MRP passport fee in Bangladesh । এমআরপি পাসপোর্ট কত টাকা?
বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট একটি আবশ্যিক ডকুমেন্ট, পাসপোর্ট তৈরি করতে মাত্র ৩ হাজার টাকার কাছাকাছি ব্যয় হয়। তাছাড়াও ভিসা কার্ডের বিপরীতে যদি আপনি ডলার এনডোর্স করতে চান সেক্ষেত্রেও আপনার পাসপোর্ট প্রয়োজন পড়বে।
পাসপোর্ট আপনি কেন করবেন?
প্রাপ্ত বয়স্ক একজন বাংলাদেশী নাগরিক হয়ে থাকলে আপনার পাসপোর্ট থাকা বিভিন্ন কারনেই জরুরি। যদি আপনার তাৎক্ষনিক চিকিৎসার প্রয়োজন পড়ে এবং যদি সেটি বিদেশের মাটিতে হয় তবে আপনার জন্য পাসপোর্ট জরুরি। যদি আপনি একজন ব্যবসায়ী হয়ে থাকে তাহলে আপনার বিদেশ ভ্রমণে পাসপোর্ট লাগবে। অন্য দিকে আজ সরকারি বেসরকারি বিভিন্ন কাজে পাসপোর্ট প্রয়োজন পড়ছে। জাতীয় পরিচয়পত্র এনআইডি যেমন জরুরি আপনার পাসপোর্ট থাকাটাও তেমনি জরুরি। তাই আসুন পাসপোর্ট করতে কত ব্যয় হবে তা জেনে নিই। এমআরপি ফি (বাংলাদেশ)
মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) ফি (বাংলাদেশ)
পাসপোর্ট ফিস সংক্রান্ত তথ্যাবলী
আবেদনের প্রকৃতি | বিতরণের ধরণ | পাসপোর্ট ফিস (টাকা) |
নতুন আবেদনকারী/ হাতে লেখা পাসপোর্ট সমর্পণকৃতদের (সারেন্ডার) জন্য | জরুরি ফিস (৭ দিন) | ৬০০০.০০ + ১৫% ভ্যাট = ৬৯০০.০০ টাকা |
সাধারণ ফিস (২১ দিন) | ৩০০০.০০ + ১৫% ভ্যাট = ৩৪৫০.০০ টাকা | |
অনাপত্তি সনদ (NOC) এর ভিত্তিতে (জরুরি সুবিধাসহ) | ৩০০০.০০ + ১৫% ভ্যাট = ৩৪৫০.০০ টাকা | |
সরকারি আদেশ (GO) এর ভিত্তিতে চিকিৎসা, হজ্জ্ব পালন, তীর্থস্থান ভ্রমণের ক্ষেত্রে (জরুরি সুবিধাসহ) | ৩০০০.০০ + ১৫% ভ্যাট = ৩৪৫০.০০ টাকা | |
সরকারি আদেশ (GO) এর ভিত্তিতে সরকারি কাজের ক্ষেত্রে (জরুরি সুবিধাসহ) | বিনামূল্যে | |
রি-ইস্যু | জরুরি ফিস (৭ দিন) (NOC/GO ব্যতীত) | ৬০০০.০০ + ১৫% ভ্যাট = ৬৯০০.০০ টাকা |
সাধারণ ফিস (২১ দিন) | ৩০০০.০০ + ১৫% ভ্যাট = ৩৪৫০.০০ টাকা | |
মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রি-ইস্যুর ক্ষেত্রে অতিরিক্ত ফিস (মেয়াদ পরবর্তি প্রতি বছরের জন্য) | সাধারণ ফিস | ৩০০.০০ + ১৫% ভ্যাট = ৩৪৫.০০ টাকা |
> অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ও তাদের স্বামী/স্ত্রী (নতুন আবেদন ও রি-ইস্যু উভয় ক্ষেত্রে) সাধারণ ফি প্রদান করে জরুরি সুবিধা পাবেন। এক্ষেত্রে অবসর গ্রহণের সনদ দাখিল করতে হবে।
> সোনালী ব্যাংকের পাশাপাশি আরও ৫টি ব্যাংকে টাকা জমা দিতে পারবেন।
১) ওয়ান ব্যাংক
২) ট্রাস্ট ব্যাংক
৩) ব্যাংক এশিয়া
৪) প্রিমিয়ার ব্যাংক
৫) ঢাকা ব্যাংক।
আপনি সোনালি ব্যাংক ছাড়াও উপরোক্ত ব্যাংকগুলোর যে কোন শাখায় পাসপোর্টের জন্য টাকা জমা দিতে পারেন।
Pingback: ই পাসপোর্ট ফি কত? । ই পাসপোর্টের টাকা জমা দেওয়ার নিয়ম ২০২৩ - Technical Alamin