ibas++ ddo user registration form । ডিডিও ইউজার রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করুন
DDO user registration for is used for DDO registration in ibas++. Ibas++ DDO registration Form fillup needs to submit to accounts office manually. it’s very important to online DDO registration and offline Form submission to account office you can also submit your help quries to ibas++ team by mail.
BAS++ User Registration Form is being used to be a online DDO. After Filling the form office has to sent Accounts Office to get DDO User ID and password or to get option of DDO User Role.
আইবাস++ এ কর্মচারীদের পক্ষে ডিডিও হিসাবে কাজ করতে বা যে কোন বেতন বিল বা ভাতাদির বিল সাবমিট করতে অথবা সারা মাসের ব্যয় রিকনসাইল করতে অথবা বাজেট বরাদ্দের মোট ব্যয় বা অবশিষ্ট জানতে অবশ্যই আপনার একটি ডিডিও আইডি লাগবে।
iBAS++ User Registration Form
নতুন ভাবে কোন কর্মকর্তাকে ডিডিও বানাতে বা ডিডিও পরিবর্তন হলে আইবাস++ এ হিসাবরক্ষণ অফিস কর্তৃক ডিডিও ইনফো বা মোবাইল নম্বর পরিবর্তন করতে iBAS++ User Registration Form টি পূরণ করে জমা দিতে হয়। ডিডিও পরিবর্তন হলে চাইলেই আপনি নিজে নিজেই আইবাস++ এ ডিডিও পরিবর্তন করতে পারবেন না। এক্ষেত্রে ফর্মটি পূরণ করে কর্তৃপক্ষের স্বাক্ষর গ্রহন করে হিসাব রক্ষণ অফিসে জমা দিতে হবে। ফর্মটি হাতে পাওয়ার পর হিসাব রক্ষণ কর্মকর্তা ব্যবস্থা গ্রহন করবেন।
iBAS++ User Registration Form Fill Up Instructions
Full Name (English): ডিডিও এর পূর্ণ নাম। যদি অফিস প্রধান ডিডিও হয় তবে তার পূর্ণ নাম ইংরেজীতে।
Full Name (Bangla): ডিডিও এর পূর্ণ নাম। যদি অফিস প্রধান ডিডিও হয় তবে তার পূর্ণ নাম বাংলায়।
Title / Designation: পদবী লিখতে হবে বাংলা অথবা ইংরেজীতে।
Email ID: ইমেইল আইডি ব্যবহার করতে হবে।
Mobile No: মোবাইল নম্বর দিতে হবে। যে ব্যক্তি ডিডিও রোল পালন করবেন তার মোবাইল নম্বর।
Office Name: অফিসের পূর্ণ নাম ইংরেজী বা বাংলায়।
Office Code: মন্ত্রণালয়, অধিদপ্তর ও দপ্তরের কোড সম্বলিত পূর্ণ অফিস কোডটি দিতে হবে।
National ID : যে ব্যক্তি ডিডিও হিসাবে দায়িত্ব পালন করবেন তার জাতীয় পরিচয়পত্র নম্বর।
Signature: ডিডিও’এর স্বাক্ষর দিতে হবে।
Date: যে তারিখে ফরমটি পূরণ করেছেন সে তারিখ। মোট কথা, যে তারিখ হতে কোন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার পরবর্তী তারিখ।
ডিডিও অংশ ছাড়া আরও একটি অংশ রয়েছে যেখানে সুপারভাইজার বা অফিস প্রধানের তথ্য ও স্বাক্ষর থাকবে। অফিস প্রধান যদি ডিডিও হয়ে থাকে তবে একই তথ্যের পুনরাবৃত্তি।
Name of Supervisor: সুপারবভাইজার বা অফিস প্রধানের স্বাক্ষর।
Title /Designation: সুপারভাইজার বা অফিস প্রধানের স্বাক্ষর।
Signature: সুপারভাইজার বা অফিস প্রধানের স্বাক্ষর।
Date: দায়িত্ব প্রদানের পরবর্তি তারিখ।
iBAS++ User Registration Form পূরণে অবশ্যই সতর্ক থাকতে হবে। এ ফরম পূরণের মাধ্যমে একটি অফিসের আর্থিক ক্ষমতা কোন নির্দিষ্ট কর্মকর্তার উপর হস্তান্তর হয়। আবার একাধিক ডিডিও আইডি সৃষ্টি হলে কর্মচারী ও কর্মকর্তাদের বেতন বিল সাবমিট করে তা খুজে পাওয়া কষ্টকর হয়ে পড়ে। iBAS++ User Registration Form Fillup Instructions
TAGs: ibas++2, ibas++ gpf, ibas++ festival, ibas++ salary, ibas++ helpline, ibas++ login, ibas++ pay fixation, ibas++ new, ibas++ self registration, ibas++ account, ibas++ account opening, ibas++ application form, ibas++ app download, ibas++ account registration, ibas++ all form, ibas++ user account, ibas++ salary account, ibas bd, ibas++ beton, ibas baton bill submission 2020
Pingback: How to open ibas++ Account - Technical Alamin