ম্যাসেজ দিয়ে এনআইডি নম্বর

NID Number by SMS । মোবাইলে ম্যাসেজ করে আইডি কার্ড নম্বর বের করার নিয়ম ২০২৩

Get NID Number by mobile sms – নতুন ভোটার হয়েছেন? ফর্ম নম্বর পেয়েছেন মাত্র! – ফর্ম নম্বর দিয়েই এনআইডি নম্বর বের করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র নম্বর বের করার নিয়ম ২০২৩

ফর্ম নম্বর দিয়েই এনআইডি নম্বর – সাধারণত নতুন ভোটার হওয়ার আবেদন সম্পন্ন করলেই নির্বাচন কমিশন কেন্দ্র থেকে একটি স্লিপ দেওয়া হবে। সেই স্লিপেই ফর্ম নম্বর দেওয়া থাকবে। সেটি দিয়েই আপনি মোবাইলে এস.এম.এস করে এনআইডি নম্বর বের করতে পারবেন।

সাধারণত ফরম পূরণ করে কাগজপত্রসহ নির্বাচন কমিশনে দাখিল করার পর আইরিশ, ফিংগার প্রিন্ট ইত্যাদি সম্পন্ন হয়ে গেলে একটি ভোটার স্লিপ বা ফর্ম নম্বরসহ কপি করি দেবেন। সেই স্লিপের ফর্ম নম্বর দিয়েই আপনি আপনার এনআইডি নম্বর বের করতে পারবেন।

ব্যাপারটি খুব সহজ আপনি প্রথমে মোবাইলের ম্যাসজ অপশনে যান। অতপর ম্যাসেজ অপশনে গিয়ে NID< Space>Form Number <Date of Birth as DD-MM-YY> লিখে ১০৫ নম্বরে ম্যাসেজ করুন। ফিরতে ম্যাসেজে আপনার এনআইডি নম্বর আসবে।

ম্যাসেজ দিয়েই বের করুন এনআইডি নম্বর / NID Number by sms from your mobile 2023

মোবাইলে এস.এম.এস করেও আপনি সহজেই এনআইডি নম্বর পেতে পারেন / এখন ইন্টারনেট বা স্মার্ট ফোন না থাকলেও এনআইডি বের করুন।

  NID Number by SMS

Caption: How to get NID number by sms । উপরের চিত্র দেখে এস.এম.এস করে জাতীয় পরিচয়পত্র নম্বর বের করুন।

NID by SMS from you mobile phone 2023

  1. Go to Your message option of your Mobile Phone
  2. Write NID<Space>Form Number<Date of Birth as DD-MM-YY> to 105
  3. NID 52900980 19-07-2000
  4. Send to 105
  5. You will get reply message
  6. Your NID 9164240690
  7. Yahooo! you got your NID

অনলাইনে ফর্ম নম্বর দিয়ে বের করা যায় না?

অবশ্যই যায় –প্রথমে services.nidw.gov.bd/nid-pub/voter-info এই লিংকে যান। অতপর আপনি আপনার ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর দিন। জন্ম তারিখ এন্ট্রি করুন। তারপর ক্যাপচা এন্ট্রি করে ভোটার তথ্য দেখুন এখানে ক্লিক করলে এনআইডি নম্বর, ভোটার নং, সিরিয়াল নং এবং এলাকা পেয়ে যাবেন।

105 নম্বরে প্রেরণ করুন

NID> <ফরম নম্বর> <dd-mm-yyyy

nid 112233445588 03-05-2005

NID Number by sms

37 comments

  1. আমার এন আই ডি মেসেজ আসে না কেন এন আই ডি রেডি হয়নাই

    1. কত দিন আগে ভোটার হয়েছেন? এন্ট্রি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

  2. ভাই আমি হালনাগাদ এ ভোটার হইছি
    ১০ দিন আগে ছবি ও ফিংগার দিছি
    কিন্তু আমার এসএমএস আসছে না
    কতো দিন সময় লাগতে পারে একটু জানাবেন

  3. ভাই আমার এন আইডি কার্ডে যে নাম্বার দিয়েছি ওই নাম্বার টা চুরি হয়ে গেছে।তোলার ও উপায় নাই।এখন মেসেজ আসলে বা অন্য কোনো উপায়ে কী আমি জানতে পারবো।২ তারিখ ফিঙ্গার আর ছবি তুলেছি।কত দিন পর আসতে পারে?

    1. অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় মোবাইল নম্বর পরিবর্তন করা যায়। ১-১.৫ মাস সময় লাগবে এন্ট্রি কমপ্লিট করতে।

  4. ভাই আমি ২ মাস আগে কাগজপত্র জমা দিয়েছি এবং ছবি ফিঙ্গার ও চোখের আইরিশ দিয়েছি। কিন্তু আমি এখনো nid পেলাম না। nid ওয়েবসাইট ফ্রম number জন্ম তারিখ দিলে বলে, এগুলো নাকি ভুল।এখন আমার কি করণীয়?

    1. ডিসেম্বর পর্যন্ত কাজের প্রচুর চাপ থাকবে। অপেক্ষা করলেই আপনার অনলাইন কার্ড পেয়ে যাবেন। “nid ওয়েবসাইট ফ্রম number জন্ম তারিখ দিলে বলে, এগুলো নাকি ভুল” ভুল দেখাচ্ছে মানে তথ্য সার্ভারে ইনপুট হয়েছে কিন্তু ভেরিফাই করে অনুমোদন করা হয়নি।

    2. ভুল দেখাচ্ছে মানে ডাটা এখনও অনুমোদন হয়নি। অপেক্ষা করুন।

      1. আমি অনেকদিন আগে ভোটার হইছি কিন্তু ভোটার আইডি কার্ড তুলি নাই ২০১৪এখন আমি কি করুম আমার সিলিপটা হারিয়ে গেছে

  5. ভাই আমি ২ মাস আগে কাগজপত্র জমা দিয়েছি এবং ছবি ফিঙ্গার ও চোখের আইরিশ দিয়েছি । কিন্তু আমি এখনো nid পেলাম না । nid ওয়েবসাইট ফ্রম number জন্ম তারিখ দিলে বলে , এগুলো নাকি ভুল । এখন আমার কি করণীয় ?

    ফরম নাম্বার –NIDFN11312994
    জন্ম তারিখ –16-11-2001

    1. বুঝতে পারছি। একটু অপেক্ষা করুন সার্ভারে তথ্য আপলোড হলে আর ভুল দেখাবে না।

      1. আমার ফরম নাম্বার- 140109967, জন্মতারিখ- 28-09-2006, ভূল দেখাচ্ছে

        1. ভুল দেখাচ্ছে মানে আপনার তথ্য এন্ট্রি দিয়ে এখনও অনুমোদন করা বা সার্ভারে আপলোড করা হয়নি। অনুগ্রহ করে পরবর্তীতে আবার ট্রাই করুন।

    1. কোন সমস্যা নাই। অনলাইনে লগিন করে ডাউনলোড করুন এনআইডি অথবা নির্বাচন কমিশনে চলে যান প্রিন্ট করে দিবে।

    1. অনুগ্রহ করে নিকটস্থ নির্বাচন কমিশনে যোগাযোগ করুন। আনলকড করে দিবে।

    2. ভাই আমার ভোটার আইডি কার্ডের ফর্ম পূরণের সময় ওইখানে মোবাইল নাম্বার দেয়া হয়নি,১২ দিনের মত হয়েছে ফিঙ্গার,ছবিসহ ফর্ম জমা দিয়েছি,অনলাইনে ও মেসেজে জানতে চাইলে invalid আসে,এখন শুধু মোবাইল নাম্বার না দেওয়ার কারণে কি আইডি কার্ড পেতে সমস্যা হবে?

      1. অবশ্যই হতে পারে। অনুগ্রহকরে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করুন।

  6. ভাই আমর ছবি তোলা হয়েছে এক মাস প্রায় কিন্তু এস এমএস আসে নাই আমি কি ঢাকা অফিস সে যোগাযোগ করলে পেতে পারি আমার খুব জরুরি প্রয়োজন ভাই হেল্প

    1. মূলত ধাপে ধাপে কাজ চূড়ান্ত হয়। হ্যাঁ খোজ নিয়ে দেখতে পারেন। স্থানীয় কাজ যদি তারা শেষ করে থাকে পরবর্তী কাজ দ্রুত করাতে পারবেন।

  7. Bai ami 24 September NID card aar jonno photo tulsi,finger print disi sob e disi kintu akhono kono message pai nai

  8. আসসালামু আলাইকুম ভাই ডিসেম্বর মাসে ওতো গেল কলোজ হয়ে গেল মেসেজ তো পেলাম না একটু চেষ্টা করার অপশন আছে ভাইয়া

    1. ১৫ জানুয়ারি খসড় প্রকাশ হবে। নির্বাচন কমিশন অতিরিক্ত জনবল নিয়ে দিনরাত কাজ করছে। একটু ধৈর্য্য ধরুন অনুগ্রহ করে।

    1. প্রথমে অনলাইনে চেক করুন। তাতেও যদি কোন তথ্য না দেখায় তবে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন।

  9. আমার এক বন্ধু এখনো 105 থেকে মেসেজ পাই নাই। কিন্তু আমরা সবাই একসাথে নিবন্ধন করেছিলাম। আমি NID পেয়ে গিয়েছি। বন্ধুর ফরম নাম্বার দিলে ভুল দেখাচ্ছে। এ ক্ষেত্রে করণীয় কি??

    1. নির্বাচন কমিশন অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। কিছু তথ্য ঘাটতি থাকার কারণে এমন হতে পারে।

  10. আমি অনলাইনে ভোট করেছি কিন্তু আমার এখনো আসেনি

    1. 105 এ কল করে তথ্য জানুন। অথবা মেসেজ করেও জানতে পারেন।

  11. ভাই আমি হালনাগাদ এ ভোটার হইছি
    ছবি ও ফিংগার দিছি
    কিন্তু আমার এসএমএস আসছে না
    ভাই এখন আমার এনআইডি কার্ড টা লাগবো
    এনআইডি কার্ড টা আনার কোনো সুযোগ আছে

    1. নির্বাচন কমিশনে যোগাযোগ করলে পাবেন। যদি ফরম নম্বর থাকে তবে তা আপনি অনলাইনে চেক করে দেখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *