20 comments

  1. আমার পাসপোর্টের মেয়াদ গত ১৭/০২/২০২২ইং সালে শেষ হয়ে গেছে
    আমি রিনিউ করতে চাই
    কিন্তুু আমি যেখানে জব করি সেখান থেকে কোন ভাবেই ছুটি দিচ্ছে না ভাই তাহলে এখন কি করতে পারি
    কারো মাধ্যমে করালে ভালো হয় একটু জানালে আমার খুব উপকার হত

    1. আবেদন অনলাইনে করলে ভাল হয়। টাকাও সোনালী ই চালানের মাধ্যমে জমা দিন। হার্ড কপি জমা দিন বা পোস্ট করে দিন। জাস্ট ডেট পড়লে আসবেন। কোন দালাল থেকে দূরে থাকুন।

  2. সাধারণ মানুষের জন্য বিস্তারিত তথ্য সমৃদ্ধ বিষয়টি ভাল লেগেছে।ধন্যবাদ আপনাকে।
    প্রশ্নঃ আমার MRP পাসপোর্ট আগামী ডিসেম্বর মাস পর্যন্ত মেয়াদ আছে।নবায়নের জন্য আমি এখনই আবেদন করতে চাই।
    মেয়াদ হবে ১০ বছর – নিয়মিত বিতরণ,আমার বিকাশ একাউন্ট আছে।
    আপনার সুপরামর্শের অপেক্ষায় রইলাম।
    আবারও ধন্যবাদ।
    মোঃ নূরুল ইসলাম
    ই-মেইলঃ mnislam0948@gmail.com
    mnislam786@yahoo.com

    1. নিয়মিত বিতরণ: ৫,৭৫০ টাকা, অনলাইনে ই-পাসপোর্টের টাকা জমা দেয়ার জন্য A Challan ওয়েবসাইটে গিয়ে ই পাসপোর্ট ফি সিলেক্ট করুন।

  3. আমি পাসপোর্ট রি-ইসু জন্য আবেদন করেছি কারব আমার পাসপোর্ট এর মেয়ের অনেকদিন আগেই শেষ হয়েছে। এখন আমি ব্যাংকে রেগুলার ক্যাটাগরির পাসপোর্ট এর জন্য কত টাকা জমা দিবো এবং কিভাবে দিবো?

    আপ্নাদেরকে অগ্রিম ধন্যবাদ রইলো।

    1. কত পাতার এবং বছর মেয়াদের পাসপোর্ট সেটির উপর নির্ভর করে কত টাকা জমা দিবেন।

  4. আমার পাসপোর্ট টি মেয়েদ শেষ হয়েছে ২ বছর ও আগের পাসপোর্টে পেশা ছিলো ছাত্র এখন আমি রিনিউ করতে চাই…..এক্ষেত্রে করনিও কি…?

    1. পুরাতনটি সহ বা নম্বর ব্যবহার করে অনলাইনে আবেদন করবেন ফি জমা দিবেন। ফিঙ্গার এবং ছবি তুলে রিনিউ হবে। পেশা যুক্ত করতে চাইলে এ সংক্রান্ত প্রমানক জমা দিতে হবে।

  5. আমি ই-পাসপোর্ট ৪৮ পৃষ্ঠার ১০ বছর মেয়াদি ২১ কর্মদিবসের মধ্যে সাধারণ ভেলিভারির জন্য গত ১৪ অক্টোবর ২০২২ তারিখে ৫৭৫০ টাকা দিয়ে আবেদন করেছি। Biometrics করতে ১৫ ডিসেম্বর ২০২২ সময় দিয়েছে। কিন্তু আমার এখন জরুরি ভিত্তিতে পাসপোর্ট দরকার। আমি ঐ আবেদনের সাথে কি বাকি টাকা সমন্বয় করতে পারবো? পারলে কিভাবে? কেউ জানলে আমাকে একটু তথ্য দিয়ে সহায়তা করুন, প্লিজ।

      1. আমার দুবাই প্রবাসী, এমপ্লয়ি ভিসা আছে এবং আমি ছুঠিতে দেশে আসতে চাই, আমার ফিরতি ফ্লাইটের সময়ে পাসপোর্টের মেয়াদ থাকবে ২০/২২ দিন।
        আমি কি ঐ পাসপোর্ট দিয়েই দেশ থেকে আসতে পারবো? নাকি আমাকে দেশ থেকে পাসপোর্ট রিনিউ করে আসতে হবে??

        অগ্রীম আন্তরিক ধন্যবাদ জানিয়ে রাখলাম; কারন আশাকরি সুনির্দিষ্ট ও সু-পরামর্শ পাব- ইন্শাআল্লাহ্!

        1. রিনিউ করতে হবে। মাস মেয়াদ থাকা অবশ্যক। প্রথমত, বিদেশ ঘুরতে গেলে প্রয়োজন হয় ছয় মাস মেয়াদসহ পাসপোর্ট এবং নির্দিষ্ট ভিসার। আগে থেকে পাসপোর্ট থাকলেও মহামারিকালের দুই বছর বিরতিতে অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যেতে পারে।

  6. আমার পাসপোর্ট আছে Mohammad আইডি কার্ডের আছে md এখন ই পাসপোর্ট দিবে বলিতেছ md দিয়ে ঐ যায়গায় Mohammad পেতে কি করা যায়

    1. পাসপোর্টের কপি যুক্ত করে অনলাইনে এনআইডি সংশোধন আবেদন করুন। ব্যাস কিছুদিনের মধ্যে সংশোধন হয়ে যাবে। পরবর্তীতে আইডি কার্ড ডাউনলোড করে নিলেই হল।

  7. আমার স্ত্রী জন্ম নিবন্ধন দিয়ে এম.আর.পি পাসপোর্ট করেছে, সেখানে স্থায়ী ঠিকানা হিসেবে আমার ঠিকানা দিয়েছে। পাসপোর্টটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের আগষ্ট মাসে।
    এখন ই-পাসপোর্ট করতে নাকি এন আই ডি কার্ড লাগবেই কিন্তু এন.আই.ডিতে তার বাবার বাড়ির ঠিকানা উল্লেখ আছে।
    এই ক্ষেত্রে কোন সমস্যায় পরবে কিনা। কিংবা আমাদের করনীয় কি জানালে কৃতজ্ঞ থাকবো।

    1. করতে পারবেন। প্রয়োজন ঠিকানা সংশোধনের আবেদন করবেন পরবর্তীতে ভয়ের কিছু নাই।

  8. ভাই আমার একটা ছোট ভাই ও প্রায় ৭/৮ বছর আগে পাসপোর্ট বানিয়েছিলো এখন ঐ টার মেয়াদ শেষ, ও চাইতেছে এখন ও নতুন ই পাসপোর্ট বানাবে কিন্তু ওর এনআইডি কার্ড যে নাম আছে আগের পাসপোর্টে ঐ নামে ভূল আছে ওর বাবার নাম ও সম্যাসা আছে, এখন নতুন পাসপোর্ট বানাতে কি করনীয় জানালে উপর্কীত হবো।

    1. নতুন পাসপোর্টের আবেদনের সময় অবশ্যই সংশোধনীগুলো দিতে হবে। ব্যাস। সংগে পুরাতন পাসপোর্টও জমা দিতে হবে।

  9. আমার পাসপাের্টে নাম আছে মোঃ এনামুল হক খান (লিটন) এনআইডিতে নাম আছে মোঃ এনামুল হক খান সুতরাং এই পাসপোর্ট নিয়ে ইন্ডিয়া যাতায়াত করা হচ্ছে কোন সমস্যা নাই। আমার প্রশ্ন অন্যকোন দেশে ভ্রমণের ক্ষেত্রে কোন সমস্যা হবে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *