Sonali e wallet APK । সোনালী ই ওয়ালেট চার্জ
সোনালী ই ওয়ালেট সোনালী ব্যাংকের একটি যুগান্তকারী ইনোভেশন – গ্রাহক এখন নগদ টাকা উত্তোলন না করেই অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারে – সোনালী ই ওয়ালেট ব্যবহারের নিয়ম
সোনালী ই-ওয়ালেট এর নতুন ভার্ষন এ যা থাকছে – একাউন্ট লিংক করা যায় এবং বেনিফিশিয়ারি অপশন ব্যবহারে অন্য ব্যাংকের একাউন্ট সেইভ করে রাখা যায়। সোনালী ব্যাংক ব্যাংকিং সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে গ্রাহকদের সেবা সহজীকরণে অন্যন্য উচ্চতায় পৌছে যাচ্ছেন।
লিংক একাউন্ট অপশন– লিংক একাউন্ট সয়ংক্রিয় ভাবে একটিভ হবে। এতে একজন গ্রাহক একাধিক সেভিংস একাউন্ট যুক্ত করতে পারবেন। তবে সকল একাউন্ট এর এনআইডি, ফোন, জন্মতারিখ একই হতে হবে। একাউন্ট লিংক হবার পর, লিংক একাউন্ট লিস্ট থেকে দেখে নিতে পারবেন। একই সাথে প্রাইমারি ও সেট প্রাইমারী অপশন দেখাবে। প্রাইমারী এর অর্থ হচ্ছে, আপনি বর্তমানে যত লেনদেন করবেন সকল প্রাইমারী একাউন্ট এর মাধ্যমে হবে। লিস্ট থেকে যে কোন একাউন্ট কে যখন তখন প্রাইমারী করতে পারবেন। প্রাইমারী একাউন্ট করার পরেই লেনদেন করতে পারবেন। এখন থেকে একাউন্ট ট্রান্সফার অপশন বন্ধ হয়ে যাচ্ছে। ই-ওয়ালেট এ একাউন্ট ট্রান্সফার ইস্যু ও ক্লোজ করে দেওয়া হয়েছে। যে সকল গ্রাহক একাউন্ট ট্রান্সফার করতে চায়, উনাদের বলবেন একাউন্ট লিংক করতে। একাউন্ট ট্রান্সফার বন্ধ করে দেওয়া হয়েছে। Sonali e wallet Download । সোনালী ই ওয়ালেটে নতুন অপশন চালু করা হয়েছে
বেনিফিশিয়ারি অপশন – এখানে আপনার প্রিয় একাউন্ট, ই-ওয়ালেট নাম্বার, কার্ড নাম্বার, বিল একাউন্ট নাম্বার সহ সকল সকল বেনিফিসিয়ারি যুক্ত করতে পারবেন, বাদ দিতে পারবেন। এমন কি মোবাইল পরিবর্তন হয়ে গেলেও বেনিফিসিয়ারি নাম্বার পেয়ে যাবেন। এছাড়াও অন্যান্য পরিবর্তন এর মাধ্যমে বেশ কিছু সুবিধা এসেছে। ইনসাআল্লাহ, আগামীকাল নতুন ভার্ষন রিলিজ দেওয়া হবে এবং গুগল পাবলিশ করার পর নতুন ভার্ষনটি ব্যবহার করতে পারবেন। BEFTN to Wrong Bank Account by Mistake । ই ওয়ালেট ব্যবহার করে ভুল একাউন্টে টাকা গেলে করণীয় ২০২২
ব্যাংক তথ্য জানতে সোনালী ই ওয়ালেট ব্যবহার করুন / ব্যাংকিং এর ডিজিটাল সেবা গ্রহণে জীবনকে আরও সহজ করে তুলুন।
সোনালী ই-ওয়ালেট একটি সুরক্ষিত অ্যাপ। অ্যাপটির জন্য আপনার পিন নম্বরটি দুটি পর্যায়ে প্রয়োজন requires লগইনের জন্য প্রথম এবং দ্বিতীয়, প্রতিটি লেনদেনের জন্য আপনাকে পিন নম্বর সরবরাহ করতে হবে। লেনদেনের উদ্দেশ্যে আপনার পিন নম্বর সহ ওটিপিও দরকার। এটি ব্যবহারে কোন প্রকার চার্জ প্রদান করতে হয় না।
Caption: Sonali e wallet APK download
সোনালী ই ওয়ালেট এর সুবিধা ২০২২। যে কারণে সোনালী ব্যাংক ই ওয়ালেট ব্যবহার করবেন । কোন চার্জ ছাড়াই এটি ব্যবহার করা যায়
- সোনালী ব্যাংকের এক হিসাব হতে অন্য হিসাবে টাকা স্থানান্তর করা যায়।
- BEFTN এর মাধ্যমে অন্য যে কোন ব্যাংকের হিসাবে ব্যালেন্স ট্রান্সফার করা যায়।
- ওয়ালেট হিসাব হতে অন্য ওয়ালেট হিসাবে ব্যালেন্স ট্রান্সফার করা যায়।
- মোবাইল রিচার্জ করা যায়।
- নিজ একাউন্টের ব্যালেন্স চেক করা এবং ব্যাংক স্ট্যাটমেন্ট চেক করা যায়।
- ইউটিলিটি বিল প্রদান করা যায়।
- চার্জ ছাড়াই যেকোনো ব্যাংকের ক্রেডিট কার্ড এর বিল প্রদান করা যায়।
- ডিপোজিট স্কিম হিসাবে কিস্তি জমাকরণসহ নানাকিছু করা যায়।
মোবাইল রিচার্জও কি করা যায়?
হ্যাঁ। যায়। সোনালী ব্যাংকের এক একাউন্ট থেকে সোনালী ব্যাংকের অন্য শাখার যে কোন একাউন্টে ২৪ ঘন্টা যে কোন সময় টাকা পাঠানো। সোনালী ব্যাংকের একাউন্ট থেকে BEFTN এর মাধ্যমে অন্য যে কোন ব্যাংকের একাউন্টে টাকা পাঠানো। একাউন্ট থেকে Wallet এ টাকা নিয়ে মোবাইল রিচার্জ করা। Sonali e wallet helpline number । সোনালী ই ওয়ালেট হেল্প লাইন
একাউন্টে দেয়া মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন এবং লগইন করতে হবে। যে মোবাইল দিয়ে রেজিস্টার করবেন শুধুমাত্র সেই মোবাইলে এই এ্যাপ ব্যাবহার করতে পারবেন। মোবাইল হারিয়ে গেলে ডিভাইস আপডেট করে নিতে হবে। এক্ষেত্রে শাখায় যোগাযোগ করতে হবে। রেজিস্ট্রেশন করে ব্যাংকের এপ্রুভাল এর জন্য অপেক্ষা করতে হবে। এপ্রুভালে দেরি হলে শাখায় যোগাযোগ করে এপ্রুভ করিয়ে নিতে হবে। আমার একাউন্ট পরের দিনই এপ্রুভ হয়েছিল। কেবলমাত্র ব্যক্তিক হিসাব (সঞ্চয়ী/চলতি) এ Sonali e-wallet সুবিধা পাওয়া যাবে।
যৌথভাবে/ যৌথনামে (Joint Client) পরিচালিত হিসাব এবং কোম্পানি/ প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবে এই সেবা প্রদান করা হবে না। কেবলমাত্র Android বা iOS ভিত্তিক স্মার্টফোন সমূহের মাধ্যমে এই সেবা ব্যবহার করা যাবে। Dormant/ Inoperative/ Deceased হিসাবে এই সেবা প্রদান করা হবে না। একজন গ্রাহক একই সাথে একাধিক মোবাইল Device -এ এই সেবা ব্যবহার করতে পারবেন না।
নতুন ফিচার নিয়ে এলো সোনালী ই-ওয়ালেট ২০২৩ । New Feature in Sonali ewallet Update
Pingback: সোনালী ই ওয়ালেট 2024 । প্রবাসীরা বিদেশে বসেই ব্যাংকিং লেনদেন করতে পারবেন - Technical Alamin