ibas++ office Address । ঢাকায় আইবাস++ এর অফিসের ঠিকানা
ibas++ office Address – Accounting and budget system – Office Address
ibas++ office – When we did not find any solution from local accounts office, we are bound to go to ibas++ office which is situated to segunbagicha, Dhaka.
আইবাস++ ফাইন্যান্স ডিভিশনের একটি শাখা মাত্র, এটি হিসাব ভবনের কাছেই ইউসিইপি চেইনি টাওয়ারে এটি অবস্থিত। এই টাওয়ারের দ্বিতীয় তলায় আইবাস++ এর অফিস রয়েছে। যদি এই ঠিকানা অনলাইনে উল্লেখ রয়েছে কিন্তু অফিসটি মূলত শাহবাগ মৎস্য ভবনের কাছেই তৃতীয় তলায়। তাই আপনি মৎস্য ভবনের কাছে ফুট ওভার ব্রিজের কাছে গিয়ে কাউকে জিজ্ঞাসা করুন। ব্যাস পেয়ে যাবেন।
Scheme for Improvement of Public Financial Services Delivery through Implementation of BACS and iBAS++ Strengthening Public Financial Management Program to Enable Service Delivery (SPFMS)
Finance Division, Ministry of Finance. UCEP Cheyne Tower (2nd Floor), 25 Segunbagicha, Dhaka-1000, Bangladesh
মূল ঠিকানা: আইবাস++ অফিস, মৎসা ভবন, শাহবাগ, ঢাকা।
UCEP Cheyne Tower (2nd Floor), 25 Segunbagicha, Dhaka-1000, Bangladesh
হিসাব ভবন, সেগুনবাগিচা, ঢাকার কাছেই আইবাস++ এর এই টাওয়ারটি অবস্থিত / আইবাস++ অফিস। মূল ঠিকানা: আইবাস++ অফিস, মৎসা ভবন, শাহবাগ, ঢাকা।
Caption: ibas++ office at UCEP Cheyne tower / ibas++ office address
How to go ibas++ office at Dhaka?
- You can use google map to find ibas++ office at UCEP Cheyne Tower, Segun bagicha, Dhaka
- It is a popular tower for various office such as GTV, SSG, SPFMSP, etc. Many people knows it Gazi TV building.
- Support for DCA Dhaka: 01717058070 (iBAS++ implementation support (DCA, Dhaka), 01713364755 (CGDF Support), 01911494388 (CGDF Support), 01840239203 (iBAS++ implementation support (DCA, Dhaka, DCA Mymensingh)
- Support Mail: সিএএন্ডএফও (সিএও) – শফিউল আলম শরীফ (ইভান) evan49aust@gmail.com,
Can I get help from office?
Yes – You can mail at your ibas++ help desk. Another option is that go to your local accounts office and get help from them, if they are unable to help you, they will get help from ibas++ team to solve your problem over phone or by mail.
https://technicalalamin.com/ibas-helpline-number-%E0%A5%A4-%E0%A6%86%E0%A6%87%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8/
আমি পূর্বের চাকরির পে ফিক্সিশন বাতিল করে নতুন চাকরিতে বেতন ফিক্সিশন করেছি। কিন্তু EFTতে বেতন নির্ধারন নিচ্ছে না।
আইবাস++ অফিসে যোগাযোগ করুন। মৎস্য ভবন শাহবাগের কাছেই অফিস।
Same problem e porsi.apanar mobile number ta den plz.
দু:খিত। কিছু জানার থাকলে alaminmia.tangail@gmail.com এ মেইল করুন।
আগের চাকুরির পে ফিক্সেসন বাতিল করে নতুন চাকুরিতে পে ফিক্সেশন করেছি। কিন্তু ইএফটিতে বেতন বিল সাবমিট করতে পারছি না। বিঃদ্রঃ আগের চাকুরি হতে এপ্রিল/২০২২ মাসের বেতন আমার বাংক একাউন্টে পেয়েছিলাম। প্রশ্ন হইলো কিভাবে ইএফটিতে এপ্রিল/২০২২ বিল ওপেন করতে পারি।
আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ রেলওয়েতে কর্মরত। আমি ব্যাংক একাউন্টস এর মাধ্যমে ইএফটি অদ্যাবধি বেতন পেয়ে আসছি। কিন্তুু আইবাস এ এসে আমার ব্যাংক তথ্য বিবরণীতে একাউন্টস গ্রাহকের ক্ষেত্রে আমার নামের জায়গা ভূলবসত আমার বাবার নামে এন্ট্রি দিয়েছে। যাহার প্রেক্ষিতে আইবাসে আমার বেতন হচ্ছে না। আইবাসে সংশোধনের জন্য অনেক চেষ্টা করেও সফল হচ্ছিনা। সংশোধনের বিষয়ে কেউ পরামর্শ বা সহিযোগিতা করলে উপকার হবে।
পে পয়েন্টের মাধ্যমে আইবাস++ টিমের সাথে যোগাযোগ করিয়ে দিন। প্রত্যেক হিসাবরক্ষণ কর্মকর্তা বা পে পয়েন্টে তাদের ফোন নম্বর রয়েছে। তাদের কাছে নম্বর না থাকলে ibas++ helpline number । আইবাস++ হেল্প লাইন এখান থেকে সংগ্রহ করে তাদের দিন। আপনি ফোন দিলে হবে না। তাদের দ্বারাই দেওয়াতে হবে।
আমি একজন মিডওয়াইফ, আমার মোবাইল নাম্বার পরিবর্তন করবো কি ভাবে? বিগত দুই মাস যাবত চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। এই অবস্থায় আমার কি করনীয়?
আপনার আইবাস++ একাউন্ট থেকে মোবাইল নম্বর পরিবর্তন রিকুয়েস্ট এন্ড ফরওয়ার্ড করুন এবং এজি অফিস অ্যাপ্রুভ করবে তখনই পরিবর্তন হয়ে যাবে। https://technicalalamin.com/%E0%A6%AA%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC/
জেলা প্রশাসকের কর্যালয়ে “হিসাব সহকারী” পোষ্টে গত ২৪/১০/২০২২ তারিখে জয়েন করেছি। কিন্তু পে-ফিক্সেশনে পদবী “হিসাব সহকারী” নেই। এখন কি করতে পারি?
এর আগে, হিসাবরক্ষণ অফিসে যোগাযোগ করলে, ওনারা বলেছে, এটা তারা কিছু করতে পারবে না। ibass হেড অফিস থেকে এই পদবী এন্ট্রি করে নিতে হবে। তবে এই পদবী গত ২৫/১০/২০২২ তারিখ পর্যন্ত ছিল। তারপরদিন হতে আর শো করছে না।
পে ফিক্সেশন তো হয়ে গেছে। পদবী এখন যাই আসুক না কেন পরবর্তীতে অটো ঠিক হতে পারে। বেতন পেলে এটা নিয়ে বেশি টেনশন করবেন না। আর যদি বেতন বন্ধ থাকে তবে আপনি আইবাস++ হেড অফিসে যোগাযোগ করুন।
আসসালামু আলাইকুম। আমি উপজেলা হিসাবরক্ষণ অফিসে চাকুরীরত আছি।২০২২ এর সেপ্টেম্বরে
অডিটর হিসেবে যোগদান করেছি।আইবাস++ এর৷ ইউজার আইডিতে দেওয়া মোবাইল নম্বরটি আমার এনআইডি দিয়ে রেজিষ্ট্রেশনকৃত নয়।এমতাবস্হায় আমার নামে সিম কার্ডটি রেজিষ্ট্রেশন করা সম্ভব নয়।আমার এনআইডি দিয়ো রেজিষ্ট্রেশনকৃত একটি মেবাইল নম্বর এন্ট্রি করে হিসাবরক্ষণ অফিসার দিয়ে ফরওয়ার্ড করেছি কিন্ত এপ্রোভ করতে গেলে হয় না। তখন স্ক্রিনে আসে (আইবাস++ এ অব্যাবহ্রত ব্যাবহারকারী একাউন্ট নিষ্ক্রিয় করতে অনুগ্রহ করে আপনার সংশ্লিষ্ট একাউন্ট অফিসে যোগাযোগ করুন) এক্ষেত্রে আমার করনীয় কি হতে পারে দয়া করে জানাবেন)। ধন্যবাদ।
ইউজার আইডিতে পরিবর্তন আইবাস++ টিমের মাধ্যমে করতে হয়। হিসাবরক্ষণ অফিসারের মাধ্যমে আইবাস++ টিমের সাথে কথা বলান। ধন্যবাদ
এই বছর নতুন প্রাইমারি স্কুলে জয়েন দেওয়ার পর দেখি আমি যেই স্কুলে জয়েন দিয়েছি , পে ফিক্সেশন করার সময় দেখি সেই স্কুর আইবাস++ সিস্টেমে নেই। তার জন্য আমার উপজেলার তারা বলতেছে আমি নিজে যোগাযোগ করতে । আমার স্কুলের নাম ভবানিপুর নব জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাঙ্গলকোট, কুমিল্লা।
অন্যান্য দপ্তরেও এমন ক্ষেত্রে নিজে নিজেই যোগাযোগ করতে হয়। যদিও কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি হওয়ার উচিৎ।
এটার সমাধান কিভাবে করব প্লিজ একটু বলবেন
ইউনিয়ন ভূমি সহকারী ও উপ সহকারী কর্মকর্তাদের জন্য একটি আলা পে পয়েন্ট স্থাপনের কাজ এর অগ্রগতি জানতে চাই।
অগ্রগতি এখনও জানায়নি।
আসসালামু আলাইকুম। আমি আলমগীর হোসেন।বর্তমানে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে উপজেলা কৃষি অফিস নবীগঞ্জ, হবিগঞ্জ জেলায় কর্মরত আছি। এর আগে ১৫ জুন ২০২২ সাল থেকে ২০ জুন ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউট এ বৈজ্ঞানিক সহকারী হিসেবে কর্মরত ছিলাম। এটি একটি সায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান। আমি চাকরি ছাড়ার বেশ কিছুদিন আগে ঐ প্রতিষ্ঠানে আইবাস চালু করে। আমার যাবতীয় তথ্য এন্ট্রি করে।কিন্তু আমি কোন বেতন আইবাসে করিনি। সেখানে বেতন ম্যানুয়ালি হত। চাকরির শুরু থেকে সেখানে সিপিএফ কর্তন করে।পরবর্তীতে আমি যখন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে নতুন চাকরিতে যোগদান করি এখানে সেই সিপিএফ এর টাকা কর্তন করছে।
কিন্তু কর্তনকৃত টাকা আমার আইবাস একাউন্টে এমনি এজি অফিসের সাবলেজারেও দেখায় না।মাসে মাসে শুধু টাকা কেটে নিচ্ছে। যে টাকা কেটে নিচ্ছে সে টাকার হিসাব এজি অফিসে নেই।এমনকি আমি নতুন করে জিপিএফ একাউন্টও খুলি নাই।
এমতাবস্থায় পূর্বের একাউন্ট কীভাবে বন্ধ করে নতুন জিপিএফ একাউন্ট চালু করতে পারি?
কর্তনকৃত টাকা কেন দেখায় না?
আমার করনীয় কী??
প্লিজ পরামর্শ প্রদান করুন।
ধন্যবাদ
দ্রুত পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ঢাকায় যোগাযোগ করুন। জিপিএফ সংক্রান্ত সমস্যা তারা সমাধান করে দিবে।
আইবাসে মাস্টার ডাটা তে জয়েনিং এর সময় ভুল পদবি দিয়ে জয়েন করায়। পরে employees information পরিবর্তন করলে মাস্টার ডাটা form এ বেতন এর জায়গায় পদবি বেতন সব পরিবর্তন হয়। কিন্তু পাশোনাল information এ পরিবর্তন না হয়ে ভুল টাই দেখায়। প্রে ফিক্সেশন সব কিছু তে পদবি ঠিক আছে।
ibas++ and payfixation website integrated. Information fetching kora hoyni. Accounts office a kotha bolun ibas++ master data and payfixation data same করতে হবে।
ই এফ টি form e প্রাইমারি তথ্যাদি তে পদবি ভুল আসে কিন্তু service information ঠিক আসে সব। এজি অফিসে ইএফটি submit না করলে মাস্টার ডাটা থেকে রিলিজ দিয়ে কি আবার ঠিক পদবি দিয়ে জয়েন করানো যায়?