Latest News

Ta da allowance Bangladesh । টেবিল দেখে ভ্রমণ বিল করার সহজ নিয়ম

টিএ/ ডিএ বিল এখনও সারা দেশে অনলাইন হয়নি খুব শীঘ্রই অনলাই হয়ে যাবে, অনলাইন পদ্ধতিতে প্রথমে ভ্রমণ বিবরণী বা ডিটেইলস এন্ট্রি করতে হবে – Ta da allowance Bangladesh

দৈনিক ভাতা বের করতে হয় কিভাবে? – ভ্রমণ ভাতা গেজেট ২০২২ অনুসারে ডিএ/ দৈনিক ভাতা বের করা খুব সহজ। আপনি যে গ্রেড আছেন সে গ্রেড অনুসারে নিচের টেবিল এবং কলাম অনুসরণ করলে আপনার দৈনিক ভাতার বের করতে পারবে। যেমন-৯ম গ্রেডের কর্মকর্তার দৈনিক ভাতা ৮৭৫ টাকা। TA DA Piloting Time Extend 2022 । টিএ/ডিএ ভ্রমণ ভাতা বিল দাখিলকরনের নতুন নির্দেশনা জারি

প্যাকিং চার্জ, পরিবহন খরচ এবং বাস ভাড়া কি পাওয়া যাবে না? না। প্যাকিং চার্জ বলতে কিছু নেই। এখন ফিক্স ব্যয় এবং কি:মি: অনুসারে মালামাল পরিবহন ব্যয় পাওয়া যাবে। আগের মত প্রতি ১০০ কেজির জন্য ২ টাকা/কি:মি: সেটি উঠিয়ে দেওয়া হয়েছে। ক্যাটাগরি অনুসারে ও দূরত্ব ভেদে রেট নির্ধারণ করা হয়েছে সেটি প্রযোজ্য হইবে। ৫টি বাস ভাড়া বা টিকিট সেটিও উঠিয়ে দেয়া হয়েছে। এখন কি: মি: অনুসারে একটি ভ্রমণ ভাতা একক এবং পরিবারসহ ৪টি ভ্রমণ ভাতা যা দূরত্ব ও ক্যাটাগরি অনুসারে হার ধরে হিসাব করতে হবে।

ভ্রমণ বিবরণী বা বৃত্তান্ত কি? – ভ্রমণ বৃত্তান্ত হচ্ছে ভ্রমনের যাত্রা শুরুর স্থান হতে গন্তব্য পর্যন্ত কিভাবে এবং কোন কোন বাহনে কত কি:মি: দূরত্ব পারি দিয়েছেন তা উল্লেখ থাকবে। কোন সময় হতে কোন সময়ে কোন স্থানে ভ্রমণটি করেছেন তা উল্লেখ করতে হবে। ভ্রমনের বৃত্তান্ত তৈরির ক্ষেত্রে তারিখ, সময়, বাহন, দূরত্ব ইত্যাদি উল্লেখ থাকতে হবে। বদলিজনিত ভ্রমনের ক্ষেত্রে একা ভ্রমণ করেছেন নাকি পরিবার নিয়ে সেটি বিবেচ্য হইবে। একা ভ্রমনের ক্ষেত্রে ১টি ভ্রমণ ভাতা এবং পরিবার সহ ভ্রমনের ক্ষেত্রে ৪টি ভ্রমণ ভাতা প্রাপ্য। ভ্রমণ ভাতা দূরত্ব অনুসারে হিসাব করা হবে। ভ্রমণ বৃত্তান্ত নমুনা দেখুন: ডাউনলোড

সম্পূর্ণ ভ্রমণ ভাতা গেজেট সামারিটি এখানে সন্নিবেশিত রয়েছে/ Ta da allowance Bangladesh । টেবিল দেখে ভ্রমণ বিল করার সহজ নিয়ম 

জনাব আব্দুল জলিল একজন ৪র্থ শ্রেণীর কর্মচারী ১৭ গ্রেডের নিরাপত্তা প্রহরী, ১৭৮২০ টাকা মূল বেতনে যুব উন্নয়নে চাকরি করেন। তাকে ঢাকা হতে যশোর বদলি করা হয়েছে। পরিবার (ছেলে মেয়ে এবং স্ত্রী) সহ তিনি বদলিকৃত কর্মস্থলে ৭ দিন ট্রানজিট কাটিয়ে যোগদান করলেন ভ্রমণ বিবরণী সহ একটি বদলি জনিত ভ্রমণ বিল তৈরি কর। সরকারি কর্মচারীদের বদলিজনিত ভ্রমণ বিবরণী নমুনা ২০২৩

TA Bill For Transfer 2022 । বদলিজনিত ভ্রমণ বিল তৈরির নতুন নিয়ম ২০২৩

ভ্রমণ বিল তৈরির নিয়ম ২০২২ । একা ভ্রমণের ক্ষেত্রে যে বিষয়গুলি বিবেচনা করা হবে

  1. প্রথমত প্রস্থান অফিস হতে গন্তব্য পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে হবে।
  2. দূরত্ব অবশ্যই ম্যাটিক্স পদ্ধতি বা গুগল ম্যাপ ব্যবহার করে নির্ণয় করতে হবে। TA Distance Calculator । নতুন টিএ/ডিএ দূরত্ব নির্ণায়ক ২০২৩
  3. মূল বেতন বা গ্রেড অনুসারে ক্যাটাগরি নির্ণয় করে ভ্রমণ ভাতা একটি দাবী করতে হবে।
  4. বদলিজনিত মালামাল পরিবহন হিসেবে ফিক্সড ব্যয় ক্যাটাগরি অনুসারে প্রাপ্য হইবে।
  5. ক্যাটাগরি অনুসারে বদলিজনিত পরিবহন ব্যয় দাবী করতে হবে।

ব্যয় বহুল স্থানের জন্য এখনও কি ৩০% অতিরিক্ত ডিএ প্রযোজ্য?

 হ্যাঁ অবশ্যই প্রযোজ্য। এক্ষেত্রে ব্যয় বহুল স্থান হিসেবে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, রংপুর, সিলেট, নারায়নগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার, গাজীপুর শহর এবং সাভার পৌর এলাকা রাখা হয়েছে। নতুন হিসেবে ময়মনসিংহ, কক্সবাজার, নারায়গঞ্জ যুক্ত করা হয়েছে।

https://bdservicerules.info/%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%8f-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%8f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9f%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a8%e0%a7%a8/

One thought on “Ta da allowance Bangladesh । টেবিল দেখে ভ্রমণ বিল করার সহজ নিয়ম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *