প্রাইজবন্ড ড্র ২০২৫ । Prize Bond Draw result in Bangladesh
১০০/- (একশত) টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডের ১১৪তম ‘ড্র’-এর ফলাফল। অদ্য বুধবার, ২০২৪ তারিখে ১০০/- (একশত) টাকা মূল্যমান বাংলাদেশ প্রাইজবন্ডের ১১৩তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়। আজই আপনার প্রাইজবন্ডের নম্বরগুলো মিলিয়ে দেখে নিন-প্রাইজবন্ড ড্র ২০২৫
একক সাধারণ পদ্ধতিতে (অর্থাৎ প্রত্যেক সিরিজের জন্য একই নম্বর) এই ‘ড্র’ পরিচালিত হয় এবং বর্তমানে প্রচলনযোগ্য ১০০/- (একশত) টাকা মূল্যমানের ৮২ (বিরাশি)টি সিরিজ যথা- কক, কখ, কগ, কঘ, কঙ, কচ, কছ, কজ, কঝ, কঞ, কট, কঠ, কড, কঢ, কথ, কদ, কন, কপ, কফ, কব, কম, কল, কশ, কষ, কস, কহ, খক, খখ, খগ, খঘ, খঙ, খচ, খছ, খজ, খঝ, খঞ, খট, খঠ, খড, খঢ, খথ, খদ, খন, খপ, খফ, খব, খম, খল, খশ, খম, খস, খহ, গক, গখ, গগ, গঘ, ঙ, চ, গছ, গজ, ঝ, ঞ, গট, গঠ, গড, গঢ়, গথ, গদ, গন, পক্ষ, গব গম, গল, গশ, গষ, গপ, গস, গহ, ঘক ঘখ, ঘগ এবং ঘঘ এই ‘ড্র’-এর আওতাভুক্ত।
উপর্যুক্ত সিরিজ সমূহের অন্তর্ভুক্ত ৪৬ (ছেচল্লিশ)টি সাধারণ সংখ্যা পুরস্কারের যোগ্য বলিয়া ঘোষিত হয় এবং নিম্নবর্ণিত সংখ্যার প্রাইজবন্ডগুলি সাধারণভাবে প্রত্যেক সিরিজের ক্ষেত্রে পুরস্কারের যোগ্য বলিয়া বিবেচিত হয়।
উদাহরণস্বরূপ: প্রাইজবন্ডের যে সংখ্যা প্রথম পুরস্কারের জন্য ঘোষিত হইয়াছে, সেই সংখ্যার প্রাইজবন্ড উল্লিখিত প্রতিটি সিরিজের প্রথম পুরস্কারের যোগ্য বলিয়া বিবেচিত হইবে। অনুরূপভাবে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাও তাহাদের মান অনুযায়ী প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কার পাওয়ার যোগ্য। উল্লেখ্য, ‘ড্র’-এর নির্ধারিত তারিখ হইতে ৬০ (ষাট) দিন পূর্বে (বিক্রয়ের তারিখ ধরিয়া এবং ‘ড্র’-এর তারিখ বাদ দিয়া) যে সমস্ত প্রাইজবন্ড বিক্রয় হইয়াছে, সেইগুলি এই ‘ড্র’-এর আওতায় আসিবে। প্রসঙ্গত, আয়কর অধ্যাদেশ-১৯৮৪-এর ৫৫ ধারার নির্দেশনা অনুযায়ী ১ জুলাই, ১৯৯৯ হইতে প্রাইজবন্ড পুরস্কারের অর্থ হইতে ২০% হারে উৎসে কর কর্তন করিবার বিধান রহিয়াছে।
Search Prizewinning bond numbers | ||
You can search single or multiple numbers at a time. For single number please type the number only (not series) and then click search button. | For multiple numbers, If you have numbers serially, then you can search all your numbers by simply typing as: 1st number ~ last number. e.g. 0012345~0012349 | |
Or if you have multiple prizebonds which are not organised serially, then you have to type all numbers separated by comma(,) e.g. 0030401, 0123901, 1234708. |
| |
Prize bond draw 2022
Pingback: Prize Bond Result Checker 2023 । প্রতিবার প্রাইজবন্ড ড্র হলেই ফলাফল চেক ফ্রিতে! - Technical Alamin
Pingback: প্রাচুর্য অটোমেটেড চেকিং সিস্টেম ২০২৪ । প্রাইজবন্ড আমার, ফলাফল মিলিয়ে দেওয়ার দায়িত্ব কেউ নি