Monthly Income Tax Deduction Calculation । মাসিক আয়কর কর্তনের হার বের করার নিয়ম ২০২৩
প্রদেয় মাসিক নীট করের পরিমাণ বের করার পদ্ধতি – Govt. Officer Tax Deduction Form-2022-23– Net Tax Calculation 2023
আয়কর প্রদানের হিসাব বিবরণী – আপনি এই এক্সেল শীট টি ব্যবহারের মাধ্যমে প্রতিমাসে ঠিক কত টাকা আয়কর বেতন থেকে কর্তন করবেন তা বের করে নিতে পারেন। মূল বেতন ও উৎসব ভাতা ইনপুট দিয়ে এবং কর রেয়াতযোগ্য বিনিয়োগ ইনপুট দিয়ে খুব সহজেই প্রদেয় কর নির্ণয় করে ফেলতে পারেন।
২০২২-২৩ বৎসরের বেতন ভাতার উপর উৎসে আয়কর প্রদানের হিসাব বিবরণী মাত্র ৫ মিনিটে তৈরি করে ফেলতে পারেন। এক্সেল শীটে তথ্য ইনপুট দিলেই প্রদেয় আয়কর বের হবে এবং প্রদেয় মাসিক নীট করের পরিমাণ চলে আসবে যা আপনি চলতি অর্থ বছরের বেতন ভাতাদি থেকে কর্তন করবেন।
ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন হলে ন্যূনতম আয়কর হবে ৫০০০ টাকা, অন্যান্য সিটি কর্পোরেশন হলে ন্যূনতম আয়কর হবে ৪০০০ টাকা এবং জেলা, উপজেলা ও অন্যান্য ক্ষেত্রে হলে ন্যূনতম আয়কর হবে ৩০০০ টাকা।
Use Excel Sheet to calculate income tax / Compute your monthly deduction of income tax from salary.
অন্যান্য অনুমোদনযোগ্য বিনিয়োগ (জীবনবীমা , পেনশন স্কীম, অনুমোদিত তহবিলে দান/যাকাত, স্টক, শেয়ার, ডিপিএস, সেভিংস সার্টিফিকেট ইত্যাদি) যদি থাকে ডিপিএস ১০০০০/- মাসিক হারে বিনিয়োগ অনধিক ৬০,০০০ টাকা এবং জীবন বীমা (৩০,০০০+৬২৭১০+১৩৬১১০) এবং সঞ্চয়পত্রে বিনিয়োগ ৫ লক্ষ টাকা। এগুলো দেখাতে হবে।
Caption: Excel Sheet to calculate income tax/ প্রতিমাসে কত টাকা আয়কর কর্তন করবেন তা বের করে নিন। ডাউনলোড এক্সেল ফাইল।
যেভাবে আপনি প্রতিমাসে আয়কর কর্তনের হার বের করবে।
- প্রথমে আপনি এখান থেকে ফাইলটি আপনার কম্পিউটারে ডাউনলোড করুন।
- কম্পিউটারে ফাইলটি ওপেন করে
- মূল বেতন /হার এর কলামে ১ মাসের মূল বেতন ও ২টি উৎসব ভাতা ইনপুট দিন। টাকার পরিমান অটো চলে আসবে।
- ভবিষ্য তহবিল চাঁদা, কল্যান তহবিল চাঁদা, যৌথবীমার চাঁদা এক মাসের হারে বসান। টাকার পরিমাণ অটো চলে আসবে।
- বাৎসরিক বিনিয়োগগুলো বসান। একসাথে যোগ করে
- ব্যাস মাসিক নীট করের পরিমাণ অটো বের হয়ে যাবে।
মূল বেতন অনুসারে মাসিক কর্তনের হারের তালিকা নেই?
আছে। সরকারি কর্মচারীদের জন্য মূল বেতনের ভিত্তিতে আয়কর নিণয় করা হয়েছে। যা ২০২২-২৩ সালের জন্য ঘোষিত আয়কর বিধিমালা অনুযায়ী সরকারি কর্মকর্তা/ কর্মচারীদের (সিটি কর্পোরেশন এলাকার বাহিরের করদাতাদের জন্য) মাসিক বেতন হইতে কর্তনযোগ্য করের হিসাব। মোট করযোগ্য আয়ের ২৫% এর উপর ১৫% (১২% দশ লক্ষ টাকার উপরে) রেয়াত বাদ দিলে পুরুষের ক্ষেত্রে মাসিক মুল বেতন ২১৪৩০ হতে ৪৩৪৩০( মহিলাদের ক্ষেত্রে ২৫০০০ হইতে ৪৯১৪০) পযর্ন্ত আয়কর নূন্যতম থাকবে। তাই চার্টটিতে নূন্যতম করের উপরের সীমায় যে আয়কর মাসিক বেতন হতে কর্তন যোগ্য তার একটা হিসাব দেয়া হলো। মূল বেতন অনুসারে মাসিক আয়কর কর্তন হারের তালিকা।