Pension । মাসিক পেনশন । শর্তসাপেক্ষে ৫-২৪ বছর পর্যন্ত চাকরি হলেই পেনশনে যাওয়া যাবে

SEIP ট্রেনিং কোর্স ২০২৩ । টিটিসিতে সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

দেশের বিভিন্ন টিটিসিতে প্রশিক্ষণ কোর্স ২০২৩ এ ভর্তি শুরু হচ্ছে – মে টু আগস্ট কোর্সে ভর্তির জন্য আপনার নিকটস্থ প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করুন – SEIP ট্রেনিং কোর্স ২০২৩

SEIP ট্রেনিং কোর্স ২০২৩– জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগর জালফৈ, টাঙ্গাইল-এ হাতে-কলমে কারিগরি শিক্ষা প্রদান ও আত্ম- কর্মসংস্থানের লক্ষ্যে ০৪ (চার) মাস মেয়াদি Skills for Employment Investment Program (SEIP) প্রকল্পের অর্থায়নে পরিচালিত (বেলা ১২:০০ ঘটিকা হতে) নিম্নবর্ণিত ছকে উল্লিখিত কোর্সে মে-আগষ্ট/২০২৩ইং সেশনে প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে। ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণার্থীগণকে নির্ধারিত তারিখের পূর্বে কেন্দ্রের প্রশিক্ষণ শাখা/টিটিসির ওয়েব সাইট হতে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতঃ স্ব-হস্তে পূরণপূর্বক অফিস চলাকালীন সময়ে অত্র কেন্দ্রে জমা দিতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ ২০২৩। প্রশিক্ষণ ভাতা ৪৫০০ টাকা

বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে আমাদের বিশাল যুবসমাজকে উন্নয়ন ও প্রবৃদ্ধির মূল চালিকাশক্তির ভূমিকায় অবতীর্ণ করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই যুব ‍উন্নয়ন অধিদপ্তর দেশব্যাপী কর্মপ্রত্যাশী যুবক ও যুবনারীদের জন্য SDG এর লক্ষ্যমাত্রা ৮.৬ অনুযায়ী বিভিন্ন ধরণের কর্মমূখী প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। যুব উন্নয়ন অধিদপ্তর শুরু থেকে জুন, ২০২২ পর্যন্ত মোট ৬৭,৬৫,০৪৯ জন যুবকে প্রশিক্ষণ প্রদান করেছে। তন্মধ্যে ডিসেম্বর, ২০২১ পর্যন্ত ২৩,০২,২৯৬ জন আত্মকর্মী হয়েছে। যাদের মাসিক আয়সীমা ৪৫০০/- থেকে ১,০০,০০০/- পর্যন্ত। ৮ম পঞ্চবার্ষিকী (২০২০-২০২১ হতে ২০২৪-২০২৫ পর্যন্ত) অনুযায়ী প্রশিক্ষণ লক্ষ্যমাত্রা ১৯,২৫,০০০ জন। ২০২২-২৩ অর্থ বছরে প্রশিক্ষণ লক্ষ্যমাত্রা-২,৭৪,১২২ জন

কোর্স করতে কত টুকু শিক্ষা প্রয়োজন হবে? – বাংলাদেশে ৬০ হাজারেরও অধিক বেকার যুবক রয়েছে। অষ্টম শ্রেনী হতে স্নাতক পাশ করেও কোর্সগুলো করা যাবে। আপনার মূল্যবান সময় হেলায় ব্যয় বা অতিবাহিত না করে আপনি কোর্স করে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারেন। কোন দক্ষতাই হেলাফেলা নয়, জীবনের বিভিন্ন পর্যায়ে কাজে আসবেই। যুব উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সমূহ ২০২২ । ২০২২-২৩ অর্থ বছরে প্রশিক্ষণ লক্ষ্যমাত্রা-২,৭৪,১২২ জন

প্রশিক্ষণ শেষে কি ভাতা পাওয়া যাবে? হ্যাঁ যাবে।  প্ৰশিক্ষণ শেষে BTEB কর্তৃক সনদপত্র প্রদানসহ সংশ্লিষ্ট শিল্পে চাকরির জন্য সহযোগীতা প্রদান করা হবে। অন্য কোন প্রতিষ্ঠানে অধ্যায়নরত/প্রশিক্ষণরত বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এ কোর্সের আওতায় প্রশিক্ষণ প্রদান করা হবে না। এতিম, দরিদ্র ও সুবিধাবঞ্চিত অনগ্রসরদের বিশেষ বৃত্তি প্রাপ্তির লক্ষ্যে নিজ এলাকার চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক পারিবারিক আয় সংক্রান্ত সনদ জমা দিতে
হবে।

SEIP ট্রেনিং কোর্স ২০২৩ । সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি । কোর্স করতে কোন ফি দিতে হবে না

SEIP প্রজেক্ট কোর্স চলাকালীন টিএ প্রদান করা হয়।

SEIP ট্রেনিং কোর্স ২০২৩ । সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

Caption: SEIP Project Circular 2023 Download

এসইআইপি প্রশিক্ষণ কোর্স ভর্তির নিয়মাবলী ও শর্তসমূহ ২০২২

  • ভর্তি ফরম বিতরণ ও জমাদানের শেষ তারিখ : ০২/০৪/২০২৩ইং তারিখ হতে ২৫/০৪/২০২৩ইং তারিখ পর্যন্ত 1
  • ভর্তি পরীক্ষার তারিখ : ২৬/০৪/২০২৩ইং তারিখ : সকাল ০৯:০০ ঘটিকায়
  • ফলাফল প্রকাশ ঃ ২৬/০৪/২০২২ইং তারিখ বিকাল ০৫:০০ ঘটিকায়।
  • ভর্তি (মেধাক্রম অনুসারে) : ২৭/০৪/২০২৩ইং ভর্তি (অপেক্ষামান তালিকা হতে) : ৩০/০৪/২০২৩ইং তারিখ । 1
  • ক্লাশ শুরুর তারিখ ঃ ০২/০৫/২০১৩ইং তারিখ

SEIP কোর্সে ভর্তি হলে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে?

শিক্ষাগত যোগ্যতা সনদপত্র (সত্যায়িত) লাগবে। জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।চেয়ারম্যান/পৌরসভা কর্তৃক নাগরিকত্ব সনদ সংগ্রহ করতে হবে। পাসপোর্ট সাইজ ছবি ২ কপি (সত্যায়িত) জমা দিতে হবে। মুক্তিযোদ্ধা/এতিম/শারীরিক প্রতিবন্ধী সনদপত্রের সত্যায়িত অনুলিপি (প্রযোজ্য ক্ষেত্রে) প্রয়োজন পড়বে।

শুধুমাত্র স্বল্প শিক্ষিত, এতিম, দরিদ্র ও সুবিধাবঞ্চিত অনগ্রসর ও শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন শ্রেণির যুব/যুব মহিলাদের ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে এবং প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট শিল্পে চাকরি/কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রশিক্ষণ ব্যয় সরকার বহন করবে। প্রত্যেক আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই NTVQF Level Assessment সম্পন্ন করতে হবে।

পলিসি এনালাইসিস শীর্ষক SEIP প্রশিক্ষণ কোর্স ২০২৩ । যাতায়াত ভাতা বাবদ প্রতিদিন ৬০০ টাকা

2 comments

  1. এতিম ও অসহায় আমি।
    নাম – মো: আবু হানিফ
    গ্রাম: রহিমার পাড়া,উনিয়ন :নেপাতলী, ডাকঘর : নাড়ুয়ামালা উপজেলা :গাবতলি, জেলা বগুড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *