pension.gov.bd – আগামী অর্থ বছর ২০২২-২৩ মিঃ এর ১লা জুলাই হতে বেসামরিক সরকারি কর্মচারীগণ বন বিভাগ, ডাক বিভাগ ও বৈদেশিক মিশন সমূহ ব্যতীত) www.pension.gov.bd ওয়েবসাইট হতে প্রত্যেকে নিজ নিজ জাতীয় পরিচয়পত্র ও তাদের নিজ নামে রেজিস্ট্রেশনকৃত মােবাইল নম্বর ব্যবহার করে নিজ ভবিষ্য তহবিল হিসাবের বিবরণী ও এর বিস্তারিত বিবরণী (GPF Slip ও GPF Subledger) ডাউনলােড করতে পারবেন।।

আগামী অর্থ বছর ২০২২.২৩ খ্রিঃ এর ১লা জুলাই হতে বেসামরিক সরকারি কর্মচারীগণ (বন বিভাগ, ডাক বিভাগ ও বৈদেশিক মিশন সমূহ ব্যতীত) যারা Self Drawing Officer তারা তাদের নিজে User ID ব্যবহার করে IBAS+System এর Report Menu অপশনে Pay Bill Menu এ মধ্য হতে GPF Slip ও GPF Subledger ডাউনলােড করতে পারবেন। অপরদিকে, Self Drawing ব্যতিত অন্যান্য কর্মচারীগণ সংশ্লিষ্ট অফিসের “আয়ন-বায়ন কর্মকর্তা (DD0) এর মাধ্যমে তাদের ভবিষ্য তহবিল হিসাবের বিবরণী ও এর বিস্তারিত নিৰৱণী (GPF slip ও GPF Subledger) ডাউনলােড করতে পারবেন।

আগামী অর্থ বছর ২০২২-২৩ খ্রিঃ এর ১লা জুলাই হতে এ কার্যালয়ের অধীনস্ত সকল হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের নিরীক্ষার আওতাধীন অফিসসমূহের কর্মরত কর্মকর্তা/কর্মচারীগণের ক্ষেত্রে বর্তমান প্রচলিত পদ্ধতিতে (ম্যানুয়ালী) কোন প্রকার ভবিষ্য তহবিল হিসাব বিবরণী পূর্বের ন্যায় ইস্যু করা হবে না। মোট কথা আগামী অর্থ বছরে ম্যানুয়ালী কোন জিপিএফ স্লিপ স্বাক্ষর করে দেওয়া হবে না।

pension.gov.bd / পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট ওয়েবসাইট

বর্তমান প্রচলিত পদ্ধতিতে (ম্যানুয়ালী) কোন প্রকার ভবিষ্য তহবিল হিসাব বিবরণী পূর্বের ন্যায় ইস্যু করা হবে না।

pension.gov.bd

Caption: GPF Slip related order from cafo or Download GPF from ibas++

অনলাইন হতে যে কেউ কিভাবে জিপিএফ স্লিপ ডাউনলোড করবেন?

  1. Goto www.pension.gov.bd from desktop or smartphone web browser
  2. GPF Information>Click Here
  3. NID/Smart ID (আইবাস++ এ ব্যবহৃত এনআইডি নম্বর)
  4. Phone NO ( ibas++ এ ইএফটিতে ব্যবহৃত মোবাইল নম্বর)
  5. Fiscal Year (সিলেক্ট করুন যে অর্থ বছরের জিপিএফ স্লিপ পেতে চান)
  6. Click Submit Button
  7. input Mobile OTP (Password From your mobile sms)
  8. Click Ok
  9. You are done

হিসাবরক্ষণ অফিস হতে কি স্বাক্ষরযুক্ত জিপিএফ স্লিপ দেবে না?

না –ডিডিও আইডি হতে এ বছর ২০২১-২০২২ অর্থ বছরের জিপিএফ জুলাই মাস হতেই পাওয়া যাবে। যদিও আমরা CAFOPFM ওয়েবসাইট হতেও সংগ্রহ করতে পারবো কিন্তু জিপিএফ অগ্রিম গ্রহনের ক্ষেত্রে আইবাস++ হতে যে জিপিএফ একাউন্টস স্লিপ পাওয়া যায় সেটি সংগ্রহ করতে পারবেন। আইবাস++ হতে ডাউনলোড বা প্রিন্ট করা কপি হিসাবরক্ষণ অফিসের স্বাক্ষর প্রয়োজন পড়বে না।

https://ibas2.xyz/%e0%a6%ad%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a4%e0%a6%b9%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ac-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a6%a3/