অনলাইনে রিটার্ণ দাখিল যাচাই করা যাবে-এখন আর কোনভাবে রিটার্ণ রশিদ দিয়ে ধোকাবাজির সুযোগ নেই – Verify return submission 2023
e return verification –e-return income tax – জি অনলাইনে রিটার্ণ দাখিল করা যাচ্ছে – দীর্ঘ প্রতিক্ষার পর ই রিটার্ণ অনলাইনে দাখিল করা যাবে। আপনি ঘরে বসেই এখন রিটার্ণ দাখিল করতে পারবেন। অনলাইনে রিটার্ণ দাখিলের ক্ষেত্রে অটো রিটার্ণ প্রস্তুত হবে আপনি শুধু তথ্য ও প্রমাণক ঠিক ঠাক দিবেন। ব্যাস শেষ!
অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের সিস্টেম চালু হয়েছে। অনলাইনে নিজ রিটার্ন নিজেই দাখিল করুন এবং প্রয়োজনে ডেবিট/ক্রেডিট কার্ড অথবা, বিকাশ/নগদসহ অন্যান্য MFS সাহায্যে অনলাইনেই আয়করের টাকা প্রদান করুন কোন ঝামেলা ছাড়াই। দাখিল শেষে অনলাইন থেকেই দাখিলকৃত রিটার্ন ফরম এবং Acknowledgement স্লিপ ডাউনলোড করে সংগ্রহে রাখুন। আয়কর অফিসে যাবার কোন প্রয়োজন হবে না।
আয়কর রিটার্ন যাচাই- অনলাইন বা ম্যানুয়াল যেভাবেই রিটার্ণ দাখিল করুন না কেন অনলাইনে যাচাই করতে পারেন। এখন থেকে খুবই সহজেই আপনার রিটার্ন দাখিল হয়েছে কিনা এনবিআর’এর ওয়েব সাইট থেকে যাচাই করতে পারবে। রিটার্ন প্রদানের তথ্য যাচাই করতে ভিজিট করুনঃ verification
e Return submit করুন / অটো তৈরি হবে রিটার্ণ ফাইল
E return bd । Online tax return 2022-23 । অনলাইনে নিজ রিটার্ন নিজেই দাখিল করুন
Caption: https://verification.taxofficemanagement.gov.bd
অনলাইনেই রিটার্ণ দাখিল যাচাই করুন
- Click verification.taxofficemanagement.gov.bd
- Select Fiscal Year 2021-2022 or 2022-2023 (2022-2023 সিলেক্ট করুন যদি চলতি বছর রিটার্ণ দাখিল করে থাকেন)।
- Type TIN (আপনার টিআইএন নম্বর দিন)
- Complete Capcha (বড় ও ছোট হাতের লেখা খেয়াল করে লিখুন)
- Click Verify
- done
রিটার্ণ দাখিল না করলে শাস্তি কি?
আয়কর রিটার্ন জমা না দেয়ার শাস্তি কি? করদাতাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়ার লক্ষ্যে আবশ্যিকভাবে ধারা-১৩০ মোতাবেক নোটিশ প্রদান সাপেক্ষে খেলাপী করদাতার সর্বশেষ আরোপিত আয়করের ১০% অথবা কমপক্ষে ১,০০০.০০ টাকা ও পরবর্তী প্রতি খেলাপী দিবসের জন্য ৫০.০০ টাকা, উপ-কর কমিশনার জরিমানা আরোপ করতে পারবেন।
Personal Income Tax । রিটার্ন জমা না দিলে কি হবে? আর্থিক জরিমানা নাকি শাস্তি প্রদান করা হয়?
One comment