সোনালী ব্যাংক শিক্ষা বৃত্তি ২০২৫ । এসএসসি পাশকৃতদের এককালীন ১০ হাজার টাকা দিবে ব্যাংক?
সোনালী ব্যাংক পিএলসি থেকে ২০২৪ সালের শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। দেশের দরিদ্র মেধাবী, অনগ্রসর ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে এই শিক্ষাবৃত্তি দেওয়া হবে। যারা ২০২৪ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা বর্তমানে এইচএসসি বা সমমান পরীক্ষায় অধ্যয়নরত, তারা আবেদন করতে পারবেন।
কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে? বৃত্তি পাওয়ার জন্য নির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করা হয়েছে। পিসিএসসি বা সমমান পর্যায়ের মেধাভিত্তিক কোটা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানদের জন্য পৃথক জিপিএ ক্রাইটেরিয়া রয়েছে। শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্যও পৃথক ন্যূনতম জিপিএ নির্ধারণ করা হয়েছে। বৃ্ত্তির পরিমাণ এককালীন ১০,০০০ টাকা নির্ধারিত হয়েছে। আবেদন শুরু হবে ২১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১০ অক্টোবর ২০২৫ পর্যন্ত। আবেদন সম্পূর্ণ অনলাইনে সোনালী ব্যাংকের ওয়েবসাইটে (www.sonalibank.com.bd/csr) দেওয়া Online Application Form পূরণ করে করতে হবে।
আবেদনকারীদের নির্দিষ্ট কাগজপত্র জমা দিতে হবে, যার মধ্যে প্রধান হলো:
- স্বাক্ষরিত Online Application Form
- বর্তমান অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃপক্ষের অনুকুল অধ্যয়ন সনদ
- জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি
- অভিভাবকের আয় সম্পর্কিত মাসিক প্রত্যয়নপত্র
- মুক্তিযোদ্ধা সংক্রান্ত স্বীকৃতি সনদ
- অন্যান্য প্রাসঙ্গিক সনদাদি
- অসংকুল আবেদন বাতিল বলে গণ্য হবে।
সোনালী ব্যাংক শিক্ষাবৃত্তি দেশের মেধাবী ও প্রান্তিক শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর একটি বড় সুযোগ। আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত আবেদন করার অনুরোধ করা হয়েছে।
সোনালী ব্যাংক কেন শিক্ষা সহায়তা দেয়? – সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশে দরিদ্র শিক্ষার্থী, অসচ্ছল মুক্তিযোদ্ধা মেধাবী পুত্র-কন্যা /তদীয় পত্র-কন্যা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দিয়ে থাকে। এইচ.এস.সি পরীক্ষাদের এ শিক্ষা বৃত্তি প্রদান করা হবে। কত জন এবং কত টাকা দেওয়া হবে এ বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি। তবে অতীত অভিজ্ঞতা থেকে বলা যায় যে, শিক্ষা বৃত্তির হার ১০,০০০ টাকা হবে। আবেদন করতে হলে প্রথম যোগ্যতা হিসাবে জিপিএ ৫ পেতে হবে।
শিক্ষা বৃত্তির সার্কুলার ২০২৫ । এসএসসি বা এইচ.এসসি বৃত্তি পাওয়া যাবে ব্যাংক থেকে?
সোনালী ব্যাংক গত শিক্ষাবর্ষে (২০২৪) এসএসসি পাশকৃতদের জন্য এককালীন ১০,০০০ টাকা এককালীন আর্থিক সহায়তা প্রদান করেছিল, তবে এটি ২০২৫ সালের জন্য এখনও নিশ্চিত করা হয়নি এবং এর জন্য নতুন বিজ্ঞপ্তি প্রয়োজন। আপনি যদি ২০২৪ সালে এসএসসি পাশ করে থাকেন এবং বর্তমানে এইচএসসি বা স্নাতকে অধ্যয়নরত থাকেন, তাহলে আপনি এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদন শুরু হবে ২১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ১০ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনলাইনে দরখাস্ত আহবান করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: www.sonalibank.com.bd/csr
কোথায় আবেদন করতে হবে? / কিভাবে আবেদন করতে হবে?
www.sonalibank.com.bd/csr এই ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
Caption: Sonali Bank Stipend Application online till 18/03/2022
যে সকল শর্ত পূরণ শিক্ষা বৃত্তি
- ২০২৪ সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাধারণ শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে জিপিএ ৫.০০ এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৩.৫০ জিপিএ পেতে হবে।
- অভিভাবকের মাসিক আয় ১৫০০০ টাকার বেশি হওয়া যাবে না।
- আর্থিক ভাবে সচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদন করা প্রয়োজন নেই।
- অনুদানের পরিমাণ হবে ১০ হাজার টাকা।
কি কি কাগজপত্র লাগবে শিক্ষা বৃত্তির আবেদন করতে?
শিক্ষা বৃত্তি ২০২৪ – বর্তমানে অধ্যয়নত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান /বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়ন পত্র। একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা সনদ। নাগরিক সনদ। ইউনিয়ন পরিষদ কর্তৃক অভিভাবকের মাসিক আয় প্রত্যয়ণ পত্র। মুক্তিযোদ্ধা সংশ্লিষ্টদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সনদ। প্রতিবন্ধী হলে প্রতিবন্ধী সনদ।
তথ্য সূত্র: ডাউনলোড
I agree
আমি দরিদ্র পরিবারের একজন মেধাবী শিক্ষার্থী আমি কি শিক্ষা বৃত্তি পাবো😪
অবশ্যই পর্যাপ্ত ডকুমেন্ট যুক্ত করলে পাবেন।
prvo na keno
keno
ফর্ম ফিলাপ করুন।
Can students of ssc 2021 or hsc 2023 apply of the stipend??
অবশ্যই
Nagod 01646909504
অবশ্যই পারব
স্যার আমি কালস 10 পরি আমি কি পাবো আবেদন করতে
01944162072
না।
করুন।
কখন জানানো হবে যে আমি পাবো??
ওয়েবসাইটে যারা পাবেন তাদের তালিকা প্রকাশ করা হবে।
Dear Sir, কখন জানানো হবে যে আমি পাবো??
আবেদনের শেষ তারিখের ১৫ দিনের মধ্যেই
Kivabe bujbo je ami peyechi??
রেজাল্ট এই ওয়েবসাইটেই প্রকাশ করা হবে।
Amar university ar roll Jana nai so ditay pari nai ata ki Kno problem hobay?
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক তথ্য আবশ্যিক ভাবে দিতে হবে। তবে অসম্পর্ন তথ্য না দেওয়াই ভাল।
Ami ja number deia apply korsi,oi number a nagad nai.Ata ki problem hoba?
না। নগদ খুলে নিবেন।
যারা এসএসসি এবারের ২.১১পাইছে তারা আবেদন করতে পারবে স্যাল
না স্যার। জিপিএ ৫ লাগবে।
Jara 2019 a ssc disa tara paba
আবেদন করুন।
prvo na keno
keno
সংযুক্তি ডাউনলোড করে দেখুন
জনাব,
আপনি তো উপরোক্ত কমেন্টে লিখেছিলেন ,15 দিনের মধ্যে রেজাল্ট জানানো হবে, যে কারা কারা শিক্ষা বৃত্তি পেয়েছে ।আজ 17 দিনের মত হয়ে গেল কোন তারিখে পাবলিশ করবেন যদি জানাতেন।।।।
কর্তৃপক্ষের টেলিফোনিক বক্তব্য ছিল ১৫ দিনের মধ্যে রেজাল্ট হবে। অনুগ্রহ করে অপেক্ষা করুন। এখনও কোন নতুন তথ্য পাওয়া যায়নি।