KPI Secret Act 2013 । কেপিআই নীতিমালা কি নির্দেশনা আছে?

KPI Secret Act 2013 । কেপিআই নীতিমালায় কি নির্দেশনা আছে?

কেপিআই এরিয়ায় প্রবেশ করতে হলে অনুমতির প্রয়োজন পড়ে- নিরাপত্তা বলয়ে বিনা অনুমতিতে প্রবেশ শাস্তিযোগ্য আপরাধ – KPI Secret Act 2013

কেপিআই বলতে কি বুঝায়? – কেপিআই (Key Point Installation) বিভিন্ন ক্ষেত্রে দেশের অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি দেশের কেপিআইয়ের নিরাপত্তা ব্যবস্থার উপর সামগ্রিক জাতীয় নিরাপত্তা অনেকাংশে নির্ভরশীল। এ কারণে জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ১৯৯৭ সালে ইংরেজিতে প্রণীত কেপিআইয়ের নিরাপত্তা বিষয়ক নীতিমালাটি নিম্নরূপে হালনাগাদকরণ ও বাংলা ভাষায় প্রণয়ন করা হয়।

কেপিআইয়ের গুরুত্ব কি? কেপিআই (KPI) সর্বদাই যে কোনো একটি দেশ/জাতির অন্তর্ঘাতমূলক কর্মকান্ডের প্রধান লক্ষবস্তু হিসেবে বিবেচিত হয়। অন্তর্ঘাত (Sabotage) এমন একটি কৌশলগত কার্যব্যবস্থা যার মাধমে একটি দেশ/জাতির সুরক্ষার ক্ষমতা দুর্বল বা ধ্বংস করা যায়। যুদ্ধ প্রতিরক্ষা একটি অপরিহার্য সার্বজনীন ব্যবস্থা। যা প্রত্যেক দেশ ও জাতি গ্রহণ করে থাকে। প্রতিরক্ষা কেপিআইসমূহের সেসব গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনাসমূহ অন্তর্ঘাতমূলক কর্মকান্ড পরিচালনার জন্য সচেষ্ট থাকে, সেগুলো ধ্বংস হলে কোনো দেশের যুদ্ধ প্রতিরক্ষা ক্ষমতা হ্রাস পায়/বিনষ্ট হয়।

একটি সংস্থার কিছু মৌলিক নীতির পাশাপাশি অতিরিক্ত বিশেষায়িত কিছু চাহিদা/ নির্দেশনা/নিয়মনীতি থাকে যা উক্ত সংস্থার সকল সদস্যের অনুসরণযোগ্য। বিভিন্ন কেপিআইসমূহের গঠন ও প্রকৃতির ভিন্নতা বিবেচনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান/স্থাপনায় নিয়োজিত সকল জনবলকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থার সর্বোত্তম নিরাপত্তা বিধান নিশ্চিত করা যায়।

Key point Installation list in Bangladesh | কেপিআই মানে কি | কে পি আই এর পূর্ণরূপ কি | Key Point Installation | নিরাপত্তা কত প্রকার

পরিচয়পত্রের ভিত্তিতে কর্তব্যরত নিরাপত্তা কর্মী দ্বারা কর্মকর্তা/কর্মচারীদের প্রবেশ নিয়ন্ত্রণ (Access Control) করতে হবে- যাতে অননুমোদিত/অনাকাঙ্খিত প্রবেশ রোধ করা যায় । বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন জলোচ্ছ্বাস এবং বন্যা থেকে নিরাপদ রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। কেপিআইয়ের সকল স্থাপনাকে শক্তিশালী ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পের প্রাথমিক ধাক্কা সহ্য করতে সক্ষম এমনভাবে নির্মাণ করতে হবে।

KPI Secret Act 2013 । কেপিআই নীতিমালায় কি নির্দেশনা আছে?

KPI Secret Act 2013 pdf download

কেপিআই নীতিমালা ২০১৩ । কি কি আছে কেপিআই নীতিমালায় দেখুন

  1. সকল শ্রেণীর কেপিআইয়ের নিরাপত্তা বিষয়ক সাধারণ বিষয়াবলী।
  2. রাষ্ট্র ও সরকার প্রধানের কার্যালয় ও বাসভবন, বঙ্গভবন এবং গণভবন বা বিশেষ শ্রেণীর কেপিআই (KPI) সমূহের নিরাপত্তা বিষয়াবলী।
  3. “১ক” শ্রেণী কেপিআইয়ের নাশকতা ও অন্তর্ঘাতমূলক কার্যক্রম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা।
  4. “১খ” শ্রেণীর কেপিআইয়ের নাশকতা ও অন্তর্ঘাতমূলক কার্যক্রম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা।
  5. “১গ” শ্রেণীর কেপিআইয়ের নাশকতা ও অন্তর্ঘাতমূলক কার্যক্রম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা।
  6. ২য় শ্রেণীর কেপিআইয়ের নাশকতা ও অন্তর্ঘাতমূলক কার্যক্রম রোধে প্রয়োজনীয় ব্যবস্থা।
  7. কেপিআই হতে অন্যান্য স্থাপনার দূরত্ব নির্ধারণ এবং আনুষঙ্গিক কার্যক্রম সংক্রান্ত বিষয়াবলী।
  8. কেপিআইসমূহে নিয়োজিত নিরাপত্তা কর্মকর্তার কর্তব্য।
  9. কেপিআইয়ের অভ্যন্তরে ঝুঁকিপূর্ণ স্থান (Vulnerable Point) সংক্রান্ত নিরাপত্তা বিষয়াবলী ।

কেপিআই মানেই কি সশস্ত্র নিরাপত্তা থাকে?

কেপিআইয়ের সাথে সম্পর্কিত প্রয়োজনীয় বৈদ্যুতিক সংযোগ ও পানি সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা রাখতে হবে। কেপিআইয়ের শ্রেণীভেদে অভ্যন্তরে প্রবেশ ও বহির্গমন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে সশস্ত্র প্রহরার ব্যবস্থা রাখতে হবে। কেপিআই এলাকায় কোনো ধরণের অবৈধ স্থাপনা যাতে নির্মিত না হয় সে ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সজাগ থাকবে এবং এ ধরণের কোনো অবৈধ স্থাপনা বিদ্যমান থাকলে অথবা নির্মিত হলে তা উচ্ছেদের জন্য আইনগত ব্যবস্থা নেবেন। এর ব্যতয় হলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ দায়ি হবেন ।

মোবাইল ব্যাংকিং নতুন নীতিমালা ২০২৩ । ১৪ বছর বয়সীগণ জন্ম নিবন্ধন দিয়েই বিকাশ একাউন্ট খুলতে পারবে?একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নিয়ম ২০২৩ । ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা ২০২৩
বিইএফটিএন ব্যবহার নীতিমালা । BEFTN বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক পদ্ধতি কার্যকরঅতিথি প্রশিক্ষক ও স্কীল্ড ওয়ার্কারদের সম্মানী প্রদান নীতিমালা ২০২৩ । প্রতিঘন্টায় সর্বোচ্চ ৪০০ টাকা সম্মানী প্রদান করা যাইবে
আঙ্গিনা নিরাপত্তার দিক কয়টি ?

দুটি । এ নির্দেশাবলীতে সন্নিবেশিত বিষয়বস্তুসমূহকে ন্যূনতম রূপরেখা হিসেবে ভিত্তি করে কিন্তু দেশের যে কোনো কেপিআইয়ের নিরাপত্তা ব্যবস্থা প্রণয়ন করা যেতে পারে। এই নির্দেশাবলী যে কোনো কেপিআইয়ের নিরাপত্তা নিশ্চিত করার বিধান সম্পর্কিত একটি মৌলিক নির্দেশনা মাত্র। সংশ্লিষ্ট কেপিআইয়ের স্ব স্ব ভারপ্রাপ্ত/দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষই উক্ত কোনো কেপিআইয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে। বহিঃ নিরাপত্তা (External Security) এবং অভ্যন্তরীণ নিরাপত্তা (Internal Security) । উভয় অংশ পরস্পর একে অপরের পরিপূরক এবং অনেক ক্ষেত্রে তাদের মধ্যে দ্বৈততাও থাকতে পারে।

ভৌত নিরাপত্তার (Physical Security) জন্য শ্রেণীভেদে কেপিআইয়ের সীমানা প্রাচীরের চারপাশে প্রতিবন্ধক (Barrier) নির্মাণ করতে হবে । প্রতিটি কেপিআইয়ের নিজস্ব আলাদা নিরাপত্তা ম্যানুয়াল থাকতে হবে যার একটি কপি কেপিআইডিসির নিকট প্রেরণ করতে হবে। কেপিআইসমূহ আকাশ অথবা অধিক দূরত্ব থেকে সহজে লক্ষবস্তু হিসেবে চিহ্নিত করার অনুপযোগী করে গড়তে হবে । দর্শনার্থীদের বিশদ তথ্য লিপিবদ্ধ করার জন্য অভ্যর্থনা কক্ষে একটি রেজিস্টার চালু রাখতে হবে।

সাক্ষাৎ প্রার্থী অতিথিদের পাস ইস্যু ও প্রয়োজনে এসকর্ট পদ্ধতি চালু করতে হবে। . ফটকে নিরাপত্তা তল্লাশির ব্যবস্থা (ব্যক্তি/যানবাহন/বস্তু) নিশ্চিত করতে হবে। কেপিআইয়ের যে সকল কর্মকর্তা ও কর্মচারী নিরাপত্তা সম্পর্কিত বিষয় এবং গোপনীয় নথিপত্র নিয়ে কাজ করেন তাদের জন্য দেশে-বিদেশে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। কেপিআইসমূহের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা/নিরীক্ষার জন্য স্ব স্ব বিভাগীয় নিরাপত্তা কমিটি গঠন করতে হবে। এ কমিটি ন্যূনতম ০২ (দুই) মাসে একবার প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ এবং কেপিআই জরিপ কমিটির সুপারিশ বাস্তবায়ন ইত্যাদির বিষয়ে সভা করে সভার কার্যবিবরণী কেপিআইডিসির নিকট প্রেরণ করবে এবং জরিপ কমিটির সুপারিশ বাস্তবায়নের আগ্রগতি প্রতিবেদন জরিপ কমিটির নিকট প্রেরণ করবে।

https://technicalalamin.com/apa-guideline-bd-%e0%a5%a4-apa-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a7%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%80/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *