প্রাথমিক সরকারি বৃত্তি পরীক্ষা ২০২৫ । বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর ৪০% পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে?
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার ফিরছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা। ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালুর পর এই ঐতিহ্যবাহী বৃত্তি পরীক্ষাটি বন্ধ হয়ে গিয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে শিক্ষার্থীদের মেধা যাচাই ও উৎসাহিত করতে এ বছর থেকেই পুনরায় এই পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।- প্রাথমিক সরকারি বৃত্তি পরীক্ষা ২০২৫
প্রাথমিকের বৃত্তি পরীক্ষা কবে হবে? প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ সালের **২১, ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর** এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।প্রতিটি বিষয়ের পরীক্ষার জন্য **২ ঘণ্টা ৩০ মিনিট** সময় বরাদ্দ থাকবে। মোট ৪টি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের পূর্ণমান থাকবে ১০০।
- * **বাংলা:** ১০০ নম্বর
- * **ইংরেজি:** ১০০ নম্বর
- * **প্রাথমিক গণিত:** ১০০ নম্বর
- * **বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান (সমন্বিত):** ১০০ নম্বর (উভয় অংশ থেকে ৫০% করে প্রশ্ন থাকবে)।
কারা অংশ নিতে পারবে? সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়। পিটিআই (প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট) সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া কি? প্রতিটি বিদ্যালয় থেকে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত সর্বোচ্চ **৪০ শতাংশ** শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে। মেধা যাচাই:** এটি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানের একটি সঠিক মূল্যায়ন এবং মেধা যাচাইয়ের নির্ভরযোগ্য মাধ্যম।প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি:** শৈশব থেকেই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে সাহায্য করে। পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীরা মাসিক হারে সরকারি বৃত্তি পাবে, যা তাদের পড়াশোনার খরচ চালাতে সহায়ক হবে।
প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বৃত্তি পরীক্ষা ২০২৫ / অন্য শ্রেনীতে কি এটি অনুষ্ঠিত হবে না?
ভর্তিতে অগ্রাধিকার পাবে কে? বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাধ্যমিক পর্যায়ে ভর্তির ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পেতে পারে। দীর্ঘদিন পর এই পরীক্ষা পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। আসুন, আমাদের সন্তানদের সঠিক প্রস্তুতির মাধ্যমে এই সুযোগকে কাজে লাগাতে উৎসাহিত করি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে দিই।
Caption: Circulars about Education Scholarship 2022
সরকারি শিক্ষা বৃত্তি ২০২৫ । প্রতি মাসে কত টাকা বৃত্তি পাওয়া যায়?
- একজন ছাত্র/ছাত্র ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত হলে প্রতিমাসে ৩০০ টাকা বৃত্তি পেয়ে থাকেন।
- সাধারণ বৃত্তি প্রাপ্ত একজন শিক্ষার্থী প্রতি মাসে ২২৫ টাকা করে বৃত্তি পায়৷
- প্রাথমিক সমাপনীর বৃত্তিপ্রাপ্তরা অষ্টম শ্রেণি পর্যন্ত এই বৃত্তি পায় অর্থাৎ তিন বছর এ বৃত্তি পেয়ে থাকেন। প্রতি বছর ৩০০ টাকা হারে ৩৬০০ টাকা এবং ৩ বছরে ১০,৮০০ টাকা বৃত্তি পায়।
- অন্য দিকে সাধারণ বৃত্তিতে ২২৫ টাকা হারে প্রতি বছরে ২৭০০ টাকা এবং ৩ বছরে ৮১০০ টাকা মোট বৃত্তি প্রাপ্তি হয়।
সবাই কি বৃত্তির জন্য বসতে পারবে?
না। দেশের প্রতিটি স্কুলের পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ৪০ শতাংশ প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে৷ আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা না হলেও কিন্তু আগামী ৮ ডিসেম্বর থেকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা শুরু হবে৷ শ্রেণিকক্ষ ও বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ভিত্তিতে মেধা যাচাইয়ে এগিয়ে থাকা ৪০ শতাংশ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে৷
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, সরকারি প্রাথমিকের মতো দেশের সব ইবতেদায়ি মাদ্রাসায়ও আবার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ: ২১, ২২, ২৩, ২৪ ও ২৮ ডিসেম্বর ২০২৫কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ আরবি (প্রথম ও দ্বিতীয় পত্র) বাংলা, ইংরেজি গণিত ও বিজ্ঞান। সুবিধা: উত্তীর্ণরা মাসিক বৃত্তি ও মাধ্যমিকে ভর্তিতে অগ্রাধিকার পাবে। 🎯 অংশগ্রহণ: সর্বোচ্চ ৪০% শিক্ষার্থী। ✏️ বিস্তারিত সিলেবাস ও মানবণ্টন শিগগিরই প্রকাশ করবে মাদ্রাসা শিক্ষা বোর্ড।