ফার্মেসি কোর্স অনলাইনে রেজিস্ট্রেশন ২০২৫ । ০৩ মাসের ফার্মেসি কোর্স করতে কত টাকা লাগে? - Technical Alamin
Latest News

ফার্মেসি কোর্স অনলাইনে রেজিস্ট্রেশন ২০২৫ । ০৩ মাসের ফার্মেসি কোর্স করতে কত টাকা লাগে?

বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের ভর্তি ফি ৫,০০০ টাকা। এই ফি অনলাইনে মোবাইল ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, শিওর ক্যাশ, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে জমা করা যায়–ফার্মেসি কোর্স অনলাইনে রেজিস্ট্রেশন ২০২৫

ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের মেয়াদ কত দিন? কোর্সের মেয়াদকাল তিন (০৩) মাস। নির্ধারিত মেয়াদকালে প্রতি সপ্তাহে কমপক্ষে দুই দিন ক্লাস হয়ে থাকে। কোর্স সফলভাবে সম্পন্ন করার পর পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। পরীক্ষায় উত্তীর্ণ হলে ফার্মেসি টেকনিশিয়ান (সি গ্রেড) হিসেবে নিবন্ধন/রেজিস্ট্রেশন করা যায়।

ফার্মা কোর্স করতে কত টাকা লাগে? ঔষুধ ব্যবসায়ের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিলের ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের ভর্তি অনলাইনে (Online) শুরু করা হয়েছে। অনলাইন (Online) আবেদনের ক্ষেত্রে কাউন্সিল কর্তৃক নির্ধারিত ফি ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অনলাইনে (Online) ডেভিট কার্ড, ক্রেডিট কার্ড (VISA, Master Card, Amex), মোবাইল ব্যাংকিং (bKash, রকেট, নগদ, mCash, AB, t-Cash, Wallet, শিওর ক্যাশ, Dmoney), ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে জমা করতে হবে। কাউন্সিল নির্ধারিত ফি প্রদানের ক্ষেত্রে অনলাইন চার্জ আবেদনকারীকে বহন করতে হবে। অনলাইন আবেদনের ক্ষেত্রে পে-অর্ডার/ডি.ডি গ্রহণযোগ্য নয়।

অনলাইনে (Online) আবেদনের পূর্বে আবেদনকারীকে আবেদনের নির্দেশিকাটি ভালো করে জেনে নিতে হবে এবং নির্দেশিকা অনুসারে অনলাইনে (Online) আবেদনপত্র পূরণ, সংশ্লিষ্ট কাগজপত্রাদি সংযুক্ত (Upload) ও নির্ধারিত ফি জমা করতে হবে। অন্যথায় আবেদনকারীর আবেদনটি বাতিল বলে বিবেচিত হবে এবং ফি অফেরতযোগ্য।

ফার্মেসি কোর্স অনলাইনে রেজিস্ট্রেশন ২০২৫ /ফার্মেসি কোর্স করে কি ঔষধ বিক্রি করা যায়?

হ্যাঁ, ফার্মেসি কোর্স করে ঔষধ বিক্রি করা যায়। তবে, বাংলাদেশে ঔষধ বিক্রি করার জন্য বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে নিবন্ধন করতে হয়। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রি নিতে হবে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন করতে হবে।তফসিল-৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

Caption: Apply Now

ফার্মেসি কোর্স ভর্তির যোগ্যতা ২০২৫ । এসএসসি পাশ হলেই কি ফার্মা কোর্স করা যায়?

  1.  আবেদনকারীকে এস.এস.সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  2.  আবেদনকারীর বয়সসীমা ১৭-৫০ বছরের মধ্যে হতে হবে।
  3. ড্রাগ লাইসেন্সধারী ফার্মেসির মালিক নিজে বা তাঁর ফার্মেসিতে কর্মরত এক বা একাধিক ব্যক্তি অনলাইনে (Online) আবেদনপত্র পূরণ, নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত (Upload) ও নির্ধারিত ফি জমা করতে হবে।
  4. এস.এস.সি/সমমানের সনদপত্রের সত্যায়িত কপি ।

জাতীয় পরিচয়পত্রও কি থাকতে হয়?

হ্যাঁ। সংশ্লিষ্ট ফার্মেসির ড্রাগ লাইসেন্সের সত্যায়িত কপি এবং মনোনীত ব্যক্তির ক্ষেত্রে ফার্মেসির নিজস্ব প্যাডে মালিক কর্তৃক প্রত্যয়নপত্র। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি লাগে। কোর্স ও পরীক্ষার ফি বাবদ সর্বমোট ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অনলাইনের (Online) মাধ্যমে জমা করতে হবে ।

ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনার সময়সূচী
সেশন সেপ্টেম্বর-নভেম্বরডিসেম্বর-ফেব্রুয়ারিক্লাস শুরুর সময়কাল সেপ্টেম্বর মাসের
প্রথম শুক্রবার ডিসেম্বর মাসের প্রথম শুক্রবার  
   

ফার্মাসিস্ট কি সব ঔষুধ বিক্রি করতে পারে?

রোগীদের ওষুধ কীভাবে ব্যবহার করবেন বা গ্রহণ করবেন, সে সম্পর্কে পরামর্শ দেওয়া। ওষুধের সঠিক মাত্রা এবং সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে পরামর্শ দেওয়া। প্রেসক্রিপশনের ওষুধ বিতরণ করা। ঔষধ বিক্রির নিয়ম হলো প্রেসক্রিপশন ছাড়া Over the Counter Drugs (OTC) ব্যতীত এন্টিবায়োটিকসহ অন্য কোন ঔষধ বিক্রি করা যাবে না। মেয়াদ উত্তীর্ণ ঔষধ মওজুদ/সংরক্ষণ করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *