Pay bill By Bkash । বিকাশে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম

Pay bill By Bkash । বিকাশে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম

বিকাশে বিদ্যুৎ বিল দেয়া খুব সহজ। ঘরে বসে সহজে বিদ্যুৎ বিল পরিশোধ করুন। আবার পাচ্ছেন ক্যাশ ব্যাক অফার। তাই জেনে নিন বিকাশে বিদ্যুৎ বিল পরিশোধ করার নিয়ম–Pay bill By Bkash

অ্যাপ দিয়ে যেভাবে পোস্টপেইড বিল বিকাশ করবেন– ১। বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে ‘পে বিল’ সিলেক্ট করুন। ২। বিদ্যুৎ ট্যাপ করে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সিলেক্ট করুন। ৩। বিলের সময়সীমা সিলেক্ট করুন এবং একাউন্ট নাম্বার দিন।  ৪। বিলের পরিমাণ দেখে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে ‘পে বিল’ সম্পন্ন করুন। ৫। অ্যাপে দেখে নিন বিলের ডিজিটাল রিসিট।

বিকাশ অ্যাপ থেকে এবং *247# ডায়াল করে বিল প্রদানের ক্ষেত্রে বিলারভেদে নির্দিষ্ট চার্জ প্রযোজ্য হবে। অ্যাপ দিয়ে যেভাবে প্রিপেইড বিল বিকাশ করবেন।  ১। বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে ‘পে বিল’ সিলেক্ট করুন। ২। বিদ্যুৎ ট্যাপ করে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান সিলেক্ট করুন। ৩। একাউন্ট নাম্বার এবং প্রয়োজনীয় তথ্য দিন। ৪। রিচার্জ এমাউন্ট দিয়ে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে ‘পে বিল’ সম্পন্ন করুন। ৫। অ্যাপে দেখে নিন বিলের ডিজিটাল রিসিট। ৬। প্রিপেইড মিটারের বিদ্যুৎ বিল দেয়ার পর কিছুক্ষণের মধ্যে প্রাপ্ত এসএমএস-এর মাধ্যমে আপনি একটি টোকেন নাম্বার পাবেন। (যদি আপনি উক্ত এসএমএস এর মাধ্যমে টোকেন নাম্বার না পেয়ে থাকেন, তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে মিটার নম্বর লিখে মেসেজ করুন 04445616247 নাম্বারে।

বিল টোকেন সংগ্রহ করুন- এই টোকেন নাম্বার আপনার বিদ্যুতের মিটারে প্রবেশ করালে, বিদ্যুৎ বিল দেয়া পুরোপুরি ভাবে সম্পন্ন হবে/মিটারে আপডেট হবে। দেশের যেখানেই থাকুন, ঘরে বসেই আপনার বিদ্যুৎ বিল বিকাশ করতে পারবেন নিশ্চিন্তে। লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই আর বিকাশ অ্যাপ থেকে বিদ্যুৎ বিল দিলেই বিলের রিসিট সরাসরি আপনার মোবাইলে পেয়ে যাবেন।

প্রিপেইড মিটার রিচার্জ করার নতুন নিয়ম/ বিদ্যুৎ বিল বিকাশ করা কতটা সিম্পল?

BPDB, BPDB (Sylhet), DPDC, Pallibidyut এর ক্ষেত্রে ১০০ টাকা। Desco ইউনিফাইড মিটার এর ক্ষেত্রে ৫০০ টাকা এবং এএমএস মিটারের ক্ষেত্রে ১০০ টাকা।

Pay bill By Bkash । বিকাশে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম

বিকাশে বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম

বিকাশে বিদ্যুৎ বিল দেয়ার নিয়ম । বাটন মোবাইলে কিভাবে বিদ্যুৎ বিল দেয়?

  • ডায়াল *২৪৭# সি‌লেক্ট: ৫ For PAY BILL
  • সি‌লেক্ট: ১ For ELECTRICITY
  • সি‌লেক্ট: ১ For PALLI BIDYUT
  • সিলেক্ট: ১ বিল যাচাই এর জন্য। আর সি‌লেক্ট: ২ বিল প‌রি‌শো‌ধের জন্য।
  • তারপর OK চাপুন।
  • বিল ১৩ সংখ্যার এসএমএস হিসাব নং দিন। (যেমন- ১০০৩০১ XXX XXXX)
  • তারপর OK চাপুন।
  • বি‌লের মা‌সের নাম। যেমন এপ্রিল ২০২৩ হ‌লে, ০৪২০২৩ ।
  • তারপর OK চাপুন।
  • তারপর আপনার বিকাশ পিন দিন।
  • তারপর OK চাপুন।

বিকাশ থেকে প্রিপেইড বিদ্যুৎ বিল দেওয়ার নিয়ম?

প্রথমে আপনি *২৪৭# ডায়াল করবেন। এরপর bkash মেনু চলে আসবে আপনি ৬ নাম্বরে থাকা Pay Bill এ ক্লিক করবেন। তারপর Electricity সিলেক্ট করুন। প্রিপেইড মিটার সিলেট করুন। আপনার ব্যবহারিত বিদ্যুৎ কোম্পানিটির নাম সিলেক্ট করুন। আপনার প্রিপেড কার্ডের নাম্বারটি বসান। টাকা বা এমাউন্ট সিলেক্ট ট্যাপ করুন।

প্রয়োজনে বিদ্যুৎ বিল পরিশোধের ভিডিও দেখুন: ভিডিও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *