salary increment table । এ বছর বার্ষিক ইনক্রিমেন্ট কত টাকা দেখে নিন
Employee was excited before budget execution about pay scale – salary increment table– Annual increment
Government staff salary increment – Government Pay Scale increment table is defined to raise salary every year– Good or better or best performance will get same increment every year, If you are not accused of any crime or case is continued, you will get increment like best awarded employee.
সরকারি কর্মচারীগণ প্রতি বছর ১ জুলাই বেতন বৃদ্ধি পেয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় ৩০ জুন এরপর রাত ১২ টার পর ১লা জুলাই শুরু হয়। অনলাইনে পে ফিক্সেশন ওয়েবসাইটের মাধ্যমে অটোমেটিক বার্ষিক বেতন বৃদ্ধি হয়ে থাকে। পূর্ব নির্ধারিত ধাপের ভিত্তিতে ৫% হারে বা মূল বেতন বা স্কেল অনুসারে সাজানো স্টেজ অনুসারে বার্ষিক বেতন বৃদ্ধি হয়ে থাকে। রাত ১২ টার পর অনলাইনে অটোমেটিক ইনক্রিমেন্ট লেগে গেছে।
শুধুমাত্র যাদের নামে বিভাগীয় মামলা রয়েছে এবং যারা বিনা বেতনে ছুটি কাটাচ্ছেন তাদের বেতন বৃদ্ধি হইবে না। অন্যান্য সরকারি কর্মকর্তা ও কর্মচারী যারা ইনঅ্যাকটিভ বা একটিভ তাদের সবারই বেতন বৃদ্ধি হবে একই তারিখে। আপনি সারা বছর যদি কোন কাজ নাও করে থাকেন বা এসিআর এ সর্বনিম্ন স্কোর করে থাকেন তবুও আপনার একই হারে বেতন বৃদ্ধি পাবে।
Increment table of pay Scale 2015 / Annual Increment of government employee 2022
Officer increment 1-9 Grade which is at high rate of Pay Scale Stage difference / Staff will be raised by 5% increment but in low rate of salary payment
Caption: Salary increment Table 2015 / Pay Scale 2015 which is application for 2022
বার্ষিক বেতন বৃদ্ধির চার্ট বা তালিকা ৫% হারে সাজানো টেবিল
কিভাবে দেখবো বর্তমান মূল বেতন কত?
বর্তমান মূল বেতন দেখার নিয়ম –খুব সহজেই আপনি আপনার মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে অনলাইন হতে ইনক্রিমেন্ট দেখে নিতে পারেন। এজন্য আপনার এনআইডি নম্বর এবং ভেরিফিকেশন নম্বর প্রয়োজন পড়বে। আবশ্যিক ভাবে আপনার পে ফিক্সেশনে ব্যবহৃত মোবাইল নম্বরটি একটিভ থাকতে হবে। সহজ স্টেপ: Go to Pay Fixation > পরবর্তী ধাপ>আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি তে টিক দিতে হবে>পরবর্তী>ইনক্রিমেন্ট>হ্যাঁ>বেসামরিক>NID Number, Verification No., Capcha Entry> Login> OK > Verification Code> 5352> Validate> ইনক্রিমেন্ট তারিখ সিলেক্ট> Click GO>Increment Sheet>Go bellow to See Basic.
জাতীয় বেতন স্কেল ২০০৯ বনাম জাতীয় বেতন স্কেল ২০১৫?
বার্ষিক বেতন বৃদ্ধির তালিকা প্রিন্ট কপি সংরক্ষণ করুন।
বি:দ্র: বার্ষিক বেতন বৃদ্ধির পাওয়া সাথে সাথে যারা সরকারি বাসায় বসবাস করেন না তাদের বাড়িভাড়াও বৃদ্ধি পাবেন। কারও বেতন বৃ্দ্ধি ৭০০ টাকা হলে আরও ৩০০ টাকা বাসা ভাড়া বা বাড়ি ভাড়া ভাতাও বৃদ্ধি পাবে।
Nice
you are welcome
Pingback: গোপনীয় অনুবেদন ফরম (১৭-২০ গ্রেড) ২০২৪ । প্রযোজ্য অংশ কর্মচারী কর্তৃক স্বহস্তে পূরণ করতে হবে? - Technical Al