অনলাইনে বেতন দেখা । ibas++Pay Bill Report generate by Token
চলতি অর্থ বছর হতেই সমস্ত সরকারি অফিসের বেতন বিল অনলাইনে দাখিল করা হচ্ছে – যখন তখন বেতন বিল দেখা যায় –ibas++ Pay bill by Token number
Ibas++ Staff Bill Report – A DDO or SDO can check or see pay bill Basic by login ibas++ – Online pay bill report generating is now very easy and salary details can be seen by anywhere.
আইবাস++ ব্যবহারের মাধ্যমে যে কোন সময় অনলাইনে বেতন শিট দেখা যায় এবং চাইলে বেতন বিল জেনারেট করে যে কোন কর্মচারীর পে বিল বা ভাতাদি দেখা সম্ভব তা আপনি অফিসে বা বাসায় যেখানেই থাকেন না কেন? পে বিল আইবাস++ হতে বের করা যায় যদি টোকেন নম্বর থাকে।
আইবাস++ এ লগিন করে প্রথমে Employee Pay bill Submission এ ক্লিক করে নিচের চিত্রের মত করে টোকেন নম্বর সংগ্রহ করতে হবে। অতপর রিপোর্টে গিয়ে Staff Bill>Select Staff Bill Details>Fiscal Year>Month>DDO>Input Token>Run report>done
Collection Your bill Token from Employee Pay bill Submission / Details of Bill from report Menu
অনলাইন হতে খুব সহজেই কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বিল দেখা যায়।
Caption: ibas++ Bill Summary report generation / Staff Bill Details from report menu of ibas++
কিভাবে আইবাস++ হতে বেতন বিল দেখা যায়?
- প্রথমে আপনি আইবাস++ এসডিও বা ডিডিও আইডিতে লগিন করুন।
- রিপোর্ট এ ক্লিক করুন
- সিলেক্ট Staff Bill
- Select Staff Bill Details
- Fiscal Year
- পে বিল Month
- DDO আইডি
- Input Token অথবা কপি করে পেস্ট করুন।
- Run report
- done
কর্মকর্তাদের বেতন বিল দেখার নিয়ম কি একই?
কর্মকর্তাদের পে বিল বের করার নিয়ম –Click Reports>Pay Bill Reports>Details of my online pay bill>Fiscal Year>Select bill Month>Select Language>Rune Report. You are done. টোকেন নম্বর ছাড়া কি বিল বেতন বিল প্রিন্ট দিলে হবে না? হবে। কিন্তু তাতে ডিডিও’র কষ্ট বাড়বে, ডিডিও আইডি থেকে টোকেন নম্বর বের করা যাবে। তবে ডিডিও বিল ফরওয়ার্ড করার পরই অনলাইন হতে বেতন বিল সাবমিট করা ভাল। অনলাইন হতে বেতন বিল প্রিন্ট করা খুব সহজ। প্রথমে আইবাস++ এ লগিন করবেন ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড ব্যবহার করে।