National ID Check  –  জাতীয় পরিচয় পত্র অনলাইন যাচাই পদ্ধতি হিসাবে ভোটার তথ্য নামে একটি মেন্যু ছিল কিন্তু বর্তমানে তা সচল নয়। এজন্য আপনি স্মার্ট কার্ড স্ট্যাটাস চেকে গিয়ে আপনি খুব সহজেই ভোটার আইডি কার্ড ভূয়া কিনা তা যাচাই করতে পারেন।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে www.nidw.gov.bd লিংকে প্রবেশ করে Smart Card Status স্ট্যাটাস মেন্যু বা লিংকে ক্লিক করলেই একটি পেইজ আসবে সেখানে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ ইনপুট দিয়ে ক্যাপচা টাইপ করে সাবমিটে ক্লিক করলেই ঠিকানা দেখাবে। যদি ভুয়া এনআইডি হয় তবে কোন তথ্য দেখাবে না বা আপনার হাতে পাওয়া এনআইডি’র সাথে কোন মিল পাবেন না। আইডি কার্ড চেক করুন অনলাইনে- nid card online check national id card bd

services.nidw.gov.bd/voter_center ভোটার তথ্য দেখার লিংকটি এই মুহুর্তে অকার্যকর রয়েছে। পরবর্তীতে হয়তো কর্তৃপক্ষ এটি সচল করবে। তখন হয়তো আরও সহজেই আপনি আপনার বা অন্যের ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন। NID Check । মোবাইলেই জাতীয় পরিচয়পত্র যাচাই করুন

স্মার্ট কার্ড চেক করার উপায় / আপনি অনলাইনে ভোটার আইডি কার্ড সঠিক কিনা তা যাচাই করতে পারেন।

www.nidw.gov.bd এটি হচ্ছে বাংলাদেশ ইলেকশন কমিশনের জাতীয় পোর্টাল যেখানে আপনি এনআইডি সংক্রান্ত সমস্ত তথ্য দেখতে পাবেন।

স্মার্ট কার্ড চেক

Caption: Bangladesh Election Commission Web Portal, Help Line 105

How to check NID from online Process 2025 । স্মার্ট কার্ড অনলাইনে যাচাই করার প্রক্রিয়া দেখুন

  1. Do google by NIDW
  2. Clcik Election Commission Bangladesh from google search results
  3. Now Click Smart Card Status and you will be redirected to new page
  4. Input NID and Date of Birth
  5. Complete Captcha Entry
  6. Click সাবমিট
  7. Done

সঠিক আইডি কার্ড চেক করার উপায় কি?

ভূয়া এনআইডি শনাক্ত – বর্তমানে ব্যাংক, বীমা ও সরকারি দপ্তর গুলোতে আইবাস++ এর সাথে ইলেকশন কমিশনের সার্ভারের সংযুক্তি থাকায় কোন ভাবেই ভূয়া বা অকার্যকর এনআইডি ব্যবহার করে সেবা নেয়া যাবে না। ইনভ্যালিড এনআইডি বা ভূয়া এনআইডি ব্যবহার করে ব্যাংক ঋণ বা ঋণের জামানতও হওয়া যাবে না। তাই সঠিক তথ্য সব স্থানে নিশ্চিত করতে অবশ্যই অনলাইনে আইডি কার্ড যাচাই করে নিন।

https://technicalalamin.com/nid-card-services-nidw-gov-bd-%e0%a5%a4-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a1%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1-%e0%a6%9a%e0%a7%87%e0%a6%95-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%85/