ta da allowance । দৈনিক ভাতা ও বদলিজনিত ভ্রমণ বিধিমালা ২০২২
ভ্রমণ ভাতার নতুন বিধিমালা জারি – ২০টি গ্রেডের কর্মচারীকে মোট ৪টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে– টি/ডিএ বিধিমালা ২০২২
Ta da rules bd pdf – ৫ম গ্রেড এবং তদূর্ধ্ব গ্রেডভুক্ত কর্মচারীকে ক্যাটাগরি ১ এর অন্তর্ভূক্ত করা হয়েছে। ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডভুক্ত কর্মচারীকে ক্যাটাগরি ২ এর অন্তভূক্ত করা হয়েছে। ১১তম থেকে ১৬তম গ্রেডভুক্ত কর্মচারীকে ক্যাটাগরি ৩ এর অন্তর্ভূক্ত করা হয়েছে এবং ১৭তম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীকে ক্যাটাগরি ৪ এর অন্তর্ভূক্ত করা হয়েছে।
দৈনিক ভাতা নির্ধারণের ক্ষেত্রে ক্যাটাগরি ১-৩ পর্যন্ত ১০৫০-১৪০০ করা হয়েছে। ক্যাটাগরি ২ এর জন্য ৮৭৫-৯০০ টাকা করা হয়েছে। ক্যাটাগরি-৩ কে ৪৯০-৭০০ টাকা করা হয়েছে এবং ক্যাটগরি ৪ এর জন্য ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ব্যয়বহুল এলাকা ব্যয়বহুল স্থানে অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, নারায়নগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, গাজীপুর শহর এবং সাভার পৌর এলাকার জন্য সাধারণ হারের অতিরিক্ত ৩০% ধার্য করা হয়েছে।
ক্যাটাগরি -১ এ মাইলেজ বা দূরত্ব ও ধরন অনুসারে ভ্রমণ ভাতা বিমান ব্যতীত ১৮ টাকা এবং বিমানে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্যাটাগরি ২ এ ২০০ কি:মি: ও তদুর্ধ্ব দূরত্বের জন্য ১২ টাকা এবং ২০০ এর কম দূরত্ব এর জন্য ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে এবং ক্যাটাগরি ৩ এ ২০০ বা তদূর্ধ্ব এর জন্য ৬ টাকা এবং কম এর জন্য ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
ভ্রমন ব্যয় বিল- TA DA allowance Bangladesh । TA bill rate-ta/da allowance
বদলি জনিত ভাতা ও পরিবারের প্রত্যেক সদস্য এর জন্য ১টি করে ভ্রমণ ভাতা এবং স্ত্রীসহ সর্বোচ্চ ৩টি ভ্রমণ ভাতা অর্থাৎ সর্বোচ্চ ৪টি ভ্রমণ ভাতা প্রাপ্য হইবে।
উদাহরণঃ একজন ক্যাটিগরি-১ এর কর্মচারী ঢাকা হতে রংপুর যাবেন। উক্ত কর্মচারী বিমানযােগে ঢাকা হতে সৈয়দপুর এবং বাসযােগে সৈয়দপুর হতে রংপুর ভ্রমণ করতে পারেন। এক্ষেত্রে বিমানযােগে সৈয়দপুর হয়ে ভ্রমণ করলেও তিনি ঢাকা হতে রংপুর সড়ক পথে দূরত্ব x ৩০ টাকা (প্রতি কি.মি) হারে ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন। তবে বিমান ব্যতীত ভ্রমণের ক্ষেত্রে প্রতি কি.মি. ১৮/- টাকা হারে ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন।
দৈনিক ভাতা ও ভ্রমণ ভাতা প্রাপ্যতার অন্যান্য শর্তসমূহ ২০২২
- গ্রেড বলতে টাইমস্কেল/সিলেকশন গ্রেড/উচ্চতর স্কেল প্রাপ্তিজনিত স্কেল/ গ্রেড নয়, সংশ্লিষ্ট পদের জন্য প্রযােজ্য Substantive গ্রেড বুঝাবে।
- একাকি বা দলগত বা ইউনিট ভিত্তিক বদলির ক্ষেত্রে ভ্রমণ ভাতা ও পরিবহন খরচ প্রাপ্যতাঃ(ক) মালামালসহ সরকারি গাড়ীতে ভ্রমণ করলে পরিবহন খরচ এবং সংশ্লিষ্ট কর্মচারীর জন্য প্রযােজ্য ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন না। (খ) মালামাল ব্যতীত সরকারি গাড়ীতে ভ্রমণ করলে বদলিজনিত ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন না; তবে সেক্ষেত্রে মালামাল পরিবহনের জন্য বিধি মােতাবেক পরিবহন খরচ প্রাপ্য হবেন। (গ) সপরিবারে কর্মস্থলে অবস্থান করলে এবং পরিবারের অন্যান্য সদস্যগণ সরকারি গাড়ি ব্যবহার না করলে সংশ্লিষ্ট কর্মচারী ব্যতীত পরিবারের অন্যান্য সদস্য/সদস্যগণের জন্য বিধি মােতাবেক ভ্রমণ ভাতা প্রাপ্য হবেন।
- বিমানযােগে ভ্রমণের ক্ষেত্রে গন্তব্যস্থলের সাথে বিমানবন্দরের অবস্থান বাস্তবভিত্তিক ও যুক্তিসঙ্গত হতে হবে।
- কর্মস্থলে নিয়মিত যাতায়াতকে ভ্রমণ হিসেবে গণ্য করে ভ্রমণ ভাতা দাবি করা যাবে না।
- এ প্রজ্ঞাপন অনুযায়ী ভ্রমণ ভাতা, দৈনিক ভাতা, বদলিজনিত ভ্রমণ ভাতার হার সমগ্র দেশের জন্য একই হবে। কোন বিশেষ অঞ্চলের (যেমন- পার্বত্য অঞ্চল) জন্য আলাদা কোন হার প্রযােজ্য হবে না।
- এ প্রজ্ঞাপন জারির পরিপ্রেক্ষিতে ইতঃপূর্বে জারীকৃত এতৎসংক্রান্ত অন্যান্য আদেশসমূহ অনুরূপভাবে পরিবর্তিত/সংশােধিত হয়েছে বলে গণ্য হবে।
- জনস্বার্থে জারীকৃত এ আদেশ ০১/১০/২০২২খ্রি. তারিখ হতে কার্যকর হবে।
বদলিজণিত ভ্রমণ ভাতায় কি দৈনিক ভাতা প্রাপ্য হইবে?
না – বদলিজণিত ভ্রমণ ভাতায় কোন দৈনিক ভাতা প্রাপ্য হবেন না। বদলি জনিত ভ্রমণ ভাতা মূলত পরিবারসহ মালামাল এক কর্মস্থল হতে অন্য কর্মস্থলে আনয়ন খরচ প্রদান করা হয়। তবে বদলি আদেশে অবশ্যই জনস্বার্থে এ আদেশ জারি করা হলো কথাটি লিখা থাকতে হবে।
ta da allowance । দৈনিক ভাতা ও বদলিজনিত ভ্রমণ বিধিমালা ২০২২: ডাউনলোড
বদলী ভাতার ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে কি মা-বাবা থাকবে না
থাকবে।
৮ কিমি এর কম দূরত্ব হলে কি ডিএ পাওয়া যাবে? যদি পায় ১৭- ২০গ্রেডের চাকরিজীবীরা দৈনিক কত পাবে? প্লিজ বলুন
না। যাতায়াত ভাতা পাবেন।
আমাকে ফান্ডামেন্টাল ট্রেনিং এর জন্য ১১ দিনের জন্য অফিস হতে অবমুক্ত করা হল।যেখানে ট্রেনিং করছি,সেখানকার দুরত্ব অফিস থেকে ৩/৪ কিমি হবে।এখন কি আমি ১১ দিনের কোন টিএ অথবা ডি এ বিল পাব?
ডিএ শুধুমাত্র অবস্থান তারিখ হতে গন্য হবে।
জেলার ভিতরে ডাক বিলি করতে গিয়ে 0৮ ঘন্টা হোল্ডিং হলে তিনি কি যাতায়াত ভাতার সাথে ডিএ প্রাপ্য হবেন।
পেতে পারে। কর্তৃপক্ষ নির্ধারণ করবেন।