সোনালী ব্যাংক ব্যক্তিগত ঋণের পরিপত্র ২০২২

Sonali Bank Personal Loan 2024 । সোনালী ব্যাংক ব্যক্তিগত ঋণ ৯৬ কিস্তিতে ২০ লক্ষ টাকা

Sonali Bank Personal Loan Ceiling upgrade – মেয়াদ ৫ বছর হতে ৮ বছরে উন্নীত – Loan up to 20 Lac

সোনালী ব্যাংক পার্সোনাল লোন – ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋন নেয়া যাবে – যা ৯৬ কিস্তিতে ৮ বছর ধরে পরিশোধ করা যাবে। তবে এ ঋণ কি পরিমাণ পাবেন তা নির্ভর করবে বেসিক বেতনের উপর-কোন ভাবেই কিস্তির পরিমাণ মূল বেতন অতিক্রম করবে না।

ব্যাংকের বিদ্যমান পার্সোনাল লােনের অন্যান্য শর্ত অপরিবর্তিত রেখে নিয়ে বর্ণিত মাসিক কিস্তি বিবেচনায় ঋণের মেয়াদকাল, ঋণ মঞ্জুরি ক্ষমতা, ঋণ প্রাপ্তির যােগ্যতা ইত্যাদি নিমােক্তভাবে অনুমােদিত হয়েছে যা যথাক্রমে ০৪ জানুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৫৫তম সভায় এবং ০৮ ফেব্রুয়ারি ২০১২ তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৭৬০তন সভায় নিশ্চিত করা হয়েছে।

১০/০২/ ২০২২ খ্রি: তারিখের পরিপত্র মোতাবেক সোনালী ব্যাংক ব্যক্তিগত ঋণ নীতিমালায় পরিবর্তন আনল। এখানে ৯৬ কিস্তিতে ঋণকৃত অর্থ সুদসহ ফেরত প্রদান করতে হবে। ঋণ প্রাপ্তির অন্যান্য শর্ত ও যোগ্যতা অপরিবর্তিত থাকবে। এ ঋণ মঞ্জুরকারী কর্তৃপক্ষ কে হবে এবং কত টাকা পর্যন্ত ঋণ মঞ্জুর করতে পারবে তাও সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

ঋণ মঞ্জুরকারী কর্তৃপক্ষ

সোনালী ব্যাংক হতে ব্যক্তিগত লোন সর্বোচ্চ কত পাওয়া যাবে / কত টাকা কত টাকা মাসিক কিস্তি পরিশোণ করতে হবে জেনে নিন।

পার্সোনাল লোনের মেয়াদ ০৮ বছরে উন্নীত হওয়ায় বিদ্যমান ৯.০০% সুদ হারে মাসিক কিস্তির পরিমান হবে। সুদ বাড়লে কিস্তির পরিমাণও বাড়বে।

পার্সোনাল লোনের কিস্তির পরিমাণ ২০২২

ক্যাপশন:উল্লেখ্য সুদের হার পরিবর্তন হলে কিস্তির পরিমানও পরিবর্তন হবে। এছাড়া উপরোক্ত হারে কিস্তি পরিশোধ করার পর অবশিষ্ট পাওনা থাকলে তা শেষ কিস্তির সাথে পরিশোধ করতে হবে।

৫ বছরে পরিশোধযোগ্য ঋণ ৮ বছরে উন্নীত করায় শর্ত পরিবর্তন সময়হ

বিদ্যমান নীতিমালাসংশোধনী
৩.০০: ঋণের মেয়াদ: সর্বোচ্চ ০৫ (পাঁচ) বছর।৩.০০: ঋণের মেয়াদ: ঋণের মেয়াদ সর্বোচ্চ ০৮ (আট) বছর বা চাকুরির মেয়াদকাল (পিআরএলসহ) পর্যন্ত।
৬.০০: ঋণ প্রাপ্তির যোগ্যতা:

ট. ঋণ মঞ্জুরির ক্ষেত্রে ঋণের পরিমাণ এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে ঋণের মাসিক কিস্তির পরিমাণ ঋণ গ্রহিতার মাসিক নীট বেতনের দুই তৃতীয়াংশের বেশী না হয।

৬.০০: ঋণ প্রাপ্তির যোগ্যতা:

ট. ঋণ মঞ্জুরির ক্ষেত্রে ঋণের পরিমাণ এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে ঋণের মাসিক কিস্তির পরিমাণ ঋণ গ্রহীতার মাসিক নীট বেতনের বেশী না হয়।

ড.ড. অবসর ভাতা লিয়ের ঋণ প্রদান:

সোনালী ব্যাংক লিমেটেড এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারীদের অনুকুলে তাদেঁর অবসর ভাতা লিয়েনপূর্বক উক্ত ভাতা গ্রহণকারী শাখা হতে মাসিক ভাতার সর্বোচ্চ ৮০% কিস্তি বিবেচনায় ঋণসীমা নির্ধারণ করে ঋণ বিতরণ করা যাবে।

এই ঋণ নিতে কি কি কাগজপত্র লাগবে?

সোনালী ব্যাংক পার্সোনাল লোন ২০২৩ – একজন সরকারি কর্মচারি চাকরিকালীন সময়ে তার বিভিন্ন প্রয়োজনে ব্যাংক ঋণ গ্রহণ করে থাকে। এক্ষেত্রে একটি বড় ধরনের ঋণ গ্রহণের ক্ষেত্রে বিভিন্ন প্রসিডিউর অনুসরণ করতে হয়। কি কি ডকুমেন্ট প্রদান করতে হয় এবং কিভাবে তা রেডি করতে হয় তার একটি ডেমো আমি আপনাদের নিকট উপস্থাপন করা হবে।

পার্সোনাল লোন গ্রহণের প্রয়োজনীয় কাগজপত্রাদি:

১। ঋণের আবেদনপত্র।

২। জাতীয় পরিচয়পত্র (আবেদনকারী ও জামিনদাতার)।

৩। ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (আবেদনকারী ও জামিনদাতার)।

৪। হালনাগাদ বেতন বিবরণী (আবেদন ও জামিনদাতার)।

৫। প্রভিডেন্ট ফান্ড বিবরণী আবেদনকারীর।

৬। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক জাল জালিয়াতির সনদপত্র।

পার্সোনাল লােনের মেয়াদ বৃদ্ধিকরণসহ কতিপয় শর্ত সংশােধন সংক্রান্ত পরিপত্র: ডাউনলোড

Sonali Bank Personal Loan । সোনালী ব্যাংক হতে ২০ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ পরিপত্র

151 comments

  1. আমি 5লাক কিস্তি নিব 96 কিস্তিতে আট বছর মেয়াদ

      1. আমি গিয়েছিলাম হল না , পেনশনের এগেইনস্টে হল না সাহায্য করতে পারেন

      2. ৫ বছর মেয়াদি পারসোনাল লোন ৮ বছর মেয়াদি হয়েছে তার পরিপ্ত্র আছে কি ? জানাবেন প্লিজ।

          1. বর্তমান পাঁচ বছর মেয়াদি ব্যক্তিগত লোনে প্রতি লাখে মাসিক কিস্তি কত টাকা

      1. আমি বেসরকারি প্রতিষ্ঠান নোমান গ্রুপে চাকরি করি বেতন ২২৬০০ আমি কি সোনালী ব্যাংক থেকে লোন পাব?

    1. আমি সোনালী ব্যাংক থেকে ৫০০০০০/ লোন তুলতে চাই। বিস্তারিত জানাবেন কিভাবে আমি লোন নিতে পারবো। সোহাগ মিয়া

      1. Salary half হিসাবে কিস্তি নির্ধারণ করে লোন হিসাব করে করা হয়। আপনি যদি ২৫-৩০ হাজার টাকা স্যালার পান তবে এ লোন পেতে পারেন তবে শুরুতে ২ লক্ষ টাকা অফার করে। লোন ভালভাবে পরিশোধ করতে পারলে পরবর্তী লোন এমাউন্ট বৃদ্ধি পায়।

          1. পার্সোনাল লোন গ্রহণের প্রয়োজনীয় কাগজপত্রাদি:

            ১। ঋণের আবেদনপত্র।

            ২। জাতীয় পরিচয়পত্র (আবেদনকারী ও জামিনদাতার)।

            ৩। ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (আবেদনকারী ও জামিনদাতার)।

            ৪। হালনাগাদ বেতন বিবরণী (আবেদন ও জামিনদাতার)।

            ৫। প্রভিডেন্ট ফান্ড বিবরণী আবেদনকারীর।

            ৬। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক জাল জালিয়াতির সনদপত্র।

  2. আমি প্রবাসি আমি কি লোন নিতে পারব

  3. আমার নাম মোহাম্মদ আলী খান।আমার ঠিকানাঃথানা,জেলা, উপজেলা, পটুয়াখালী সদর। ইউনিয়ন,কমলাপুর।পোস্টঅফিস,চৌদ্দবুড়িয়া।গ্রাম, বাহেরমৌজ।আমি পটুয়াখালী জেলার কলাপারা শাখায়, শাহজালাল ইসলামী ব্যাংক এ চাকরি করতেছি। আমি আমার বর ছেলে, মোঃনাছিম এর ব্যাবসা প্রতিষ্ঠান করার জন্য,সোনালী ব্যাংক থেকে লোন নিতে চাচ্ছি। অনুগ্রহ করে মঞ্জুর করবেন।মোবাইলঃ01715244429

      1. বেসরকারি চাকুরী করি। ১ লক্ষ টাকা লোন পাবো? স্থায়ী ঠিকানা নেত্রকোণা জেলা এবং বর্তমান ঠিকানা গাজীপুর। গাজীপুরের কোনো শাখা থেকে কোন নিতে চাচ্ছি। হবে কি হবেনা?

  4. দাদা সোনালী ব্যাংকে যাওয়া লাগবে।সোনালী NGO তে গেলে হবে কী।একটু জানাবেন

  5. আমি সেনাবাহিনীতে চাকরি করি, ত আমি কি সোনালি ব্যাংকে ব্যাক্তিগত লোন নিতে পারব?? দয়া করে যানাবেন।

      1. আমি মেঘনা গ্রুপে আইটিতে জব করি। আমার বেতন ৩৪০০০ টাকা । আমি ৭০০০০০ টাকা লোন নিতে চাই। আমি কি লোন পাব?

  6. আমি একজন অবসরপ্রাপ্ত হিসেবে মাসিক পেনশন পাই ৫,৩১৯/- টাকা, আমার এক লাখ টাকা জরুরি দরকার কিভাবে পেতে পারি।।

    1. জমি বা বাড়ি থাকলে সেই কাগজপত্র বন্ড রেখে ঋণ নিতে পারবেন। এক্ষেত্রে আরও আয়ের উৎস থাকলে দেখাতে হবে।

  7. আমি পল্লী সঞ্চয় ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আছি। আমার সকল সিপিএফ কর্তন শেষে 25 হাজার 300 টাকা সেলারি পাই। আমি কি পার্সোনাল লোন পেতে পারি?

    1. অবশ্যই পারেন। নিকটস্থ সোনালী ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করুন।

  8. আমি ব্যাবসা করার জন্য লোন চাইলে কি মন্জুর হবে

    1. অবশ্যই। অনুগ্রহ করে নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করুন।

  9. সোনালী ব্যাংক এ যদি গ্রান্টরের লোন থাকে তাহলে কী আমি লোন করতে পারব। আমি একজন ছাত্র।

    1. গ্যারান্টরের লোনের সাথে আপনার লোন যোগ হয়ে দুজনের পরিশোধ সক্ষমতার উপর নির্ভর করবে আপনার ঋণ।

  10. গার্মেন্টসে চাকরি করা কোন লোক কি এই লোন পাবে? প্রতি মাসে ২৫০০০ হাজার টাকার উপরে বেতন পায়।

    1. অবশ্যই পাবেন। নিকটস্থ সোনালী ব্যাংকে যোগাযোগ করুন অনুগ্রহ করে।

  11. আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে পড়াশোনা করছি।আমি ১ লক্ষ টাকা কি ঋন নিতে পারবো???

  12. আমি গার্মেন্ট শিল্পে চাকরি করি। আমি লোন নিতে পারবো কিনা জানাবেন প্লিজ।

    1. অবশ্যই পারবেন। স্থানীয় সোনালী ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

  13. আমি গামে্নটস এ চাকরী করি বেতন ৮০০০০ টাকা আমি কি লোন পাব

  14. পেনশনভোগীরা কি এই লোন নিতে পারবে?প্রতি মাসে প্রায় 22000টাকা আসে।

  15. I am Govt Pensioner person. So I need some loan from Sonali Bank Ltd any branch. Can I get any loan from sonili Bank. I get pension 13500.00 Taka Per month.

  16. I am a school teacher of kindergarten. My Salary i’s 15000/. Others tuition income has. So, can i get personal loan? Please inform me.

  17. MPO ভুক্ত স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষকগণ এই লোন পাবেন কি?

      1. 26000 sallary ami ki 2 lak loan pabo & 5 years poorisod korbo installment koto kore asbe?
        Amr sallary Islami Bank E jooma Hoy Looan Nite Ki Koono Problem Hbe Plz Janaben???

  18. আমি সদর ঘাট ইস্ট বেঙ্গল মার্কেটে পাঞ্জাবী শেলাই কারখানা আছে আমি কারখানা একটু বর করতে চাচ্ছি আমার.3. লাখ টাকা লাগবে 5বছরের জন্য কত টাকা কিছতি আসবে। আর লোন নেয়ার জন্য কি লাগবে

    1. । ঋণের আবেদনপত্র।

      ২। জাতীয় পরিচয়পত্র (আবেদনকারী ও জামিনদাতার)।

      ৩। ২ কপি পাসপোর্ট সাইজ ছবি (আবেদনকারী ও জামিনদাতার)।

      ৪। হালনাগাদ বেতন বিবরণী (আবেদন ও জামিনদাতার)।

      ৫। প্রভিডেন্ট ফান্ড বিবরণী আবেদনকারীর।

      ৬। প্রতিষ্ঠান প্রধান কর্তৃক জাল জালিয়াতির সনদপত্র।

  19. Amar akte poultry farm asa 2000 ps bacca palon korar sad + ame garments a job korce amar salary 35000 thousand ame gopalpur tangail brace jogago koraclam amak bollo ame loan pabona kano pabona jantya pari

    1. পেতে পারেন। অনুগ্রহ করে স্থানীয় ব্যাংকে যোগাযোগ করুন।

  20. আমি একটা বেসরকারি প্রতিষ্ঠান চাকরি করি আমার বেতন ২৮৫০০ টাকা।
    আমি ৭ বছর জাবত একই অফিস এ চাকরি করি।
    আমার বেতন সিটি বেনক এর কার্ডে হয়।
    আমার অফিস এ ফান্ড আছে।
    আমি কি ২০০০০০ টাকা লোন পাবো।
    আমি কেডিট কার্ড হলডার।

  21. আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরী করি আমার বেতন ৩০ হাজারেরও বেশি আমি কি ১০ লক্ষ টাকা ঋণ নিতে পারবো? আমাকে দয়া করে জানাবেন?

      1. Ami ekjon private real estate company te job kori salary 17 Pai .. 1,50,000tk loan lagbe.

        Ami ki loan nitte parbo. for 1 year and koto tk ashbe mash e kisti. ektu janaben??

  22. পারসোলাল লোন থাকা অবস্থায় কোন ব্যাক্তী মারা গেলে সেই টাকা কি পরিশোধ করতে হবে নাকি মওকুব করা হবে।

    1. পরিশোধ করতে হবে। যদি উত্তরাধিকারীর পরিশোধ ক্ষমতা না থাকে তবে মওকুফের জন্য আবেদন করতে হবে।

  23. ৫ লক্ষ (৯৬ কিস্তিতে ৮ বছর) টাকা লোন পেতে হলে কত টাকা সেলারি হতে হব।
    জানাবেন Please.

    1. যা কিস্তির পরিমান তার দ্বিগুণ আয় থাকতে হয়। ১০-১৫ হাজার টাকা হলেই এ দীর্ঘমেয়াদী ঋণ নেয়া যাবে।

      1. ভাই আমি আজ ২৬/০২/২০২৩ তারিখে সোনালী ব্যাংকে গিয়েছিলাম ৮ বছরের জন্য লোন নিতে, কিন্তু ব্যাংকের লোন শাখায় যিনি আছেন ওনি বলতিছেন এখন ৮ বছরের মেয়াদে আর নিতে পারবেন না এখন সর্বোচ্চ 5 বছর, এটা কি সত্যি

        1. জি। ওদের আদেশ জারি হলেও বাংলাদেশ ব্যাংক সম্প্রতি আরেকটি আদেশ জারি করেছে যাতে সোনালী ব্যাংক ৫ বছরের উর্ধ্বসীমায় লোন না দেয়।

  24. ভাই আমি আজ ২৬/০২/২০২৩ তারিখে সোনালী ব্যাংকে গিয়েছিলাম ৮ বছরের জন্য লোন নিতে, কিন্তু ব্যাংকের লোন শাখায় যিনি আছেন ওনি বলতিছেন এখন ৮ বছরের মেয়াদে আর নিতে পারবেন না এখন সর্বোচ্চ 5 বছর, এটা কি সঠিক

  25. ami akjon garments group factory job kori amer salary 24 hazer tk ami loan nitea chai , ami loan nitea perbo? ami ashuliya zone a job kori . kon shakha thakea nitea pari aktu janabean?

    1. আপনার নিকটস্থ যে কোন শাখা থেকে নিতে পারেন। অবশ্যই সোনালী ব্যাংকের ঐ শাখায় একাউন্ট থাকতে হবে।

  26. ami ajkea nikotossh sonali bank a gasigalam Ashuliya shakhai . bank manager bolseea sorkari audinossto kono kormochari job korlea tar jonno loan pozozzo hobe . basorkari portishanea job holea loan dauya jabea na. apni bolean j kono jaigai income source thaklea loan pouya jabea. please koto ta shotti aktu update janabean.

    1. অবশ্যই লোন পাবেন। এই লোনটি আপনাদের দিতে নাও পারে। কিন্তু সোনালী ব্যাংক সরকার বেসরকারি দু’ধরনের কর্মচারীদেরই লোন দেয়। এই সার্কুলারটি সরকারি কর্মচারীদের জন্যই প্রযোজ্য।

  27. সোনালী ব্যাংকে এখন কী 08 বছর মেয়াদি শোন দিচ্ছে

  28. স্যার, এনআইডি কার্ডের সাথে সার্ভিস বুকের বয়সের গড়মিল থাকলে কি লোন পাওয়া যাবে?

  29. আমি টিশান করি ১৫০০০ টাকা প্রতি মাসে পাই।কোন প্রতিষ্ঠানে আমি যুক্ত নই।কৃষি কাজ করার জন্য আমি কি ২০০০০০ টাকা লোন নিতে পারবো????যদি পারি তাহলে ৮ বছরেররজন্য নিতে চাই। কত টাকা কিস্তি আসবে প্রতি মাসে??????জানালে উপকৃত হতাম

    1. না। টিউশনি স্বীকৃত কোন পেশা নয়। তাই এই পেশা দেখিয়ে লোন পাওয়া যাবে না। অন্য কোন আর্থিক সোর্স দেখাতে হবে।

  30. বেকার উদ্ধক্তাদের কেউ লোন দেয় না,যাদের টাকা আছে দূর্নীতিগ্রস্ত বাংলাদেশের সকল ব্যাংক কেবল তাদেরকেই টাকা দেয়,বেকার উদ্ধক্তারা যদি ব্যাংক থেকে লোন পেত তাহলে বাংলাদেশ আজ সত্যি সত্যিই সোনার বাংলাদেশে রুপান্তরিত হতো।।।।দু:খের বিষয় হলো কোন ব্যাংকই বেকারদের লোন প্রোবাইড করে না

    1. কথা ঠিক আছে। আপনি যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিন, ঋণ পাবেন।

  31. আমি নিতে চাই ১০,০০০০ /- ৮ বছর মেয়াদে , সিলেটে কোন শাখায় যোগাযোগ করব। আর অন লাইনে কি আবেদন করা যাবে কিনা । শীঘ্রয় জানাবেন।

    1. অনলাইনে আবেদন করা যাবে না। এখন ৫ বছর মেয়াদী ঋণ পাওয়া যায়। নিকটস্থ ব্যাংকে যোগাযোগ করুন।

  32. আমি বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি করি, বেতন ১৫০০০। আমি কি লোন নিতে পারব

  33. প্রকল্পে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এলজিইডি চাকরি করি ৩০০০০ টাকা বেতন পাই
    আমার কোন লোন হবে

  34. বর্তমানে মানে ১৬/০৭/২০২৩ তারিখে সোনালী ব্যাংকের পারসোনাল লোনের মেয়াদ ৫ বছর তাকি ৮ বছল মেয়াদ বাড়াইছে। বিষয়টা জানতে চাই।

  35. আমি আইটিতে মেঘনা গ্রুপে চাকরী করি আমার বেতন ৩৪০০০ টাকা । ৭০০০০০ টাকা লোন নিতে চাই।আমি কি লোন পাব?

    1. ব্যক্তিগত ১৭ হাজার টাকা মাসিক কিস্তি হিসেব করে সর্বোচ্চ ৫ বছরের জন্য লোন পেতে পারেন।

    1. দু:খিত। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এটিকে ৫ বছর করেছে।

  36. মোহাম্মদ জাকারিয়া, সহকারি শিক্ষক, ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবদিয়া, কক্সবাজার। says:

    সরকারি কর্মচারীদের লোনের সিলিং কমপক্ষে ২৫,০০,০০০/- (পঁচিশ লক্ষ ) টাকা ও মেয়াদ ১০ বছরে উন্নীত করার জন্য কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।

  37. মোহাম্মদ জাকারিয়া, সহকারি শিক্ষক, ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবদিয়া, কক্সবাজার। says:

    সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঋণ খেলাপি হওয়ার কোনো সম্ভাবনা নেই বিধায় বিষয়টি সদয় বিবেচনার জন্য কর্তৃপক্ষের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।

  38. ami 25000 taka salary pai , Sharmin Group a Merchandiser hisabe asi . ami ki loan paite pari?

  39. আমি ডিফেন্সে জব করি,, আমি ১ লক্ষ ৫০ হাজার টাকা লোন নিতে চাই ২৪ কিস্তিতে,আমার মাসে কতটাকা করে দিতে হবে,, আর এই লোন পেতে কতদিন সময় লাগতে পারে যদি ধারনা দিতেন!

  40. এখন নকী আর 8 বছর / 96 কিস্তি বাতিল করা হয়েছে । শুধু 5 বছরের 60 কিস্তিতে লোন নিতে পারবো ।

  41. ৭ লক্ষ (৯৬ কিস্তিতে ৮ বছর) টাকা লোন পেতে হলে কত টাকা সেলারি হতে হব।
    জানাবেন Please.

  42. আমি আজ গেছিলাম, কিন্তু ওনারা বলল সরকারী চাকরীজীবি ছাড়া হবে না। খুবই হতাশাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *