সোনালী ব্যাংক ১০০% State Owned স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখানে আপনি ব্যক্তিগত লোন পাবেন – Special Small Loan Scheme For Teacher or Govt Staff – Teacher or Govt Staff Loan 2022
শিক্ষকদের জন্য ব্যাংক লোন ২০২২ – ব্যাংক সুদের হার খুব শিঘ্রই পুন: নির্ধারিত হয়ে ১২% হয়ে যাবে। এখনও পর্যন্ত ৯% সুদের এ লোন পাওয়া যাচ্ছে। স্বল্প সুদে ক্ষুদ্র ঋণ পেতে এখনই যোগাযোগ করুন।
সরকারী চাকুরীজীবীদের আয় সীমিত হওয়ার ফলে তাদের জীবনযাত্রার মান সাধারণ। সীমিত আয়ের এই পেশাজীবীদের আর্থিক সহায়তা প্রদান করে প্রয়োজনীয় ভোগ্যপন্য ক্রয়ের ক্ষমতা বাড়ানো এবং বিভিন্ন প্রকার আয়বর্ধক বৈধ কার্যক্রমে ঋণ সহায়তার মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড নিম্নবর্ণিত বিশেষ ক্ষুদ্র ঋণ কর্মসূচী চালু করেছে।
ঋণ প্রাপ্তির যোগ্যতা – বেসরকারী/স্বায়ত্বশাসিত সংস্থা/কর্পোরেশনের কর্মকর্তা/কর্মচারী এবং সরকারী/বেসরকারী (এমপিওভুক্ত কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক/মাধ্যমিক বিদ্যালয়)-এর শিক্ষকবৃন্দ। আবেদনকারীকে স্থায়ী চাকুরীজীবী হতে হবে এবং এলপিআর-এ যাবার তারিখ পূর্ণ হতে কমপক্ষে তিন বৎসর চাকুরী থাকতে হবে। সোনালী ব্যাংক লিমিটেড-এর যে সকল শাখার মাধ্যমে বেতন ভাতা প্রদান করা হয় কেবলমাত্র ঐ সকল শাখা হতে এই বিশেষ ক্ষুদ্র ঋণ সুবিধা পাওয়া যাবে।
ঋণ সীমা- ২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,০০,০০০ টাকা পর্যন্ত। মার্জিন- ঋণ সীমার ২০ শতাংশ। মেয়াদ ও কিস্তি- মেয়াদ ১২ মাস থেকে ৩৬ মাস পর্যন্ত। মেয়াদের উপর ভিত্তি করে মাসিক কিস্তির টাকা নির্ধারিত হবে।
সুদের হার- ৯ শতাংশ হারে (সরল সুদ) যা পরিবর্তনযোগ্য।
প্রতি লাখ টাকা লোনের কিস্তির পরিমাণ ২০২২ / ঋণের কিস্তির সিডিউল
যে হারে বা সুদে ঋণ পাওয়া যাবে।
Caption: Teacher’s loan facilities from Sonali Bank Limited
ঋণ খাতসমূহ ২০২২ । যে সকল ক্ষেত্রে ঋণ পাওয়া যাবে
- পার্সোনাল কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ক্রয়।
- সেলাই মেশিন, সুয়েটার বুনন মেশিন, এমব্রয়ডারী মেশিন ক্রয়।
- ফ্রিজ, ডিপ ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র ও ইলেকট্রিক ফ্যান ক্রয়।
- সাইকেল/মোটরসাইকেল ক্রয়।
- সৌরশক্তি প্লান্ট, বায়োগ্যাস প্লান্ট স্থাপন।
- সবজি বাগান, নার্সারী স্থাপন।
- হাঁস-মুরগী পালন, গাভী পালন, গরু মোটাতাজাকরণ, মৎস চাষ প্রকল্প।
- কৃষি পণ্যের বিপনন।
- বিভিন্ন মৌসুমী ফসল মজুদ।
- শিক্ষার জন্য বিনিয়োগ তথা সন্তানের উচ্চ শিক্ষা বাবদ ব্যয় নির্বাহ।
- ক্ষুদ্র ব্যবসা।
- বিবিধ আয় বর্ধক বৈধ কার্যক্রম।
- (সরকারী কর্মকর্তা/কর্মচারীর ক্ষেত্রে ব্যবসা সংশ্লিষ্ট ঋণের খাতসমূহ প্রযোজ্য হবে না।)
ঋণ কি অন্য ব্যাংকে স্থানান্তর করা যাবে?
হ্যাঁ যাবে। সরকারী কর্মকর্তা/কর্মচারী, সরকারী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্থায়ী বদলীর ক্ষেত্রে তাদের বদলীকৃত নতুন অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বেতন প্রদানকারী ব্যাংক কর্তৃক ঋণের কিস্তি কর্তনের বিষয়ে নিশ্চয়তা গ্রহণ করতে হবে। নিশ্চয়তা গ্রহনের পর যে শাখার মাধ্যমে উক্ত কর্মকর্তা/কর্মচারীর বেতন ভাতা প্রদান করা হবে, সেই শাখায় ঋণ হিসাবটি স্থানান্তর করা যাবে। ক্ষুদ্র ঋণ কর্মসূচীর ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য সোনালী ব্যাংকের নিকটবর্তী শাখায় যোগাযোগ করুন।
সূত্র: সোনালী ব্যাংক