Latest News

Live weather update । ঘূর্ণিঝড় সিত্রাং এর লাইভ আপডেট ২০২২

Storm Sitrang is becoming more strong – Speed of storm will be high in Bangladesh Area – Live weather update 2022

সিত্রাং এর বর্তমান অবস্থা ২০২২ঘূর্ণিঝড় “সিত্রাং” বর্তমানে উপকূল অতিক্রম সম্পন্ন করে বরিশাল বিভাগের উপর অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে আরো উত্তর পূর্বদিকে অগ্রসর হতে পারে এবং এর তীব্রতা ধীরে ধীরে কমে আসতে পারে। বর্তমানে ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫০ কিমি ব্যাসার্ধের মধ্যে একটানা বাতাসের গড় গতিবেগ ঘন্টায় ৭৫ কিলোমিটার, যা দমকা হাওয়া সহ প্রায় ৯৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রতি মুহুর্তের সতর্ক সম্পর্কি তথ্য পেতে ভিজিট করুন ফেসবুক পেইজ: BWOT

ঘূর্ণিঝড়টি উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে দেশের অভ্যন্তরে বাতাসের তীব্রতা বৃদ্ধি পেতে পারে এবং উপকূলে তীব্রতা হ্রাস পেতে পারে। দেশের উপকূলের বেশির ভাগ অংশেই তীব্র দমকা হাওয়া বয়ে যাচ্ছে, যা রাতভর কম বেশি চলমান থাকতে পারে।

সেই সাথে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে দেশের উপকূলের অনেক এলাকা প্লাবিত হয়েছে। এই বৈরী আবহাওয়া আগামীকাল দুপুর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে। এবং দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাত আগামী ১২-১৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। দক্ষিণাঞ্চলে কাল সকাল/দুপুর থেকেই বৃষ্টিপাত হ্রাস পেতে পারে। সূত্র: Bangladesh Weather Observation Team – BWOT

Live weather update । ঘূর্ণিঝড় সিত্রাং এর লাইভ আপডেট ২০২২

Cyclone Sitrang: বাংলার সঙ্গে আসাম, ত্রিপুরাও ঘূর্ণিঝড় চলমান রয়েছে

Source: Check Storm Tracker Live

List of Storm Name in Asia । বিভিন্ন ঘূর্ণিঝড়ের নামের তালিকা ২০২২

ঝড়ের নামঅর্থনামকরনকারী দেশ
অনিলবাতাসবাংলাদেশ
আকাশউদারভারত
সিডরচোখশ্রীলঙ্কা
নার্গিসফুলপাকিস্তান
রেশমিকোমলশ্রীলঙ্কা
খাইরুনউত্তমওমান
নিসানারীবাংলাদেশ
বিজলীবিদ্যুৎভারত
আইলাডলফিনমালদ্বীপ
ওয়ার্ডফুলওমান
মহাসেনসৌন্দর্য্যশ্রীলঙ্কা
হুদহুদএকটি পাখির নামওমান
কোমেনবিস্ফোরকথাইল্যান্ড
রোয়ানুনারকেল ছোবড়ার দড়িমালদ্বীপ
নাদাদ্রমূর্তির নারীওমান
মোরাসাগরের তারাথাইল্যান্ড
তিতলিপ্রজাপতিপাকিস্তান
গাজাহাতিশ্রীলঙ্কা
ফণীসাপবাংলাদেশ
বুলবুলএকটি পাখিপাকিস্তান
আম্ফানআকাশথাইল্যান্ড
নিসর্গপ্রকৃতিবাংলাদেশ
কিয়ারবাঘমায়ানমার
হিক্কাHiccupমালদ্বীপ
বায়ুবাতাসভারত
মহা***ওমান
গতিগতি(Speed)ভারত
নিভারনিবারণইরান
বুরেভীব্ল্যাক ম্যানগ্রোভমালদ্বীপ
টাউকটেসরীসৃপ(গেকো)মায়ানমার
ইয়াস/যশহতাশাওমান
জাওয়াদমহান/উদারসৌদি আরব
অশনিক্রোধশ্রীলঙ্কা

সিত্রাং নামে অর্থ কি এবং কিভাবে নামকরণ হল?

Sitrang আদতে এই তাই-নাম। অর্থাৎ এই নামের উৎস তাইল্যান্ড। সি-ত্রাং (Si Trang), এভাবেই সেদেশে উচ্চারিত হয় এটি। সূত্রের খবর, এটি তাইল্যান্ডের কোনও পদবী। ভারত মহাসাগরের উত্তর অংশ, আরব সাগরের একটি বড় অংশে, বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড়ের উৎপত্তি শুরু হলে তার দিকে কড়া নজর রাখে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (India Meteorological Department)। এই ঘূর্ণিঝড়গুলির নামকরণ করা হয়। আবহাওয়া দফতরগুলির একটি মঞ্চ থেকে নাম ঠিক করা হয়। সেই মঞ্চে রয়েছে- ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, মলদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি এবং ইয়েমেন। এই ১৩টি দেশ মিলে এখনও পর্যন্ত ১৩টি করে ঝড়ের নাম দিয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা ১৬৯। সেই তালিকা থেকেই নেওয়া হয় নাম। ট্রপিক্যাল সাইক্লোন বা ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলির নাম ঠিক করার জন্য ২০০০ সালে ওমানের মাস্কটে World Meteorological Organisation-এর অধিবেশনে ঘূর্ণিঝড়ের নামকরণ-সংক্রান্ত একটি সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই সবকটি দেশ মিলে একটি তালিকা দিয়েছিল। সেখান থেকেই পাওয়া যায় ঝড়ের নাম। আয়লা, আমপান, বুলবুল, হুদহুদ, ফণী, অশনি—এই সবকটি নামই এমন ভাবে এসেছে। কোন বছরে কত নম্বর ঘূর্ণিঝড়ের কী নাম হবে তা ইতিমধ্যেই তৈরি।

https://bdtimes.net/storm-tracker-live-in-bd-%e0%a5%a4-%e0%a6%98%e0%a7%82%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%9d%e0%a6%a1%e0%a6%bc-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87%e0%a6%ad-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a1%e0%a7%87%e0%a6%9f/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *