SNU Korea Scholarship 2023 । কোরিয়া কর্তৃক বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করা হবে - Technical Alamin
শিক্ষা ও উপবৃত্তি ২০২৫

SNU Korea Scholarship 2023 । কোরিয়া কর্তৃক বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করা হবে

কোরিয়ার Seoul National University (SNU) কর্তৃক বিদেশী শিক্ষার্থীদের জন্য ২০২৩ অর্থবছরে বৃত্তি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে– SNU Korea Scholarship 2023

কোরিয়া শিক্ষা বৃত্তি ২০২৩ – কোরিয়ার Seoul National University (SNU) কর্তৃক বিদেশী শিক্ষার্থীদের জন্য ২০২৩ অর্থবছরে বৃত্তি প্রদানের ঘোষণা করেছে। আগ্রহী প্রার্থীরা সংযুক্ত তথ্যের ভিত্তিতে অনলাইনে আবেদন করতে পারবে। উক্ত বৃত্তির জন্য আগ্রহী প্রার্থীদের সরাসরি আবেদনের লক্ষ্যে বৃত্তি সংক্রান্ত প্রাপ্ত তথ্যাদি এসাথে সংযুক্ত করা হয়ে এবং প্রদত্ত শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তিটি সংযুক্ত তথ্যাদিসহ বহুল প্রচারের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে । ফরম ডাউনলোড করুন

Last date of Application? The undersigned is directed to inform that Seoul National University (SNU). Republic of Korea has recently announced its SNU President Fellowship (SPF) Award for the Fall 2023 semester and has invited qualified candidates to apply for the scholarship (an application form and a brochure in this regard are enclosed). The online application period for the Fall 2023 semester is: 02 March-08 March, 2023, 17:00 KST. বৃত্তির জন্য প্রাথমিক আবেদন করতে হবে অনলাইনে এই ঠিকানায় en.snu.ac.kr/admission

Seoul National University (SNU) is a national research university located in Seoul, South Korea. It was founded in 1946 and is considered one of the top universities in South Korea and Asia. SNU offers undergraduate, graduate, and doctoral programs across a wide range of fields including the humanities, social sciences, natural sciences, engineering, medicine, and law. আবেদন শেষ: ৮ মার্চ ২০২৩, বিকেল ৫টা

SNU has a highly selective admissions process and is known for its competitive and rigorous academic programs. It has produced numerous notable alumni including former South Korean presidents, business leaders, and scholars. SNU has also established partnerships with universities around the world and is involved in various international research collaborations and exchange programs. আরও বিস্তারিত জানতে ফেসবুক গ্রুপে জয়েন করুন

আবেদন অবশ্যই অ্যাম্বাসির মাধ্যমে করতে হবে / শিক্ষাবৃত্তি বা স্কলারশীপ পেতে আজই আবেদন করুন

সিউল জাতীয় বিশ্ববিদ্যালয় দক্ষিণ কোরিয়ার সউল শহরে অবস্থিত একটি জাতীয় বিশ্ববিদ্যালয় ও গবেষণা ইন্সটিটিউট। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই বিশ্ববিদ্যালয় ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত। মোট তিনটি ক্যাম্পস নিয়ে গঠিত এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো গোয়ানাক, দেহাংনো এবং পিয়ংছাং এলাকায় অবস্থিত।oia.snu.ac.kr এই লিংকেও পাবেন প্রয়োজনীয় ফরমগুলো।

কোরিয়ার Seoul National University (SNU) কর্তৃক বিদেশী শিক্ষার্থীদের জন্য ২০২৩ অর্থবছরে বৃত্তি সংক্রান্ত।

Caption: Download All detail with form

পিএইচডি- কোরিয়া শিক্ষাবৃত্তি ২০২৩। অনলাইনেই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন

  1. এটি ব্যাচেলর বা মাস্টার এর জন্য নয়।
  2. পিএইচডি করতে যেতে পারবেন।
  3. ৬ সেমিস্টারের পুরো টিউশন ফি|
  4. প্রতি মাসে প্রায় ১,২২,০০০ থেকে ১,৬২,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড। ৩-৪ বছরের জন্য প্রতি মাসে দেওয়া হবে এই টাকা।
  5. কোরিয়া থেকে নিজ দেশে আসা-যাওয়ার রাউন্ড ট্রিপ বিমান টিকিট।
  6. কোরিয়ান ভাষা শিক্ষার প্রশিক্ষণ।
  7. স্বাস্থ্য বিমা।
  8. চাইল্ড কেয়ার সাপোর্ট (অবস্থা অনুযায়ী)।

SNU ছাড়া কি অন্য কোন বৃত্তি কোরিয়া প্রদান করে থাকে?

কোরিয়ার সরকার বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি প্রদান করে থাকে। বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও, কোরিয়া সরকার বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য ভরসা স্কলারশিপ (Trust Scholarship) নামে একটি বৃত্তি প্রদান করে থাকে। এই স্কলারশিপের মাধ্যমে কোরিয়ান সরকার বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা প্রদানের জন্য সাহায্য করে। এছাড়ায়, কোরিয়া একাডেমি এবং কোরিয়ান ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (KAIST) এই ধরনের বৃত্তি প্রদান করে থাকে। বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপের জন্য আবেদন করা যেতে পারে। সবচেয়ে বিশ্বস্ত ও প্রচলিত বৃত্তি হল ‘কোরিয়া স্টুডেন্ট আইডিয়া অ্যাওয়ার্ড’ (Korea Student Idea Award)। এই প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়।

স্কলারশিপ নিয়ে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে ( SNU ) পদ্ধতি ও নিয়ম সংক্রান্ত ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *