget execution from right side bar of ibas++
  4. Click Online Pay bill
  5. Click Employee Pay bill Entry
  6. Select DDO and Salary month
  7. click Go
  8. Select all staff and 
  9. click save from last of the webpage
  10. go to employee Pay bill Submission
  11. Click Submit
  12. you are done

যাদের লোন বা অগ্রিম নেয়া নাই তারা কি বিল দাখিল করতে পারছেন?

হ্যাঁ, তারা বিল দাখিল করতে পারছেন। জিপিএফ বা অন্য যে কোন অগ্রিম নেয়া থাকলেই বেতন বিল দাখিল করা যাচ্ছে না। যতদূর জানা গেছে এটি একটি সাময়িক সমস্যা, খুব দ্রতই সমাধান করে ফেলবে আইবাস++ টিম। আমাদেরকে একটু ধৈয্য ধরতে হবে অন্যথায় কোন উপায় নাই।

তবে পরামর্শ: যাদের কোন লোন নাই তাদের বিল সাবমিট করে দিন। যাদের লোন/ অগ্রিম আছে এগুলোর তারিখ ও অন্যান্য তথ্য চেক করুন ঠিক হয়ে যাবে এবং বিল সাবমিট করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *