JICA মাস্টার্স কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

JICA মাস্টার্স কোর্সে অংশগ্রহণের বিজ্ঞপ্তি ২০২২

জিকা মাস্টার্স শিক্ষা বৃত্তি – JICA এর এক বছর মেয়াদি মাস্টার্স কোর্সে অংশগ্রহণের জন্য আবেদন আহ্বান ২০২২

সরকারিভাবে মাস্টার্স কোর্স –JICA, জাপান এর অর্থায়নে জাপানে অনুষ্ঠেয় এক বছর মেয়াদি International Public Policy Program (IPPP) শীর্ষক মাস্টার্স কোর্সে সকল মন্ত্রণালয়/বিভাগে কর্মরত কর্মকর্তাদের অংশগ্রহণের সুযােগ রয়েছে।

জাপানে মাস্টার্স কোর্স-কোর্সে অংশগ্রহণের জন্য আগ্রহী কর্মকর্তাগণকে যথাযথ কর্তৃপক্ষকের মাধ্যমে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে আগামী ০৮/০৫/২০২২ তারিখের মধ্যে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে।

প্রার্থীত আবেদনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও JICA কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত; আবেদকারীকে সংযুক্ত ফরম (বাংলা) পুরণ করে দপ্তর প্রধানের অনুমতির স্মারক হিসেবে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে আবেদন পত্রের সঙ্গে প্রেরণ করতে হবে। বিজ্ঞপ্তি ডাউনলোড, JICA এর পত্র ও ব্রসিউর ডাউনলোড, ফরম (বাংলা) ডাউনলোড

সরকারি কর্মকর্তাদের বৈদেশিক মাস্টার্স কোর্স ২০২২ / সরকারি কর্মকর্তাদের জেসিএ মাস্টার্স কোর্সে ভর্তির সুযোগ

সংযুক্তিগুলো যথাযথভাবে পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদন অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক পাঠাতে হবে।

JICA এর এক বছর মেয়াদি মাস্টার্স কোর্সে অংশগ্রহণের জন্য আবেদন

Caption: JICA Masters course in Japan Notice

JICA মাস্টার্স কোর্সে আবেদনের শর্তসমূহ ২০২২

  1. আবেদনের বিষয়ের সঙ্গে চাকরি/শিক্ষাগত সংশ্লিষ্টতা থাকতে হবে;
  2. আবেদনকারীর ০২ (দুই) সেট পূরণকৃত নির্ধারিত ফরম (মূল কপি ও প্রয়ােজনীয় কাগজপত্র | আগামী ০৮/০৫/২০২২তারিখ বিকাল ৫.০০ টার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে (ভবন নং-২, কক্ষ নং-১০৯, বাংলাদেশ সচিবালয়) আবশ্যিকভাবে প্রেরণ করতে হবে; 

  3. প্রার্থীত আবেদনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও JICA কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত; আবেদকারীকে সংযুক্ত ফরম (বাংলা) পুরণ করে দপ্তর প্রধানের অনুমতির স্মারক হিসেবে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে আবেদন পত্রের সঙ্গে প্রেরণ করতে হবে; 

  4. চাকরিতে প্রবেশের পর প্রেষণ/শিক্ষাছুটিতে একটি মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করেছেন এমন কর্মকর্তার আবেদন করার প্রয়ােজন নেই; 
  5. আবেদনকারীর বয়স ০১/০৪/২০২২ তারিখে ৪০ বছরের মধ্যে হতে হবে; উল্লিখিত কোর্সে আবেদনের এবং কর্মকর্তাগণের আবেদন অগ্রায়নের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯/০৮/১৯৯২ তারিখের সম(বিঃপ্রঃ)৮০/৯২-৫১৮(৫০০) নম্বর স্মারকে জারিকৃত বেসামরিক কর্মকর্তাগণের বৈদেশিক প্রশিক্ষণ/উচ্চশিক্ষা সম্পর্কিত নীতি ও পদ্ধতি অনুসরণ করতে হবে;

জেসিএ, জাপান কোর্সে ভর্তির আবেদন পাঠানোর শেষ সময়?

জেসিএ, জাপান কোর্সে ভর্তির আবেদন- আবেদনকারীর ০২ (দুই) সেট পূরণকৃত নির্ধারিত ফরম (মূল কপি ও প্রয়ােজনীয় কাগজপত্র | আগামী ০৮/০৫/২০২২তারিখ বিকাল ৫.০০ টার মধ্যে নিম্নস্বাক্ষরকারীর কার্যালয়ে (ভবন নং-২, কক্ষ নং-১০৯, বাংলাদেশ সচিবালয়) আবশ্যিকভাবে প্রেরণ করতে হবে;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *